
04/08/2025
👤 **বাবা থাকাটাই সবচেয়ে বড় সম্পদ** 💯
বাবা গরিব হোক বা ধনী—তা আসল বিষয় নয়।
🏆 সত্যিকারের ভাগ্যবান সেই, যার **বাবা জীবিত আছেন**।
বাবা মানে—
🛡️ ছায়ার মতো রক্ষা করা
💪 দায়িত্বের পাহাড় বুকে নিয়ে হাসি দেওয়া
🤲 নিঃস্ব হয়ে সন্তানের জন্য দোয়া করে যাওয়া
বাবার ভালোবাসা অনেক সময় শব্দে বোঝা যায় না—
তবে তার অনুপস্থিতি বুঝিয়ে দেয়,
**সে-ই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ**।
🕊️ যারা বাবাকে হারিয়েছেন,
**আল্লাহ তাদের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।**
আর যারা পেয়েছেন,
**তাদের কদর করতে শিখি—যতদিন বেঁচে আছেন।**
🤍 **বাবা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।**
#আবেগ_ছোঁয়া #বাবার_ভালোবাসা