
31/08/2025
আজ বাদ ফজর দরস শেষে হুজুরের পক্ষ থেকে নাস্তা করান, এখানে একটা জিনিস খিয়াল করলাম যে, হুজুরের নিয়ত ছিলো পাকা পুক্ত। কারণ মাদরাসার মুয়াজ্জিন সাব দরসের মধ্যে আমাদের সবাইকে চা ও কেক খাওয়াইলেন,কিন্তু হুজুর নিয়ত করে আসছিলে, আমাদের নাস্তা করাইবেন। হুজুর ক্লাস থেকে যাওয়ার সময় বলতেছেন আমার মন মানের না, নিয়ত করে নিয়েছি যখন নাও টাকা নাস্তা করো। এখানেই বুঝা যায় যে নিয়তে বরকত।
( স্মৃতি রেখে দিলাম )