27/08/2025
কাজী মরিয়ম-এবাদ মহিলা কলেজের (প্রস্তাবিত) স্থান পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও কলেজ পরিদর্শক।
আবিদ হাসানঃ- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সচিব চৌধুরী মামুন আকবর ও কলেজ পরিদর্শক সৈয়দ ড. মুয়াজ্জেম হোসেন গতকাল মঙ্গলবার দূপুরে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে নতুন প্রস্তাবিত কাজী মরিয়ম-এবাদ মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে জমি কলেজের নামে রেজিষ্ট্রেশন, কলেজ মাঠ ও নতুন ভবনের কাজ শুরু করার পরামর্শ দেন এবং নারী শিক্ষার উন্নয়নে আমেরিকা প্রবাসী ও কমিউনিটি নেতা কাজী এবাদুল ইসলামের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর বলেন, শুরুতে পরিশ্রম করতে পারলে সফল হওয়া যাবে, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টস কালেকশন করতে হবে, তিনি উদাহরণ স্বরুপ বলেন আমি একটি মহিলা কলেজের প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম, মাত্র ২৫ জন দিয়ে শুরু করা কলেজ এখন ১২ হাজার শিক্ষার্থী রয়েছে সেই মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে। বোর্ড সচিব ড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন বলেন আমরা আমাদের যায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ২নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম চৌধুরী পানু, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর উদ্দীন,সাংবাদিক এনামুল হক মুন্না এবং এলাকার মুরব্বি ও তরুণ সমাজের সদস্য বৃন্দ।