প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor

প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor ভালো থাকা এবং ভালো রাখার প্রয়াস
(6)

 #বাংলাদেশ  #জুলাইবিপ্লব  #গণ-অভ্যুত্থান
05/08/2025

#বাংলাদেশ
#জুলাইবিপ্লব
#গণ-অভ্যুত্থান

28/07/2025


21/07/2025

স্কুলে আপনার বাচ্চার ওপর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়বে। জানা যাবে বিমানটি অনেক পুরনো মডেলের।
রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ গার্ডার ভেঙে পড়বে আপনার মাথার ওপর। জানা যাবে নির্মাণ ত্রুটি।
ট্রেন লাইনচ্যুত হয়ে আপনাকে করবে স্বজনহারা। জানা যাবে লাইনে ত্রুটি ছিল দীর্ঘদিনের।
বহুতল ভবনে আগুনে দগ্ব হয়ে, তীব্র শ্বাসকষ্টে মারা যাবে মানুষ। জানা যাবে নিচতলায় ছিল কেমিকেল ফ্যাক্টরি।
রাস্তা দিয়ে হেঁটে অফিসে যাচ্ছেন। হঠাৎ নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে আপনার জীবন কেঁড়ে নিবে। সেইফটি নাই।
বেপরোয়া গাড়ি কেঁড়ে নিবে শত প্রাণ। জানা যাবে গাড়ি ফিটনেসহীন, চালক লাইসেন্সহীন।

মানুষ দুনিয়ায় চিরকাল থাকতে আসে নাই। কিন্তু এরকম শত শত প্রাণের 'অপচয়' এর উদাহরণ আমাদের প্রিয় মাতৃভূমি। যেন এক মৃত্যু উপত্যকা। সকালে ঘর থেকে বের হলে বিকালে ফেরার গ্যারান্টি নাই।

- তোফায়েল আহমেদ

21/07/2025




08/07/2025



26/06/2025

ইরান যথেষ্ট শক্তিশালী পক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। ফলে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে দেন যে যুদ্ধবিরতি তারা যেন ভঙ্গ না করে। ইরান এমন একটি শক্তি হিসেবে আবির্ভূত হলো, যে শক্তি হিসেবে তারা দাঁড়াতে চেয়েছে। ইরান দৃঢ়ভাবেই দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের সম্ভাবনার কথা ইরান জানিয়ে দিয়েছে।


সুখ শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনার প্রতিটি দিন ঈদ মোবারক🤲
06/06/2025

সুখ শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনার প্রতিটি দিন
ঈদ মোবারক🤲

19/05/2025

আমার আনন্দ
- অধ্যাপক আ ন ম ওয়াহিদ

যৌবনের রোদেলা দুপুরে
আমার আনন্দ ছিল গ্রীষ্মের কাঁচা আমের মতো—
তরতাজা, টক-ঝাল-নুনমাখা, কামনার কাঁপুনি জড়ানো,
ভালো খাবার, রঙিন জামা,
বন্ধুরা যেন ছিল একেকটা বেহালার সুর।

আকাশের দিকে তাকিয়ে ভাবতাম—
বাহ, কী মজা— এই তো জীবন!
রাস্তার মোড়ে চায়ের কাপেই স্বর্গ নেমে আসতো,
বাতাসে ছিল উন্মত্ত হাওয়ার নাচন।

কিন্তু আজ...
বয়সের পাতাঝরা সন্ধ্যায়
আমি খুঁজি ভিন্ন ধরনের আনন্দ—
যেখানে নিজের চাওয়া নয়,
অন্যের মুখে একটু হাসি যেন পূর্ণিমার আলো।

আমার কন্যাদের চোখের ধমকে যে ভালোবাসা লুকানো,
তাতে হৃদয়ে বাজে সন্তুষ্টির বাঁশি,
তাদের শাসনে আমি খুঁজি আশ্রয়,
তাদের উষ্ণ অভিমানে ফিরে পাই হারানো প্রাণ।

আজ আর হই না বহিঃপ্রকাশের কাঙাল—
একটি কবিতার জন্মেই মেলে অনন্ত আনন্দ।
যদিও কেউ পড়ে না,
তবুও অক্ষরে অক্ষরে গড়ে তুলি আত্মার পরিশুদ্ধ প্রতিচ্ছবি।

রাতে, নিঃশব্দে—
আমি হাঁটি আল্লাহর দুয়ারে দুয়ারে,
ভেজা চোখে বলি: “ক্ষমা করো প্রভু— তুমি দয়াময়!”
আর ঠিক তখনই,
এক অদৃশ্য করুণা যেন ভরে তোলে আমার অন্তর্গত আকাশ।

এই যে অশ্রুঝরা আনন্দঘন প্রশান্তি—
এ এক অমোঘ রহস্য,
জীবনের সবচেয়ে বিশুদ্ধ নদী,
যা বহে নীরবে, গভীরে, স্বর্গীয় স্বস্তিতে।

আনন্দ এখন আর হই-হট্টগোলে নয়—
দুপুরে গাছের ছায়ায় নির্জনতায়,
উত্তাল বাতাসের ঢেউয়ে,
এক ফোঁটা শ্রাবণের জলে।
আনন্দ আজ ধ্যানের মতো—
নিসর্গ-নীরব, নিত্যনতুন এক আকাঙ্ক্ষার নাম।

লেখক: অধ্যাপক, টেনেসি স্টেইট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র।

মে ১৭, ২০২৫

19/05/2025

মহান আল্লাহর নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে।

অতএব তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? - সূরা আর রাহমান।



✡️ বজ্রপাতের সময় করনীয়:ঘন কালাে মেঘ দেখা দিলে ঘরের বাহির হবেন না; অতি জরুরি প্রয়ােজনে রাবারের জুতা পড়ে বাইরে বের হতে প...
28/04/2025

✡️ বজ্রপাতের সময় করনীয়:
ঘন কালাে মেঘ দেখা দিলে ঘরের বাহির হবেন না; অতি জরুরি প্রয়ােজনে রাবারের জুতা পড়ে বাইরে বের হতে পারেন।

🟥 এসময় খােলা জায়গা, খােলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না।

🟥 ধানক্ষেত বা খােলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন।

🟥 যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন।

🟥 উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুটি, মােবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

🟥 কালাে মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডােবা বা জলাশয় থেকে দূরে থাকুন।

🟥 গাড়ির ভেতর অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযােগ ঘটাবেন না; সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনাে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

🟥 বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

🟥 মােবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলাে বন্ধ রাখুন।

🟥 ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়ােজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।

🟥 শিশুদের খােলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

🟥 ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

🟥 ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

🟥 প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরােধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

🟥 খােলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।

🟥 কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

🟥 বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে।
আহত ব্যক্তিকে স্পর্শ করলে কোনো সমস্যা হবে না।
প্রয়ােজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।

মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।

[Collected]

একজন বাংলাদেশী যখন বছরে ৩ টি বই পড়ে তখন একজন মার্কিনি গড়ে ১৭ টি বই পড়ে বছরে!তারাই তো এগিয়ে থাকবে।
24/04/2025

একজন বাংলাদেশী যখন বছরে ৩ টি বই পড়ে তখন একজন মার্কিনি গড়ে ১৭ টি বই পড়ে বছরে!
তারাই তো এগিয়ে থাকবে।


আমাদের হৃদয়ের স্পন্দন!
14/04/2025

আমাদের হৃদয়ের স্পন্দন!


Address

Monsuf Baccha Miya Road, Mira Bazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor:

Share

Category