21/06/2025
বেশ কয়েকদিন যাবৎ এমন হয়নি,গত কাল রাতে মনটা খুব খারাপ লাগছিলো ইচ্ছে হচ্ছিলো কারো সাথে গল্প করে মনটাকে একদম উজাড় করে ফেলি। কিন্তু গল্প করার মত সেরকম কেউ ছিলো না তাই একা সারা রাত একটা বুবা কান্না চেপে বসেছিলো মনে। বুকের ভেতরটা কেনো জানি বার বার কেপে উঠছিলো।