
31/07/2025
বর্তমান সমাজে সত্যের চেয়ে মিথ্যা কথা মানুষ বেশী গ্রহণ করে।
আপনি কারো নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করুন দেখবেন সবাই তা চোখ বন্ধ করে বিশ্বাস করছে কিন্তু কারো নামে সত্য কথা প্রচার করুন দেখবেন ১০০০খুঁড়া যুক্তি দিয়ে সেই সত্যকেই ঢেকে দিতে চাইছে।
এই জামানায় কিছু মানুষ দেখতে মানুষের মত হলেও মনুষ্যত্ব তাদের মধ্যে খুঁজে পাওয়া কঠিন।
আপনি ভালো পথে চলছেন, ভালো কাজ করছেন, মানুষের সাথে মিলেমিশে থাকছেন, ন্যায় বিচার করছেন, সবাইকে সম্মান ও স্নেহ করছেন, অবৈধ জিনিস থেকে দূরে থাকছেন, হালাল খাচ্ছেন, কারো নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছেন না, যত সম্ভব সবাইকে নিয়ে সুন্দর-শান্তিতে থাকতে চাচ্ছেন, চাঁদাবাজি-সন্ত্রাসি-ক্ষমতার অপব্যবহার করছেন না, সর্বপরি আপনি মুনাফেকি থেকে নিজেকে দূরে রাখছেন, তাহলে আপনি সমাজের কিছু মানুষের কাছে সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেছেন।
এই সমাজ আপনার নামে মিথ্যা-কুৎসা রটানোর দ্বায়িত্ব নিবে। আপনার পিছনে শত্রুর অভাব হবে না।
আশ্চর্যের বিষয় হচ্ছে এরা এই কাজগুলো করে আদতেই তাদের নিজের কোন উপকার হচ্ছে না। তারা হয়তো সাময়িক সময় মানুষের মনে মিথ্যা ছড়িয়ে আপনার ক্ষতি করছে কিন্তু দিন শেষে তারা নিজেরাই সমাজে মুনাফেক, বেঈমান, দুষ্কৃতিকারী এবং বিশৃঙ্খলাকারী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
দিন শেষে মানুষ আপনার কাছেই আশ্রয় নিতে আসছে এবং এই সব মুনাফেকদের প্রত্যাখ্যান করছে।
মানুষ যতই আপনার ক্ষতি করতে চায় না কেন আপনি সঠিক পথে থাকলে আল্লাহতালার সাহায্য এবং রহমতের উসিল্লায় কেউ আপনার কিছুই করতে পারবে না।
আল্লাহতালা এইসব মুনাফিক ও বেঈমানদের থেকে সবাইকে হেফাজতে রাখুন।