ma abdus Samad

ma abdus Samad শূন্য থেকে শুরু, শুন্যের মাঝেই শেষ, আলোর মাঝে কিছুই নেই, অন্ধকারই বেশ.

26/05/2025

সময়ের মুখোমুখি দাঁড়িয়ে
বুঝেছি ভুল জায়গায় নিজেকে
কত ছোট করে ফেলেছি 💔

04/05/2025

ইনশাআল্লাহ

এখানে কয়টি পাখি 🐦
03/05/2025

এখানে কয়টি পাখি 🐦

01/05/2025

যারা বিনা পারিশ্রমিকে একজনের কথা আরেকজনের কানে পৌঁছে দেয়ার কাজটি করেন, ঐসব মেহনতি মানুষকে জানাই 'বিশ্ব শ্রমিক দিবস'-এর শুভেচ্ছা!

মাশাআল্লাহ
01/05/2025

মাশাআল্লাহ

কিছু গল্পের ইতিহাস থাকে না, মাঝ পথেই   শেষ হয়ে যায়
30/04/2025

কিছু গল্পের ইতিহাস থাকে না, মাঝ পথেই শেষ হয়ে যায়

বাঙালি মেয়েদের জাতীয় জুতা।.এমন একটা মেয়ে নেই এই জুতা পড়েনি
29/04/2025

বাঙালি মেয়েদের জাতীয় জুতা।.
এমন একটা মেয়ে নেই এই জুতা পড়েনি

28/04/2025

টাকা হলে একদিন গরিবের পাশে দারাবেন তো

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামসাধুর নগরে বেশ্যা মরেছে--পাপের হয়েছে শেষ,বেশ্যার লাশ হবে না দাফনএইটা সাধুর দেশ।জীবিত বেশ্যা...
26/04/2025

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে--

পাপের হয়েছে শেষ,

বেশ্যার লাশ হবে না দাফন

এইটা সাধুর দেশ।

জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?

দাফন কাফন হবে না এখন

সবে করে ফোস ফোস।

বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,

দিনের বেলায় ভুরু কোচ কাও?

মরিলে দেওনা পানি!

সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,

মুখোশ তোদের খুলবে অচিরে

আসবে তোদের বেলা।

রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,

দিনের আলোতে চিননা তাহারে?

তাকাও নাকো লাজে!

চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,

সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!

নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?

ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?

গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,

সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।

স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,

ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,

দিনের মত দিন চলে যায়,

হয় না তাতে দোষ

মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।

মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিয়া কয়,

পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।

শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,

বেশ্যার দান নিয়াছো ঝুলিতে তুমি বেটা নির্দোষ?

বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,

তোমরা তো বেটা দান বেচে খাও হয়েছো খোদার খাসি।

আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -

কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!

বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা কি সব সৎ?

জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!

আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,

আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।

সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,

লেবাশধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে।

এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।

আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

প্রশ্ন ---: নারীদের বেশ্যা বানায় কারা? পুরুষের স্পর্শ ছাড়া তো কোন নারীরা কলঙ্কিত বা (বেশ্যা) হয় না।

তাহলে আঙ্গুল টা কেন নারীদের (বেশ্যা) দিকেই উঠে?

নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
24/04/2025

নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।

আসলে সুখ কোথায়,,,,?আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড়...
15/04/2025

আসলে সুখ কোথায়,,,,?

আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খোটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।

নারী তার সখের পুরুষকে কারো সাথেই সহ্য করতে পারে না। ওকে!
12/04/2025

নারী তার সখের পুরুষকে কারো সাথেই সহ্য করতে পারে না। ওকে!

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when ma abdus Samad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category