
03/08/2025
আলহামদুলিল্লাহ!
আমাদের লালারচকের গর্ব অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক,দারুল হাদীস মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া বাঘা গৌরাবাড়ী গোলাপগঞ্জ সিলেট-এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওঃএখলাছুর রহমান লালারচকী (দা.বা.) সাহেব তৃতীয়বারের মতো "এদারাতুল মাদারিসিল ইসলামিয়া লিল বানাত বাংলাদেশ" বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক পদে মনোনীত হয়েছেন ৩ বছরের মেয়াদে।এবং আমাদের লালার চক কেন্দ্রিয় মসজিদের সম্মানিত সভাপতি হিসেবে নিয়োগ হয়েছেন ❤️❤️❤️❤️
এই সম্মান শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি তাহার নিষ্ঠা, যোগ্যতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।
শিক্ষার মাঠে নিরলস পথচলা, ধারাবাহিক নেতৃত্ব ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের জন্যে তাঁকে পুনরায় নিয়োগ করা হয়েছে। আমরা গর্বিত।
প্রিয় শিক্ষক, Akhlasur Rahman আপনার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া অবিরত।
আল্লাহ তাআলা আপনার এই দায়িত্বে বারাকাহ দান করুন, কল্যাণময় সিদ্ধান্তের তাওফিক দিন, এবং আপনাকে আরও উচ্চতর মর্যাদায় অভিষিক্ত করুন। আমীন
অভিনন্দন ও শুভকামনা!