04/12/2023
আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই এবং বোনেরা, আমি গত দুই তিনদিন থেকে অনেক বেশি ব্যাস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি, তাই অনলাইনে কাউকেই সময় দিতে পারছিনা, এবং আমি নিজেও অনলাইনে আসার সময় সুযোগ পাচ্ছিনা, আর লাইভে আসাতো একপ্রকার অসম্ভবই বলা যায়, তাই দয়া করে কেউ আমার উপর মন খারাপ করবেননা, এবং আশা করি আমাকে কেউ ভুলে যাবেননা🥰 ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে খুব দ্রুতই আবার ফিরবো অনলাইনে।
বিঃদ্রঃ👉 আমার কলিজার প্রিয় ভাই এবং বোনেরা অনেকেই আমাকে ইমুতে, ওয়াটসাপ এ, নক দিচ্ছেন, আপনাদের কেও আমি সময় দিতে না পারায় আমি অত্যন্ত দুঃখিত 🙏 ইনশাআল্লাহ সময় সুযোগ করে আপনাদের সাথেও কথা বলবো, সকলেই আমার জন্য দোয়া করবেন।