Information of BD

Information of BD Information is Wealth/ তথ্যই সম্পদ।

কাজী মরিয়ম-এবাদ মহিলা কলেজের (প্রস্তাবিত) স্থান পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও কলেজ পরিদর্শক। আবি...
27/08/2025

কাজী মরিয়ম-এবাদ মহিলা কলেজের (প্রস্তাবিত) স্থান পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও কলেজ পরিদর্শক।

আবিদ হাসানঃ- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সচিব চৌধুরী মামুন আকবর ও কলেজ পরিদর্শক সৈয়দ ড. মুয়াজ্জেম হোসেন গতকাল মঙ্গলবার দূপুরে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে নতুন প্রস্তাবিত কাজী মরিয়ম-এবাদ মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে জমি কলেজের নামে রেজিষ্ট্রেশন, কলেজ মাঠ ও নতুন ভবনের কাজ শুরু করার পরামর্শ দেন এবং নারী শিক্ষার উন্নয়নে আমেরিকা প্রবাসী ও কমিউনিটি নেতা কাজী এবাদুল ইসলামের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর বলেন, শুরুতে পরিশ্রম করতে পারলে সফল হওয়া যাবে, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টস কালেকশন করতে হবে, তিনি উদাহরণ স্বরুপ বলেন আমি একটি মহিলা কলেজের প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম, মাত্র ২৫ জন দিয়ে শুরু করা কলেজ এখন ১২ হাজার শিক্ষার্থী রয়েছে সেই মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে। বোর্ড সচিব ড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন বলেন আমরা আমাদের যায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ২নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম চৌধুরী পানু, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর উদ্দীন,সাংবাদিক এনামুল হক মুন্না এবং এলাকার মুরব্বি ও তরুণ সমাজের সদস্য বৃন্দ।

কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,সচিব ও কলেজ পরিদর্শক। আবিদ হাসানঃ- জকিগঞ্জ...
26/08/2025

কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,সচিব ও কলেজ পরিদর্শক।

আবিদ হাসানঃ- জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় গতকাল মঙ্গলবার বিকেলে পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ও কলেজ পরিদর্শক ড. মুয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কাজী মরিয়ম এবাদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা কাজী এবাদুল ইসলাম ও জকিগঞ্জ বার্তা ডটকম এর সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিদ্যালয়ের নতুন ভবন, অবকাঠামো এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে জকিগঞ্জ উপজেলার একমাত্র ও প্রথম স্কুল হিসেবে স্মার্ট টিভিতে ক্লাস নেওয়া দেখে স্কুলের সকল শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। সিলেট শিক্ষা বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর সকল শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

15/10/2024

সাতছড়ি, চুনারুঘাট,হবিগঞ্জ।

প্রিয় অভিভাবক বলে তেল মারার দিন শেষ !! নতুন বাংলাদেশের প্রথম প্রেস রিলিজ 🇧🇩“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাস...
09/08/2024

প্রিয় অভিভাবক বলে তেল মারার দিন শেষ !!
নতুন বাংলাদেশের প্রথম প্রেস রিলিজ 🇧🇩

“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো

- প্রধান উপদেষ্টার কার্যালয়।”

09/08/2024
09/08/2024
09/08/2024
09/08/2024

বাংলাদেশের কোন ব্যাংক সুদ দেয় না ? সুদ নেয় না ? বাংলাদেশ বিশ্ব ব্যাংক ও বিভিন্ন দেশ থেকে কত টাকা ঋণ নিয়ে রেখেছে | যে প্লেনে হজ্জ্ব করতে যান | ঐ প্লেনও ঋণের টাকায় কেনা | এদিকে পদ্মা সেতুর নকশা প্রণয়নে ঋণ দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দুই শতাংশ সুদে ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হচ্ছে বিবিএকে। এ ঋণের বোঝা টানতে হবে ২০৩৭ সাল পর্যন্ত।বিগত সব সরকার ঋণ নিয়েছে , সুদ দিয়েছে | সুধু ডঃ ইউনুস নয় | দেশের প্রতিটা প্রাণীর মাথায় ঋণের বোঝা | আমাদের যারা সুদ নিয়ে বুঝায় , তারা নিজেরাই বুঝে না আসলে সুদ কি | ঋণ কি ! প্রতিটা ইন্ডাস্ট্রি ব্যাংক থেকে লোন নেয় , প্রতিটা গার্মেন্টস ব্যাংক থেকে লোন নেয় , এপার্টমেন্ট কিনতে লোন , বাস কেনা হয় লোনের টাকায় , বাড়ী করতে লোন , গাড়ী কিনতে লোন , আমি পড়াশুনা করছি লোন নিয়ে , আর সব দোষ ডঃ ইউনুস | বাংলাদেশে মোট কয়টি ব্যাংক আছে ? এই ব্যাংকগুলোতে মোট কত লোক চাকরী করেন ? কয়টা পরিবার নির্ভরশীল এ ব্যাংকগুলোর উপর ? ব্যাংকের কাজ কি ?

বাংলাদেশের পর পাকিস্তানেও শুরু হতে পারে সরকার পতনের জন্য ছাত্র আন্দোলন।বাংলাদেশের ছাত্ররা আন্দোলনের রুল মডেল।
09/08/2024

বাংলাদেশের পর পাকিস্তানেও শুরু হতে পারে সরকার পতনের জন্য ছাত্র আন্দোলন।
বাংলাদেশের ছাত্ররা আন্দোলনের রুল মডেল।

09/08/2024

একজন স্পন্সর পেলে বা অনেক টাকা হলে , আমি একটা সিনেমা তৈরী করব | ইংরেজীতে এবং হলিউডে | ছবির নাম হবে "আয়না ঘর "
আমি নিশ্চিত , অস্কারের অনেকগুলো পুরস্কার নিয়ে আসা যাবে | বাংলাদেশে আর এমন ঘর বা ভবনের যেন সৃষ্টি না হয়

09/08/2024

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Information of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share