Road Guardian-Sergeant Khubayab

Road Guardian-Sergeant Khubayab Road discipline is a matter of life and safety. Sergeant Khubayab — committed to promoting public awareness and traffic responsibility.

One responsible action can prevent countless tragedies.

পরিবেশটা সুন্দর না? কোনো হৈচৈ আছে?
26/11/2025

পরিবেশটা সুন্দর না? কোনো হৈচৈ আছে?

ঠিক এই জায়গাটাতে একটা পরিবার বাস করে। শহরের হিসেব বাদই দিলাম,গ্রামঞ্চলে এমনটা দেখিনি। এই জায়গাটাতে প্রতি রবি এবং বুধবার ...
21/11/2025

ঠিক এই জায়গাটাতে একটা পরিবার বাস করে। শহরের হিসেব বাদই দিলাম,গ্রামঞ্চলে এমনটা দেখিনি। এই জায়গাটাতে প্রতি রবি এবং বুধবার ছাগল ও হাঁস-মুরগীর হাট বসে। আর এখানটাতেই উষ্কখুষ্ক চুলের পাগল ধরণের এক লোকের সাথে ৪০ উর্ধ্ব এক মহিলা তার ২বাচ্চা সহ বাস করে। পাগল ধরণের লোকটা কোনো বেলা ভাত জুটাতে পারে, কোনো বেলায় পারে না। সুতরাং অনাহারে অর্ধাহারেই কাঁটছে তাদের জীবন। এলাকায় শীত পড়েছে প্রচন্ড,ভবনের ভিতরেও কাথা,কম্বল গায়ে দিয়ে ঘুমাতে কষ্ট হয়ে যাচ্ছে,আর এরা এখানেই দিব্যি বেঁচে আছে। ভালোবাসা থাকলে গাছতলায়ও বাস করা যায়,এ যেনো তার উৎকৃষ্ট এক উদাহরণ। আমি এই মহিলাকে দেখি আর ভাবি স্বামীর প্রতি ঠিক কতোটা ভালোবাসা থাকলে এমন সংসারও করা যায়।

আমাদের সমস্যা আমরা সমাজের উপরের স্তরের মানুষের দিকে তাকাই,তাদের পিছে বাটি নিয়ে ঘুরি। কিন্তু সমাজের এই মানুষগুলোর দিকে ঘুরেও তাকাই না। রোমিও-জুলিয়েটরা ভালোবাসার উদাহরণ হয়,এই মানুষগুলো হয় না।

নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা। যেমন করেই হোক,বাঁচতে তো হবে।
10/11/2025

নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা। যেমন করেই হোক,বাঁচতে তো হবে।

নিয়ম মেনে গাড়ি চালান,নতুবা.......!
25/10/2025

নিয়ম মেনে গাড়ি চালান,নতুবা.......!

16/09/2025

কাগজ দিবে না,আধাঘন্টা সময় নষ্ট করলো,তারপর কাগজ দিতে বাধ্য হলো এবং অতঃপর................!

NB:সড়ক পরিবহণ আইন, ২০১৮

ধারাঃ ১০৯। সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো পুলিশ অফিসার বা, ক্ষেত্রমত, কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তির চাহিদা মোতাবেক কোনো চালক মোটরযান থামাইতে এবং মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করিতে বাধ্য থাকিবেন।

03/09/2025

লার্নার লাইসেন্স,এই লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেনা বলার পর সে উত্তেজিত হয়ে অনেক কথা বললো। এক পর্যায়ে বললো এটার মূল্য নাকি লাইসেন্সের চেয়ে বেশি। তারপর আর কি? নিজের কাজটা করে শান্ত করে দিলাম।

03/07/2025

যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। আপনার ছোট একটি ভুলেই শেষ হতে পারে আরেকজনের জীবন।

01/06/2025

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি।

#হবিগঞ্জ
#খোয়াই

28/05/2025

Only sky is the limit.

Address

Sylhet
3181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Road Guardian-Sergeant Khubayab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share