আমার হাসি

আমার হাসি প্রতিবাদী কন্ঠস্বর।
প্রতিবাদী ভিডিও পেতে ফলো রাখুন।

আলহামদুলিল্লাহ! আল খিদমাহ ট্রাভেলসের ৩০ জনের কাফেলা আজ মক্কা মুকাররমা থেকে বিদায় নিয়ে মদিনা মুনাওয়ারার পবিত্র সফরের উদ্দ...
08/10/2025

আলহামদুলিল্লাহ!
আল খিদমাহ ট্রাভেলসের ৩০ জনের কাফেলা আজ মক্কা মুকাররমা থেকে বিদায় নিয়ে মদিনা মুনাওয়ারার পবিত্র সফরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
🕋➡️🌴
দোয়া করি, আল্লাহ তায়ালা এই সফরকে বরকতময় ও কবুল করুন। 🤲

07/10/2025

মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.তায়েফ।

06/10/2025

তায়েফ শহরে নবী সা.এর কষ্ট ও একজন মুমিনের জন্ম।
#তায়েফ #মক্কা

সকল মুরব্বি হাজী — কেউ বাবার বয়সী, কেউবা দাদার বয়সী।তাঁদের মুখের হাসিতে ক্লান্তি মুছে যায়, দোয়ার পরশে মন ভরে ওঠে। ❤️শ্রদ...
05/10/2025

সকল মুরব্বি হাজী — কেউ বাবার বয়সী, কেউবা দাদার বয়সী।
তাঁদের মুখের হাসিতে ক্লান্তি মুছে যায়, দোয়ার পরশে মন ভরে ওঠে। ❤️
শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তাঁদের খেদমতে থাকার চেষ্টা করেছি নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে। 🤍

আল্লাহ পাক, এই সামান্য সেবা কবুল করুন।
তাঁদের হজ্ব মাবরুর ও কবুল করুন,
আর আমাদের সাথে আপনাদের আত্মীয়-স্বজনদের
খেদমত করার তাওফিক দিন।
ইন শা আল্লাহ, সবচেয়ে ভালো খেদমতের চেষ্টা করব সর্বদা।
আমাদের সকলকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন🤲

কাবা চত্বর থেকে জুম্মা মোবারক! আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর বর্ষিত হোক। এই পবিত্র স্থান থেকে দোয়া করি, আপনার জীবনে সু...
03/10/2025

কাবা চত্বর থেকে জুম্মা মোবারক! আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর বর্ষিত হোক। এই পবিত্র স্থান থেকে দোয়া করি, আপনার জীবনে সুখ, শান্তি এবং সফলতা যেন চিরকাল বিরাজ করে। ✨🕋

02/10/2025

আলহামদুলিল্লাহ!
আরাফাহ ময়দান থেকে আমাদের আল খিদমাহ ট্রাভেলস এর সেবাসম্পর্কিত যাত্রীদের আন্তরিক রিভিউ শুনে মনটা সত্যিই ভরে গেলো।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সন্তুষ্টিই আমাদের প্রেরণা।
01745935924

কাবার চত্বরে বিশ্বজয়ী হাফিজ জাকারিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎ🤍
02/10/2025

কাবার চত্বরে বিশ্বজয়ী হাফিজ জাকারিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎ🤍

✨ আলহামদুলিল্লাহ ✨আল খিদমাহ ট্রাভেলসের ৩০ জনের গ্রুপ নিয়ে মক্কার পবিত্র স্থানসমূহ জিয়ারতে যাচ্ছি 🕋🤍সবার দোয়া কামনা করছি।...
02/10/2025

✨ আলহামদুলিল্লাহ ✨
আল খিদমাহ ট্রাভেলসের ৩০ জনের গ্রুপ নিয়ে মক্কার পবিত্র স্থানসমূহ জিয়ারতে যাচ্ছি 🕋🤍
সবার দোয়া কামনা করছি।
ফি আমানিল্লাহ 🤲

আলহামদুলিল্লাহ 🕋মালিকের ঘরে দাঁড়ানোর সৌভাগ্য হলো, এ অনুভূতি ভাষায় প্রকাশের নয় 🤍
01/10/2025

আলহামদুলিল্লাহ 🕋
মালিকের ঘরে দাঁড়ানোর সৌভাগ্য হলো, এ অনুভূতি ভাষায় প্রকাশের নয় 🤍

আলহামদুলিল্লাহ 🤍হেরেম শরীফের খাদিম আমাদেরই বাংলাদেশী।সিলেট গোয়াইনঘাটে বাড়ী🤍কী খুশনসিব! ভালোলাগার লোভ সামলাতে পারিনি।আল্ল...
29/09/2025

