11/07/2025
এই দেশের রাষ্ট্র নায়ক, সমাজ, সমাজ ব্যবস্থা এদেরকে নিয়ে মোটেই ভাবেনা। এরা সারা দিন খেয়ে না খেয়ে থাকলেও রাত হলে রাস্তার পাশে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। এদের দু মোটু খাবার আর একটু নিরাপদে ঘুমানোর ইচ্ছা ছাড়া আর কোন চাহিদা নাই। মুশকিল হয় তখনই যখন ঝড় তুফান আর শীতের দিনে অতিরিক্ত ঠান্ডার কারণে রাস্তায় খুলা আকাশের নিচে ঘুমানোটা চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা চাইলে আমাদের চারপাশে যারা আছে প্রত্যেকে অন্তত একটা মানুষকে একবেলা খাওয়াইতে পারি। অতি শিঘ্রই আমি একাজ শুরু করব আপনিও আপনার জায়গা থেকে চাইলে করতে পারেন। যদিও বিচ্ছিন্নভাবে মাঝে মধ্যে করি, এটা একটা দৈনিক কাজের অংশ হিসাবে যুক্ত করতে চাই।