সিলেট সংযোগ

সিলেট সংযোগ আমি একজন নারী সাংবাদিক ভিডিও ও নিউজ প্রতিনিধি

27/10/2025
সিলেট-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ভার্চ্যুয়াল সাক্ষাৎ: নির্দেশনার অপেক্ষায় চার নেতাবিএনপির ভারপ্রাপ্ত...
27/10/2025

সিলেট-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ভার্চ্যুয়াল সাক্ষাৎ: নির্দেশনার অপেক্ষায় চার নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের আসন্ন নির্বাচনের জন্য সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের চারজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আজ সন্ধ্যায় ভার্চ্যুয়ালি সৌজন্য সাক্ষাৎ করবেন। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের মতামত শোনা এবং দলীয় নির্দেশনা প্রদানের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গুলশান বিএনপি কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান তাদের সঙ্গে যুক্ত হবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। আজকের বৈঠকে সিলেট-৫ আসন থেকে অংশ নিচ্ছেন: মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন) ১ম সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি। আশিক উদ্দিন চৌধুরী উপদেষ্টা সিলেট জেলা বিএনপি। জাকির হোসাইন আহ্বায়ক সংযুক্ত আরব আমিরাত বিএনপি। সিদ্দিকুর রহমান পাপলু যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি। বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন) জানিয়েছেন আমার মনোনয়ন ইতিমধ্যেই তিন মাস আগে চূড়ান্ত। আজকের বৈঠক থেকে হয়তো নির্বাচনের কোনো দিকনির্দেশনা দেওয়া হতে পারে। একইভাবে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেন আমি আমন্ত্রণ পেয়ে ঢাকায় এসেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আজকের বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন নাও দেওয়া হতে পারে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অঞ্চলের নেতাদের জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করতে পারেন। জানা যায় আজকের এই বিশেষ বৈঠকে সিলেট ছাড়াও ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনীত নেতারা অংশ নিচ্ছেন যাদেরকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিতরক্তের সন্ধানে মানবতার কল্যাণে স্...
26/10/2025

মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত
রক্তের সন্ধানে মানবতার কল্যাণে স্লোগান ধারণ করে পথচলা মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী।
হাফিজ মাজহারুল ইসলাম মুর্শেদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহমেদ জুনেদের না-এ-রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্ঠান শুরু করেন শুভেচ্ছা বক্তব্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক
আর এ উরুফী রায়হান আহমেদ।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ নিশাদ।
সংগঠনের অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম শাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স'লিপক), মানবসেবা সামাজিক সংগঠন মৌলভীবাজারের সভাপতি আহসান আক্তার দোলন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, নিঃস্বার্থ মানবিক রক্তদান সোসাইটি কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রীপুরবাজার যুব রক্তদান ও সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ সুজেল, মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইমরান আহমেদ, উপদেষ্টা ইমাজ উদ্দিন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এফ.জে. ফয়ছল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধান, নির্দেশনা ও পরিচালনায় এসময় প্রবাসে অবস্থানরত মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি এ.এইচ. আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন।মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর দায়িত্বশীলরা সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক টি-শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক
আর এ উ

সিটি কর্পোরেশনে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধানের মতবিনিময়চলমান উন্নয়ন প্রকল্প দ্রুতশেষ করার তাগিদবাংলাদে...
26/10/2025

সিটি কর্পোরেশনে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধানের মতবিনিময়
চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত
শেষ করার তাগিদ

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ সিলেটের সব উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় চলমান প্রকল্প বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন।
তিনি বলেন, আমরা সিলেটবাসীর কোনো ভোগান্তি চাই না। তাই যথাযথ মান ঠিক রেখে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পসহ চলমান সব প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) মো. হায়দর আলী ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের পরিচালনায় সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত অধিপ্তরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ সিলেটের উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন, আমরা ১০টি সিটি কর্পোরেশন ভিজিট করেছি। আমাদের কাছে মনে হয়েছে সিলেট সবগুলো নগরের চেয়ে পরিচ্ছন্ন। আমরা এক্ষেত্রে অন্যান্য সিটি কর্পোরেশনে সিলেটকে পাইওনিয়ার হিসেবে উপস্থাপন করব।
সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির ওপর তাগিদ দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন নিজস্ব আয় বৃদ্ধি। এক্ষেত্রে প্রত্যেক সিটি কর্পোরেশনের অনেক কাজ করার সুযোগ রয়েছে।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, মানুষ সিলেট নগরীকে একটি স্মার্ট ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চায়। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছি। সড়ক সংস্কার ও নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতির উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করছি।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভাতারেক রহমান শীঘ্রই দেশেফিরে বিএনপির নেতৃত্ব দিবেন----ড. এনামুল হক চৌ...
24/10/2025

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

তারেক রহমান শীঘ্রই দেশে
ফিরে বিএনপির নেতৃত্ব দিবেন
----ড. এনামুল হক চৌধুরী

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ মেনে নিবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দলের নেতৃত্ব দিবেন। আমাদের অভিভাবকের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি বলেন, তৃনমূল হচ্ছে বিএনপির প্রাণ। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় তৃনমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে আগামী নির্বাচন দেশ জাতি এবং বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিব আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি আলি হাসান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, আলীনগর ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, সিনিয়র সহ সভ

সোনার মদিনা।
23/10/2025

সোনার মদিনা।

22/10/2025

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে
পরিচ্ছন্নতা অভিযান শুরু

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (২২/১০/২০২৫) সকালে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জল্লা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক ও সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, প্লাস্টিক ও পলিথিনে শহরের যেসব জলাধার ভরাট হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করলে মশকের প্রজনন কেন্দ্র ধ্বংস হবে এবং পানির প্রবাহ বৃদ্ধি পাবে। শহরের সব খাল ও ছড়া পরিষ্কার করার অভিপ্রায় নিয়েই আজকে তারুণ্যের উৎসব ২০২৫ এ আমরা পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি। তরুণরাই আমাদের সমাজের মূল শক্তি।

