Wahid's Vlog

Wahid's Vlog This is my personal blog. Here I will share my thinking and daily activities.

এই পরিবর্তনে জনগণের পকেটের বিরাট একটা খরচ হবে এই সংস্কৃতি বন্ধ করে পারলে শহীদদের নামে জনকল্যাণমুখী অন্য কোন প্রতিষ্ঠান ক...
14/11/2024

এই পরিবর্তনে জনগণের পকেটের বিরাট একটা খরচ হবে এই সংস্কৃতি বন্ধ করে পারলে শহীদদের নামে জনকল্যাণমুখী অন্য কোন প্রতিষ্ঠান করুন।

23/10/2024

বুড়া এইচএসসি -২৪ লীগ আজ কিছুটা সাইজে আসছে। ২৫ উর্ধ বেশ কয়েকটির উপরে উড়াধুরা একটু বেশ...

নিজের টাকায় কিনা ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ আজীবন চাই। যার যত দিন ইচছা ব্যবহার করবে। অবিলম্বে এই ২ নাম্বারি বন্ধ হোক।
22/10/2024

নিজের টাকায় কিনা ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ আজীবন চাই। যার যত দিন ইচছা ব্যবহার করবে। অবিলম্বে এই ২ নাম্বারি বন্ধ হোক।

এখন পর্যন্ত আওয়ামীলীগকে দেখলেই গুলি, পাইলেই লাঠিপেটা  এরকম পরিস্থিতি নয়। এর পরেও এই অবস্থা! জামাত শিবিরের মত দেখলেই গুলি...
22/10/2024

এখন পর্যন্ত আওয়ামীলীগকে দেখলেই গুলি, পাইলেই লাঠিপেটা এরকম পরিস্থিতি নয়। এর পরেও এই অবস্থা! জামাত শিবিরের মত দেখলেই গুলি, পাইলেই লাঠিপেটা, ভোল্টেজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, শীর্ষ নেতাদের ফাশি, এরকম হলে মিছিলটা কয়জনের হবে।

22/10/2024
এই ছেলেটাকে যেখানে সুযোগ দেয়া হয়েছে সেখানেই ভাল করেছে। ইমরুল কায়েসকেও কোন কারণ ছাড়াই বাদ দেয়া হয়েছে। সুযোগ দিলেও সর্বোচ্...
21/10/2024

এই ছেলেটাকে যেখানে সুযোগ দেয়া হয়েছে সেখানেই ভাল করেছে। ইমরুল কায়েসকেও কোন কারণ ছাড়াই বাদ দেয়া হয়েছে। সুযোগ দিলেও সর্বোচ্চ ১/২ ম্যাচ কিন্তু পন্ডিত শান্ত, লিটন এবং সৌম্যকে বাংলাদেশ ক্রকেটে যে পরিমাণ সুযোগ দেয়া হইছে দেশের ক্রিকেট ইতিহাসে কোন খেলোয়াড় এত সুযোগ পাননি।

21/10/2024

ছাত্র জনতার ধাওয়া খেয়ে গনদোলাই থেকে বাচার জন্য যে পালিয়েছে তার পদত্যাগ পত্র চাওয়া জাতির সাথে মশকরা।

19/10/2024

দেশ আগের চেয়ে ভাল হবার পথে
কিভাবে?
#প্রবাশীরা রেমিট্যান্স বেশি পাঠাচ্ছে
#৫তারিখের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়নি।
#রিজার্ভে হাত না দিয়েও দেনা পরিশোধ হচ্ছে।
#ব্যাংকলুটপাট বন্ধ হয়েছে।
#মেঘা প্রকল্পের নামে লুটপাট হচ্ছেনা।
#ফ্যাসিবাদ পালানোর কারণে পদ্ধা সেতুর আনুষ্ঠানিক উদ্ভোদন বাবত বিরাট একটা টাকা সেইভ হয়েছে।
#১৫আগস্টসহ বিভিন্ন পারিবারিক দিবস জাতীয়ভাবে পালনের জন্য যে কোটি কোটি টাকা খরচ হত সেটা আর হবেনা।
#আমলারা ঠিকমত কাজ না করলে নিয়ম ভেংগে যেরকম বিপ্লব হয়েছে তেমনি নিয়ম ভেংগে তাদের সাইজ করা হবে।
#শিক্ষাব্যবস্থায় পরীক্ষা পদ্ধতি প্রক্রিয়া আবার শুরু হতে যাচ্ছে।
#আদালত পাড়া থেকে ফ্যাসিবাদিদের প্রভাব অনেকটা লাইনে আসছে।
#পল্লিবিদ্যুৎতের ফ্যাসিবাদদের লেজ কিছুটা হলেও সোজা হয়েছে।
#ফ্যাসিবাদ এবং তার দূসররা এখন সব কিছু কিনে খাইতে হচ্ছে।

এই ভাইটির পুরো বক্তব্যটি একবার শুনুন। ফ্যাসিস্টরা কতটা ভয়ংকর ছিল এর প্রমাণ আর কি হতে পারে। ফুল ইন্টারভিউ কমেন্টে।
18/10/2024

এই ভাইটির পুরো বক্তব্যটি একবার শুনুন। ফ্যাসিস্টরা কতটা ভয়ংকর ছিল এর প্রমাণ আর কি হতে পারে। ফুল ইন্টারভিউ কমেন্টে।

চিফ হিট অফিসারনির বাবা মিডিয়ায় প্রচার করছিল তাকে নাকি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছিল আমরা কোন বেতন দেই ন...
18/10/2024

চিফ হিট অফিসারনির বাবা মিডিয়ায় প্রচার করছিল তাকে নাকি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছিল আমরা কোন বেতন দেই না তার পরেও মানুষ সমালোচনা করছে! এখন এগুলো কি শুনা যায়? তার পিতার ভাষ্য কমেন্টে বিস্তারিত

18/10/2024

Race Competition

ছাত্র দলের কাছে মানুষ এরকম ভাল কাজ প্রত্যাশা করে।
18/10/2024

ছাত্র দলের কাছে মানুষ এরকম ভাল কাজ প্রত্যাশা করে।

Address

Sylhet

Telephone

+8801674907502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wahid's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wahid's Vlog:

Share