Adnan Jamil

Adnan Jamil We are working for Europe & Schengen visas.

28/05/2025

বেগম জিয়ার বাসায় মদের বোতল নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য:
মদের বোতল,বাসে আগুন এই সমস্ত যে নোংরা খেলা সেটা ৮০% লোক ঐ সময় জানতো,ঐ নোংরা খেলার বিচার কুদরতিভাবে হয়েছে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ,দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ন আলোচনা করার জন্য।
আল্লাহ ছাড় দেন ছেড়ে দেননা, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদকারিরা আজ দেশ থেকে উচ্ছেদ হয়েছে আলহামদুলিল্লাহ।

02/05/2025

আমরা মাঝেমধ্যে পুরাতন আমি টা কে মিস করি খুব! সেই পুরাতন এনার্জি, পুরাতন পড়ালেখার জন্য সিরিয়াসনেস, এক্সামের আগে রিভিশন দেওয়া, সেই রুটিন লাইফ,রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, সকালে তাড়াতাড়ি উঠা, সেই বাচ্চাকালের আবেগ, সেই সুন্দর সময়ে লাইফে থাকা মানুষগুলো, সেই সুন্দর দিন গুলো!

কি ছিলাম,কি হয়ে গেলাম! মিস করি পুরাতন আমি টা কে!

02/05/2025

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই, আর কোনো শখ ও নেই!

05/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা: ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ?

মেয়ে: না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর
দেখাবে।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

-লেখা : সংগৃহীত
# #

28/03/2025

With উম্মে আয়াত – I just got recognized as one of their top fans!

28/03/2025

প্রথমবার প্রেমে পড়ার পর, বেশ ঘটা করেই একজন আরেকজনকে প্রচন্ড রকমের ভালোবাসায় আচ্ছন্ন করে রাখে। সময়ের আবর্জনায় ধীরে ধীরে এই আচ্ছন্নতা কমতে শুরু করে।

আইচ্ছা গো মাইজি আমি বাকররাম তাইরে 😁🤣
28/03/2025

আইচ্ছা গো মাইজি আমি বাকররাম তাইরে 😁🤣

25/03/2025

পুরো পৃথিবীর রমজানের বরকত আল্লাহ তুমি ফি-লিস্তিনে দেও..!!🌸🥺

Address

Sylhet

Telephone

+8801775557458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnan Jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share