26/09/2025
আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত ও কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাঁর লক্ষকোটি শুকরিয়া, যে তিনি তাঁর ঘর তাওয়াফের এই মহান নিয়ামতের পথে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। আমার পূর্ণ বিশ্বাস, বাকির পথও তিনি ইন শা আল্লাহ সহজ করে দেবেন।
এই বয়সে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পাব এটা কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়। কয়েকদিন আগে বাড়ি ফিরে যখন আম্মাকে বললাম, “ভিসার ব্যাপারে অনেক ঝামেলা হচ্ছে, দোয়া করবেন,”সাথে সাথেই আম্মার চোখে পানি চলে এল আর তিনি মোনাজাত শুরু করলেন।
সেই রাতেই যখন ভিসা অনুমোদিত হলো, আনন্দের কান্নায় নিজেকে ধরে রাখতে পারিনি। সকালে খবরটা আম্মাকে জানানোর পর তিনিও অশ্রুসিক্ত হলেন। বললেন, “তোমার আব্বা যে বছর ওমরার নিয়ত করেছিলেন, সেই বছরই দুনিয়া থেকে চলে গেলেন।” আজ তাঁর সেই স্বপ্ন যেন আমার মাধ্যমে পূর্ণ হতে যাচ্ছে। আম্মার নিজেরও ছিল আল্লাহর ঘর দর্শনের ইচ্ছে—এই সময়ে তাঁর ছোট ছেলের যাওয়া তাঁর কাছে সবচেয়ে বড় খুশি।
আত্মীয়-স্বজন সবাই উচ্ছ্বসিত“সুফিয়ান কবে যাচ্ছে?” শুনে সবাই ঘরে আসবেন , বিদায় জানাতে চাইছেন। এ সবই আল্লাহর অশেষ কৃপা। আমি শুধু আল্লাহর দরবারে শোকর আদায় করছি এবং প্রিয়জনদের কাছে দোয়া চাইছি,আল্লাহ যেন এই সফর কবুল করেন এবং বাকি জটিলতা সবকিছু সহজ করে তাঁর বাড়ী যাওয়াী তাওফিক দান করেন।