প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor

প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor ভালো থাকা এবং ভালো রাখার প্রয়াস
(6)

03/12/2025

৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাঠের ৮ দলের সমাবেশ সফল করার লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রচার মিছিলের লাইভ

🗓️ ৬ ডিসেম্বর ২০২৫📍 সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠআন্দোলনরত ৮ দলের ঐক্যবদ্ধ মহাসমাবেশ সফল হোক।খেলাফত মজলিস জিন্দাবাদ! ✊🕌...
01/12/2025

🗓️ ৬ ডিসেম্বর ২০২৫

📍 সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ

আন্দোলনরত ৮ দলের ঐক্যবদ্ধ মহাসমাবেশ সফল হোক।

খেলাফত মজলিস জিন্দাবাদ! ✊🕌

#খেলাফত_মজলিস #সিলেট_সমাবেশ #ঐক্য #জনআন্দোলন াবেশ

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। 🤲💚আল্লাহ তাঁর উপর বিশেষ রহমত বর্ষণ করুন, সব ব্যথা-কষ্ট দূর...
29/11/2025

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। 🤲💚

আল্লাহ তাঁর উপর বিশেষ রহমত বর্ষণ করুন, সব ব্যথা-কষ্ট দূর করে দিন এবং সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।
জাতির একজন প্রবীণ ও বরেণ্য নেত্রী হিসেবে তাঁর সুস্থতা আমাদের সবারই কাম্য।

আল্লাহ সুস্থ করে ফিরে আসার তৌফিক দিন। আমিন। 🌿

#দ্রুত_সুস্থতা_কামনা #বাংলাদেশ #প্রত্যয়ী_ভ্রমর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল 'বিজয়-২৪' হলে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ ই...
24/11/2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল 'বিজয়-২৪' হলে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখা “ইমার্জেন্সি কর্ণার” স্থাপন করেছে।

আজ ২৪ নভেম্বর সন্ধ্যা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জনাব ড. মো ইসহাক মিয়া এবং হল প্রভোস্ট জনাব ড. মো জামাল উদ্দিন ও প্রভোস্ট বডি আনুষ্ঠানিকভাবে কর্ণারটির উদ্বোধন করেন। শাখা সভাপতি জুনায়েদ আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ইমার্জেন্সি কর্ণারে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী (যেমন: ঔষধ, কলম, এসাইনমেন্ট লেখার পেপার, মাস্ক) রাখা হয়েছে। শিক্ষার্থীরা যেকোনো সময় এই সামগ্রী ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের পর পরিস্থিতি অনুযায়ী যথাযথ স্থানে ফেরত দিবেন।

#বিজয়২৪হল

ফ্রেমে বাধাই করে রাখার মতো মূল্যবান কথা। ❤️
23/11/2025

ফ্রেমে বাধাই করে রাখার মতো মূল্যবান কথা। ❤️

ঢাকা ১৮ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। ঢাকা ১৮ আসনের অলিতে-গলিতে তা...
23/11/2025

ঢাকা ১৮ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। ঢাকা ১৮ আসনের অলিতে-গলিতে তাঁর পদচারণা দীর্ঘদিনের! শিক্ষা-দীক্ষা, যোগ্যতার মাপকাঠিতে তিনি অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে থাকবেন বলেই আমরা বিশ্বাস করি।
তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি।

ঢাকা ১৮ আসনে দেওয়াল ঘড়ি মার্কা বিজয়ী হোক।
আল্লাহ কবুল করুন। আমিন।

খেলাফত মজলিস জকিগঞ্জের আজকের এই প্রোগ্রাম সফল হোক। আল্লাহ কবুল করুন। আমিন।
23/11/2025

খেলাফত মজলিস জকিগঞ্জের আজকের এই প্রোগ্রাম সফল হোক। আল্লাহ কবুল করুন। আমিন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ম...
23/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলভী লোকমান আহমদ ভাই - আপনাদের দু'আ ও সমর্থন প্রত্যাশী।

মাদারীপুর-১ (শিবচর) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কাজী ইলিয়াস আহমাদ— একজন সৎ, নীতিনিষ...
22/11/2025

মাদারীপুর-১ (শিবচর) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কাজী ইলিয়াস আহমাদ— একজন সৎ, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল জননেতা।
ধর্মীয় মূল্যবোধ, শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও মানবসেবার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিবচরবাসীর আস্থা অর্জন করে আসছেন।

এলাকার উন্নয়নকে তরান্বিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষাই তাঁর প্রতিটি উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু।
শিবচরের উন্নত ভবিষ্যতের জন্য তিনি প্রস্তুত, দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের পাশে।

18/11/2025

সিলেটের শাহপরান গেইটে অবস্থিত দ্য লুমিনাস স্কুলে ২০২৬ একাডেমিক সেশনের জন্য প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এটি মূলত বাংলা মিডিয়াম স্কুল তবে স্কুলের কোয়ালিটি খুবই চমৎকার। এটা স্কুলের আউটডোরের ভিডিও। বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
✆ 01728 512771

17/11/2025
ইসলামী দলগুলোর এই ঐক্য দেশের কোটি মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে।এ দেশের আপামর জনগণ ইসলামী শক্তির বিজয় কামনা করে।স...
11/11/2025

ইসলামী দলগুলোর এই ঐক্য দেশের কোটি মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে।
এ দেশের আপামর জনগণ ইসলামী শক্তির বিজয় কামনা করে।
সকল অনৈক্য ও বিভেদ থেকে আল্লাহ এই ঐক্যকে হেফাজত করুন এবং আমাদেরকে এক সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন।

Address

Monsuf Baccha Miya Road, Mira Bazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor:

Share

Category