তিনি বলেন, রুণরা যখন কোনো কিছু পরিবর্তনের অঙ্গীকার করে, তখন সেটা নিশ্চিতভাবেই পরিবর্তন করে। বিগত সময়ে তরুণেরা রাজপথে দাঁড়িয়েছে। তারা আমাদের সমাজকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। তরুণদের হাত যেখানেই সম্প্রসারিত হবে, সেখান থেকেই সকল অসঙ্গতি, অপরিচ্ছন্নতা, সব রকমের সামাজিক প্রতিকূলতা মুক্ত হবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, একসময় সিলেট শহরে অনেক দিঘি ও জলাশয় ছিলো। শিশু কিশোরেরা যেখানে গোসল করত। কিন্তু সময়ের সাথে সাথে অবৈধ দখল, অযতœ ও ময়লা আবর্জনা ফেলার কারণে জলাধারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে ময়লা ফেলার কারণে মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি আমরা মাছুদিঘি পরিষ্কার করেছি। এখন জল্লারপাড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সিলেট শহরের সকল জলাধার পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।
তিনি বলেন, জলাধারগুলোই সিলেট শহরের প্রাণ। আমাদের সম্প্রসারিত এলাকায় সার্ভে করে মাস্টারপ্ল্যানে জলাধার সংরক্ষণ করার ব্যবস্থা করেছি। এই দিঘি, পুকুর, খালসহ জলাশয়গুলো যত ভালো রাখা যাবে, সিলেটবাসীর ততই মঙ্গল হবে।

প্রসঙ্গত, ৭ দিনব্যাপী এই কার্যক্রমে সহযোগিতা করছে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে সংযোগিতা করছেন বিডি ক্লিন সিলেট, স্কাউটস, সেভ সিলেট, ইউনাইটেড সুপার ওমেন, সিলেট ওয়ান্ডার ওমেন, সিলেট বাইকার্স ক্লাব, কালারফুল সিলেট, ট্র্যাভেল সিলেট, সিলেট রানার্স ক্লাব, সিলেট সাইক্লিং ক্লাব, দ্য হিউম্যান চ্যারিটিসহ ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটেপরিচ্ছন্নতা অভিযান শুরুতারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুর...
22/10/2025

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে
পরিচ্ছন্নতা অভিযান শুরু
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জল্লা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক ও সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, প্লাস্টিক ও পলিথিনে শহরের যেসব জলাধার ভরাট হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করলে মশকের প্রজনন কেন্দ্র ধ্বংস হবে এবং পানির প্রবাহ বৃদ্ধি পাবে। শহরের সব খাল ও ছড়া পরিষ্কার করার অভিপ্রায় নিয়েই আজকে তারুণ্যের উৎসব ২০২৫ এ আমরা পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি। তরুণরাই আমাদের সমাজের মূল শক্তি।
তিনি বলেন, রুণরা যখন কোনো কিছু পরিবর্তনের অঙ্গীকার করে, তখন সেটা নিশ্চিতভাবেই পরিবর্তন করে। বিগত সময়ে তরুণেরা রাজপথে দাঁড়িয়েছে। তারা আমাদের সমাজকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। তরুণদের হাত যেখানেই সম্প্রসারিত হবে, সেখান থেকেই সকল অসঙ্গতি, অপরিচ্ছন্নতা, সব রকমের সামাজিক প্রতিকূলতা মুক্ত হবে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, একসময় সিলেট শহরে অনেক দিঘি ও জলাশয় ছিলো। শিশু কিশোরেরা যেখানে গোসল করত। কিন্তু সময়ের সাথে সাথে অবৈধ দখল, অযতœ ও ময়লা আবর্জনা ফেলার কারণে জলাধারগুলো ব্যবহার অনুপয

সিলেট মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধসিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ...
20/10/2025

সিলেট মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধ

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক এক আদেশে
সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে যে,সিলেট মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধ, দুই লেনের সড়কে কোন ধরনের পার্কিং করা যাবে না, নির্ধারিত পার্কিং এ সিংগেল লাইনে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখতে হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনের ২৭(১) ধারা মতে ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার বাগাড়, দেখে চরম ক্ষুব্ধ সিলেটের ডিসি! আজ সকাল থেকে কানাইঘাটেে বিভিন্ন সরকার...
20/10/2025

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার বাগাড়, দেখে চরম ক্ষুব্ধ সিলেটের ডিসি!

আজ সকাল থেকে কানাইঘাটেে বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। এ সময় তিনি মানুষের বিভিন্ন অভিযোগের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং নিজ চোখে নানা অব্যবস্থাপনা দেখেন।

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার বাগাড় দেখে চরম ক্ষুব্ধ ও হতাশ হন।

এসময় তিনি বলেন- আমি সবখানেই মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এবং সমস্যার সমাধান করতে যাই। আজও কানাইঘাটে এমন উদ্দেশ্যেই আসা। আপনাদের সব কথা শুনলাম। এখানে এসে আমি নিজেও দেখলাম- অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার বাগাড়। আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে ১৫ জন লোক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন-পুরাতন দুই ভবনেই পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। আপনারাও এ কাজে সহযোগিতা করবেন।

19/10/2025

সিসিকের কর্মচারী ও গাড়িচালকদের মাঝে ইউনিফর্ম বিতরণ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিবহন শাখার কর্মচারী ও গাড়ি চালকদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। নগরভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ইউনিফর্ম বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিফর্ম বিতরণ করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ তামিম। # ft # infamaon #

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেট সংযোগ:

Share