Tamanna

Tamanna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamanna, Digital creator, Sylhet.

21/06/2025

বেশ কয়েকদিন যাবৎ এমন হয়নি,গত কাল রাতে মনটা খুব খারাপ লাগছিলো ইচ্ছে হচ্ছিলো কারো সাথে গল্প করে মনটাকে একদম উজাড় করে ফেলি। কিন্তু গল্প করার মত সেরকম কেউ ছিলো না তাই একা সারা রাত একটা বুবা কান্না চেপে বসেছিলো মনে। বুকের ভেতরটা কেনো জানি বার বার কেপে উঠছিলো।

21/06/2025

আপনারা কে কে থাইরয়েড নামক রোগটার সাথে পরিচিত।
এটা একটা মানুষকে মানসিক ভাবে ধ্বংস করে দেয়।যার হয়েছে কেবল সেই জানে। আপনার পাশে থাকা থাইরয়েড রোগীকে একটু সময় দিন, তার মন খারাপে সঙ্গ দিন।

19/06/2025

সারাদিন না খাইয়া বেডার লাইগা অপেক্ষা করলাম একসাথে খাবো বলে, এইটা শুনে কিসের বেডা খুশিতে গদগদ করবো বরং আরও ছেইত্তা গেলো!🙄🙄

09/06/2025

ভরপুর পূর্ণিমার চাঁদের রাতে যারা প্রিয় মানুষের হাত ধরে হাটতে পারে তাদের জন্য প্রতিটা পূর্ণিমাই যেনো ঈদের আমেজ🥰

21/05/2025

মেঘ দিয়া মাটিত ফড়বার আগে ফেইসবুক বন্যায় ভাসাইলায়,
কি একটা অবস্থা!

20/05/2025

আসলে মানুষ খতটুকু নিছে নামলে নিজের ঘরের মানুষের বদনাম+যা ঘটছেনা, অইছেনা অতা গিয়া এলাকাত খইয়া বেড়ায়, মন মানসিকতা কতটুকু নিচে নামলে ইলা খরে জানা নাই।তবে দোয়া খরি আল্লায় তারারে অতা তাকি ফিরাইয়া আনুক্কা

20/05/2025

খালি মেঘ আর মেঘ-আরাম আর আরাম,
গরম যে আইছে ইতা বুঝাউ যারনা মেঘে যে আরাম দিছে।

19/05/2025

ইনো সিলেটি মানুষ খেমন আর বাইরার মানুষ খেমন তুড়া খইবানি আফনেরা?

02/04/2025

ঈদর লগে আমিও হাজির অইগেছি আফনারার মাঝে🙋‍♀️
চেষ্টা করমু মাঝে মাঝে আইয়া উঁকিঝুঁকি মারার🙂

31/01/2025

আপনার স্ত্রী যদি নিজেকে সাজিয়ে গুছিয়ে নেয় এবং আপনি যখন ঘরে আসবেন, তখন একবার তাকে বলুন, "তোমাকে অনেক সুন্দর লাগছে।" এটা হয়তো ছোট মনে হতে পারে, তবে তার মধ্যে যে এক ধরনের প্রশংসা ও ভালোবাসা প্রকাশ পায়, সেটা তার মনকে অত্যন্ত খুশি করে তুলবে। এমন ছোট ছোট শব্দগুলো সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং সুখের সৃষ্টি করে, যা সংসারকে আরো সুন্দর করে তোলে।

31/01/2025

যখনই বিষন্ন মনে একা একা বসে থাকি,ভালো লাগছে না, ঠিক তখনই ফনের আওয়াজ শুনি, কেউ কল করেছে! মুহূর্তেই মনটা ভালো হয়ে যায়, কারণ ফনে থাকা মানুষটি আমার বাবা। বাবার কল মানেই যেন এক অদ্ভুত প্রশান্তি।

30/01/2025

ভালা মন মানষিকতার মানুষের লগে খালি পকেটেও ছলাফেরা খরা যায় কোন বদনাম অয় না।অইলে যেরার মন মানষিকতা ছোট এরার লগে ফগেট ফুলাইয়া চল্লেও এখান না এখান কুত রইযায়।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share