সিলেট সংযোগ

সিলেট সংযোগ আমি একজন নারী সাংবাদিক ভিডিও ও নিউজ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয় তাহসিনা রুশদী লুনাবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, জ...
05/08/2025

জুলাই গণ-অভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয়
তাহসিনা রুশদী লুনা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপ্লবের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন, ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলো আর শেষ হয়েছিলো ছাত্র-জনতার বিপ্লব এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।
এসময় তিনি আরও বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করতে সকলের সচেষ্ট থাকতে হবে। ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৩ ঘটিকায় প্রশাসনিক ভবন চত্বর থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে “জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, শহীদ পরিবারকে উপহার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মাইলফলক। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি ঐতিহাসিক প্রতিরোধ, যেখানে ছাত্রসমাজ, পেশাজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়িয়েছিল। সেই অভ্যুত্থান ছিল গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি অনন্য দৃষ্টান্ত। বিগত সময়ে এই বিশ্ব

04/08/2025

অদ্য ০৪ আগস্ট, ২০২৫ খ্রি. সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ সাল মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার মিতা, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিলেট জনাব মোঃ নুরের জামান চৌধুরী, নির্বাচন বোর্ডের সদস্য ও সহকারী কমিশনার জনাব ফারহানা ফেরদৌস শিউলি। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান ও উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, সিলেট জনাব সুবর্ণা সরকার, নির্বাচনী আপীল বোর্ডের সদস্য ও সহকারী কমিশনার জনাব অর্থিতা হওলাদার, নির্বাচনী আপীল বোর্ডের সদস্য ও সহকারী কমিশনার জনাব মোঃ পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

03/08/2025

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে পূবালী ব্যাংকের বাস উপহার
ছাত্রছাত্রীদের যাতায়াত সুবিধার্থে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বড় আকারের বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাসটি হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলামের উপস্থিতিতে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বাসটি হস্তান্তর করেন।
এ সময় উপাচার্য ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমরা পূবালী ব্যাংকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের একটি বাস উপহার দিয়েছেন, যা শিক্ষার্থীদের বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমরা খুবই আনন্দিত যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিতে পেরেছি। এর মাধ্যমে একটি সুন্দর সম্পর্কের সূচনা হলো। আমরা আজকের অনুষ্ঠানে অনেক গাছ রোপণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজ করতে আগ্রহী।আমরাও সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং পূবালী ব্যাংক পিএলসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন: ফয়সল চৌধুরীসিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্...
02/08/2025

জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন: ফয়সল চৌধুরী
সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলাদেশের মাটিতে আগামীর যেকোন আন্দোলন সংগ্রামে তারা হবেন অনুপ্রেরনার উৎস। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো দেশে ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে তারা হবেন আদর্শ উদাহরণ। তিনি বলেন, এতসব আন্দোন সংগ্রাম ও প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। অভাব অনটন চাঁদাবাজী মুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই আমরা। সেজন্যই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে জয়লাভ করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ব্যাপক প্রচার করতে হবে। জনগনকে তার সুফল কি হতে পারে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের সাফল্য অনিবার্য। তিনি শনিবার (২ আগস্ট) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিয়ানীবাজারে সবসময় বিএনপি শক্তিশালী অবস্থান ছিল। এমনকি দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন জুলুম সহ্য করেও বিয়ানীবাজারবাসী বিএনপির সাথে ছিলেন এখনো আছেন। চারখাই ইউনিয়নবাসীও জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে সবসময় ঐক্যবদ্ধ। এই ঐক্য ধরে রেখে নিজেদের আরও শক্তিশালী করতে যা যা প্রয়োজন আমরা তাই করতে প্রস্তুত। আমরা সবসময় সাধারণ মানুষের সুখেদুখে তাদের সাথেই ছিলাম আছি ও থাকবো ইনশাল্লাহ। বিযানিবাজার চারখাই ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুস্তাকিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি রিপন মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জামাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ,৫নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন চৌধুরী, ৬নং ও

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ : ফয়সল চৌধুরীসিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী...
02/08/2025

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ : ফয়সল চৌধুরী
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিটি কর্মী শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা একটি সমৃদ্ধ এবং শান্তির বাংলাদেশ গড়তে চাই। আর সেজন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাদের জয়লাভ করতে হলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা নিয়ে জনগনের কাছে যেতে হবে। তা বাস্তবায়িত হলে দেশের যে পরিবর্তন হবে, অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা এবং অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে- জনগনের সাথে এ ব্যাপারে কথা বলতে হবে, বুঝাতে হবে। তিনি বলেন, বিএনপি কখনোই জনগনের কাছ থেক বিচ্ছিন্ন ছিলনা। বরং নানা ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা জনগন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। জনগনই তাদের দেশছাড়া করেছে।
ফয়সল চৌধুরী শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের ১নং আলীনগর ইউনিয়নের ব্রাহ্মনগ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্টিত কর্মী সভায় সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, দেশ প্রেম, দেশের উন্নয়ন আর মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির একমাত্র লক্ষ্য। আমাদের প্রতিটি কর্মী এ ব্যাপারে সচেতন এবং দায়িত্বশীল। তবে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সতর্ক থেকে সবাইকে কাজ করতে হবে। কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মসরুর আহমদ, ১নং আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ জাহিদ, সদস্য আমিনুল ইসলাম রুনু প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো সেলিম উদ্দিন মেম্বার, সাধারন সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবউদ্দিন, সাধারন সম্পাদক বাবরব আলী,সাংগঠনিক সম্পাদক ছানি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনিপর সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক আজাদ,সাংগঠন

31/07/2025

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের বোডিং ব্রিজের চাকা মেরামতকালে পাংচার হয়ে এক টেকনিশিয়ার হেল্পার নিহত ও অপরজন আহত

31/07/2025

*সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ২০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
৩১ জুলাই ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,২০,৩৩,১৫০.০০ (এক কোটি বিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত রুম্মান ও এনামুল আহত...
31/07/2025

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত রুম্মান ও এনামুল আহত...

28/07/2025
We were honored to welcome RELO Roger Cohen from Kathmandu, Nepal, and Mr. Bissaw Gautam, Regional English Language Spec...
27/07/2025

We were honored to welcome RELO Roger Cohen from Kathmandu, Nepal, and Mr. Bissaw Gautam, Regional English Language Specialist, Nepal, to the GEIST Center, Sylhet.

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান।
26/07/2025

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন
সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান।

25/07/2025

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে
এনসিপির সমাবেশে চলছে।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেট সংযোগ:

Share