
05/08/2025
জুলাই গণ-অভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয়
তাহসিনা রুশদী লুনা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপ্লবের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন, ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলো আর শেষ হয়েছিলো ছাত্র-জনতার বিপ্লব এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।
এসময় তিনি আরও বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করতে সকলের সচেষ্ট থাকতে হবে। ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৩ ঘটিকায় প্রশাসনিক ভবন চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে “জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, শহীদ পরিবারকে উপহার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মাইলফলক। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি ঐতিহাসিক প্রতিরোধ, যেখানে ছাত্রসমাজ, পেশাজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়িয়েছিল। সেই অভ্যুত্থান ছিল গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি অনন্য দৃষ্টান্ত। বিগত সময়ে এই বিশ্ব