Bd Ajaira News

Bd Ajaira News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bd Ajaira News, Digital creator, Sylhet.

সত্যের জয় হবে নিশ্চয়। সত্যের গান গাইবো সব সময়। সত্য'রা ডানা মেলে ছুবে এ ধরনী, মিথ্যেরা উড়ে যাবে সথ্যের অগ্রসরে। সত্যরা বিস্তৃত হবে, ছুইবে ধরনী, মেলিয়া তাহার ডানা। মিথ্যেরা উড়ে যাবে, সত্যের হানায়, মেলিয়া রইবে না তার ডানা।
সত্যে নিয়ে আছি সত্য নিয়েই থাকব।

আলহামদুলিল্লাহ!আমাদের লালারচকের গর্ব অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক,দারুল হাদীস মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া বাঘা গৌরাবাড়ী ...
03/08/2025

আলহামদুলিল্লাহ!

আমাদের লালারচকের গর্ব অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক,দারুল হাদীস মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া বাঘা গৌরাবাড়ী গোলাপগঞ্জ সিলেট-এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওঃএখলাছুর রহমান লালারচকী (দা.বা.) সাহেব তৃতীয়বারের মতো "এদারাতুল মাদারিসিল ইসলামিয়া লিল বানাত বাংলাদেশ" বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক পদে মনোনীত হয়েছেন ৩ বছরের মেয়াদে।এবং আমাদের লালার চক কেন্দ্রিয় মসজিদের সম্মানিত সভাপতি হিসেবে নিয়োগ হয়েছেন ❤️❤️❤️❤️

এই সম্মান শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি তাহার নিষ্ঠা, যোগ্যতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।
শিক্ষার মাঠে নিরলস পথচলা, ধারাবাহিক নেতৃত্ব ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের জন্যে তাঁকে পুনরায় নিয়োগ করা হয়েছে। আমরা গর্বিত।

প্রিয় শিক্ষক, Akhlasur Rahman আপনার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া অবিরত।
আল্লাহ তাআলা আপনার এই দায়িত্বে বারাকাহ দান করুন, কল্যাণময় সিদ্ধান্তের তাওফিক দিন, এবং আপনাকে আরও উচ্চতর মর্যাদায় অভিষিক্ত করুন। আমীন

অভিনন্দন ও শুভকামনা!

থটস অফ বিল্লাল ভাইয়ের স্বপ্নের পেজটা কে বা কাহারা হ্যা-ক করে নিছে।হ্যা-কাররা একজন মানুষের স্বপ্ন যেভাবে ভঙ্গ করতেছে ঠিক ...
30/07/2025

থটস অফ বিল্লাল ভাইয়ের স্বপ্নের পেজটা কে বা কাহারা হ্যা-ক করে নিছে।
হ্যা-কাররা একজন মানুষের স্বপ্ন যেভাবে ভঙ্গ করতেছে ঠিক তাদেরও স্বপ্ন ভঙ্গ হবে।

দীর্ঘদিন পরে সেলিব্রিটি Ahmed Husain এর সাথে দেখা।
26/07/2025

দীর্ঘদিন পরে সেলিব্রিটি Ahmed Husain এর সাথে দেখা।

17/07/2025

কালা মিয়া ভাইর সহযোগিতায় এগিয়ে আসুন।

04/07/2025

এমটি মানবিক ভিডিও।
সাহায্যের আবেদন।

ইন্ডিয়ার পার্শবর্তী রাষ্ট্র সিলেটের জাফলং থেকে সবাইকে জানাই সালাম।জুম্মা মোবারক।
20/06/2025

ইন্ডিয়ার পার্শবর্তী রাষ্ট্র সিলেটের জাফলং থেকে সবাইকে জানাই সালাম।

জুম্মা মোবারক।

ঘুরতে গেছিলাম সিলেটের জাফলংয়ে।জায়গার ভিউটা দেখার মত।
15/06/2025

ঘুরতে গেছিলাম সিলেটের জাফলংয়ে।
জায়গার ভিউটা দেখার মত।

গুডবাই বাংলাদেশ।
11/06/2025

গুডবাই বাংলাদেশ।

এক টাকাও আসে নাই।তবে চাইছিলাম সহযোগিতা করতে। বাট আপনাদের ভালোবাসা না পেলে কিভাবে সম্ভব বলুন?
09/06/2025

এক টাকাও আসে নাই।
তবে চাইছিলাম সহযোগিতা করতে। বাট আপনাদের ভালোবাসা না পেলে কিভাবে সম্ভব বলুন?

এই ছবি থেকে যা ইনকাম হবে তা একজন এতিম শিশুকে দেওয়া হবে।দেকি কতজন মানুষ সা*পোর্ট করে।
08/06/2025

এই ছবি থেকে যা ইনকাম হবে তা একজন এতিম শিশুকে দেওয়া হবে।
দেকি কতজন মানুষ সা*পোর্ট করে।

বাপ বেটির ঈদ। এই ছবির ইনকাম একজন দরিদ্র মহিলাকে দেওয়া হবে। ইনশা আল্লাহ।
07/06/2025

বাপ বেটির ঈদ।
এই ছবির ইনকাম একজন দরিদ্র মহিলাকে দেওয়া হবে। ইনশা আল্লাহ।

31/05/2025

এসব কারবার থেকে বিরত থাকি সবাই।। এগুলো মানুষ শেষ করে দেয়।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Bd Ajaira News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share