আলহামদুলিল্লাহ 🤍
হেরেম শরীফের খাদিম আমাদেরই বাংলাদেশী।
সিলেট গোয়াইনঘাটে বাড়ী🤍
কী খুশনসিব! ভালোলাগার লোভ সামলাতে পারিনি।
আল্লাহ পাক সবাইকে কবুল করুন🤲

আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর।তিনি তাঁর বান্দাকে কখনো নিরাশ করেন না। আজ সকাল পর্যন্তও নানা দুশ্চিন্তায় ...
27/09/2025

আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর।
তিনি তাঁর বান্দাকে কখনো নিরাশ করেন না। আজ সকাল পর্যন্তও নানা দুশ্চিন্তায় ছিলাম, মাওলার কাছে বারবার দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, পরম দয়ালু রব দোয়া কবুল করেছেন—সব জটিলতা দূর করে আমাকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দিচ্ছেন।

ইন শা আল্লাহ, ৮.৫০এ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো, সেখান থেকে ভোর ৬টায় মদিনা শরীফের জিয়ারতের জন্য যাত্রা করবো।

আমি গোনাহগার একজন মানুষ। অজান্তে বা জানতেও কারো মনে কষ্ট দিয়ে থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই সফর আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া–পাওয়া। আমি প্রভুর কাছে প্রার্থনা করি—এই সফর যেন আমাকে নতুন এক জীবনের দিকনির্দেশনা দেয়, যেন আপনাদের কাছে নতুন এক “সুফিয়ান” হয়ে ফিরে আসতে পারি।

আমার জন্য দোয়া করবেন, যেন সহীহ ও সালিমভাবে আল্লাহর ঘর এবং নবী করিম ﷺ-এর রওজা জিয়ারত করে নিরাপদে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

মহান আল্লাহ তাআলা তাঁর সকল বান্দাকে যেন তাঁর ঘরের মেহমান হিসেবে কবুল করার তাওফিক দান করেন—আমিন।

> رَبَّنَا تَقَبَّلْ مِنَّا – “হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন।”

আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত ও কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাঁর লক্ষকোটি শুকরিয়া, যে তিনি তাঁর ঘর তাওয়াফের এই মহা...
26/09/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত ও কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাঁর লক্ষকোটি শুকরিয়া, যে তিনি তাঁর ঘর তাওয়াফের এই মহান নিয়ামতের পথে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। আমার পূর্ণ বিশ্বাস, বাকির পথও তিনি ইন শা আল্লাহ সহজ করে দেবেন।

এই বয়সে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পাব এটা কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়। কয়েকদিন আগে বাড়ি ফিরে যখন আম্মাকে বললাম, “ভিসার ব্যাপারে অনেক ঝামেলা হচ্ছে, দোয়া করবেন,”সাথে সাথেই আম্মার চোখে পানি চলে এল আর তিনি মোনাজাত শুরু করলেন।

সেই রাতেই যখন ভিসা অনুমোদিত হলো, আনন্দের কান্নায় নিজেকে ধরে রাখতে পারিনি। সকালে খবরটা আম্মাকে জানানোর পর তিনিও অশ্রুসিক্ত হলেন। বললেন, “তোমার আব্বা যে বছর ওমরার নিয়ত করেছিলেন, সেই বছরই দুনিয়া থেকে চলে গেলেন।” আজ তাঁর সেই স্বপ্ন যেন আমার মাধ্যমে পূর্ণ হতে যাচ্ছে। আম্মার নিজেরও ছিল আল্লাহর ঘর দর্শনের ইচ্ছে—এই সময়ে তাঁর ছোট ছেলের যাওয়া তাঁর কাছে সবচেয়ে বড় খুশি।

আত্মীয়-স্বজন সবাই উচ্ছ্বসিত“সুফিয়ান কবে যাচ্ছে?” শুনে সবাই ঘরে আসবেন , বিদায় জানাতে চাইছেন। এ সবই আল্লাহর অশেষ কৃপা। আমি শুধু আল্লাহর দরবারে শোকর আদায় করছি এবং প্রিয়জনদের কাছে দোয়া চাইছি,আল্লাহ যেন এই সফর কবুল করেন এবং বাকি জটিলতা সবকিছু সহজ করে তাঁর বাড়ী যাওয়াী তাওফিক দান করেন।

Address

Sylhet
3156

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার হাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category