Talib al-ilm

Talib al-ilm Student at SUST | Professional data entry Expert

29/10/2024
তখনকার সময় গুলোই অন্যরকম ছিল। অনেক দারুন দারুন স্মৃতি জুর আছে ভাইদের সাথে।সবাইকে অনেক মিস করি।২৪ ডিসেম্বর ২০২১
24/10/2024

তখনকার সময় গুলোই অন্যরকম ছিল। অনেক দারুন দারুন স্মৃতি জুর আছে ভাইদের সাথে।
সবাইকে অনেক মিস করি।

২৪ ডিসেম্বর ২০২১

23/10/2024

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণা করায় ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের আনন্দ মিছিল চলছে এইমুহুর্তে। শিক্ষার্থীদের মিছিলে যেই শ্লোগানগুলো চলছে:

ছাত্রলীগ গর্তে
খুনি হাসিনা ভারতে

ছাত্রলীগ জঙ্গি
খুনি হাসিনার সঙ্গী

ছাত্রলীগ জঙ্গি
গণহত্যার সঙ্গী

এইমুহুর্তে খবর এলো
জঙ্গিলীগ মারা খেলো

22/10/2024

এই দৃশ্যগুলো দেখে স্থির থাকতে পারি না। মন চায় চলে যাই শাহাদাতের পেয়ালা থেকে কিছু পান করতে।
হে আল্লাহ্! মুসলিম উম্মাহকে হেফাজত করো! বিজয় দান করো!!

আওয়ামী লীগ নিষিদ্ধের যত কারণ।
21/10/2024

আওয়ামী লীগ নিষিদ্ধের যত কারণ।

21/10/2024

জবান বদলে গেলো একটি পলকে🤣

19/10/2024

একজন মুসলিম শরীয়া চায় না এটা হতেই পারে না
~ আসিফ আদনান (হাফিজাহুল্লাহ)

17/10/2024

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে ফেরা উপলক্ষে সমাবেশ। নেতাদের ভার বহন করতে না পেরে মঞ্চ ভেঙ্গে পড়লো।

17/10/2024

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে @ NarratiV ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এন্ড ডিপ্লোম্যাসি এর আয়োজনে ''জুলাই গণবিপ্লব' পরবর্তী ছাত্ররাজনীতি: প্রসঙ্গ ছাত্রশিবির' শীর্ষক আলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি এস এম ফরহাদ।

14/10/2024

একজন মুসিলম হিসেবে আপনাকে শরীয়া চাইতেই হবে। আর শরীয়া কায়েমের জন্য ঐক্যের বিকল্প নেই। ঐক্য নিয়ে খুব সুন্দর আলোচনা।

🎤 আজিজুল হক ইসলামাবাদী (হাফি:)

14/10/2024

যে পুলিশ আগে দুই টাকার চাকরির জন্য, নিরীহ মানুষের বুকে গুলি চালাইতে একবার ভাবতো না,

তারা এখন খুব ধার্মিক হয়ে ফিরে এসেছে, খুব ইসলাম নিয়ে চিন্তা করতেছে।

ব্যাপারটা হাস্যকর না?😁😅

10/10/2024

পূজা কমিটির সমস্যা না হলেও আফসোস লীগ আর শাহাবাগী গোছল না করা মুফতিদের সমস্যা হয়ে যাচ্ছে রে। আহারে জ্বালা

"ওখানে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি। ফেসবুকে আসার পর ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় ঝামেলাটা বেঁধেছে। ইভেন গান পর পূজা উদযাপন পরিষদ এটিকে।

'অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান' হিসেবে আখ্যা দিয়েছে।বক্তব্যটা এরকম— "ধন্যবাদ চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীবৃন্দদেরকে, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার যে সঙ্গীত ওনারা পরিবেশন করলেন সেজন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ, সাধুবাদ জ্ঞাপন করছি।"

আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা জোর করে কোনো মুসলিম বা তাদের কোনো সংগঠন ষ্টেজে গান গাইতে উঠে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talib al-ilm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share