
01/08/2025
আমেরিকার মত জায়গায় থেকেও ইসলামকে ভুলে নাই
পর্দাশীল পরিবার, বীর সন্তানের বিদায় — নিউ ইয়র্কে এক হৃদয়ছোঁয়া দৃশ্য 🫡
দ্বীনদার এমন একটি পরিবারের প্রতি জানাই অন্তরের সালাম -
যেখানে যুক্তরাষ্ট্রের মতো মুক্তচিন্তাধারার দেশে থেকেও নারীরা পর্দা করে আসেন—
এটাই ইসলামের সৌন্দর্য!
এটাই হায়া ও ইমানের জীবন্ত প্রতিচ্ছবি! ❤️
---
🇺🇸 নিউ ইয়র্কের রাস্তায় চোখের জলে শেষ বিদায় 🇧🇩
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ডিউটির সময় গু\\লিতে নি\\হত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম-এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ নেমে আসে রাস্তায়।
সহকর্মী পুলিশ সদস্য, প্রবাসী বাংলাদেশিরা, এবং স্থানীয় আমেরিকানরা—সবাই এক হয়ে বিদায় জানান এই সাহসী অফিসারকে
-ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও চোখের অশ্রুতে।
-নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে ছিল—গার্ড অব অনারজাতীয় পতাকায় মোড়ানো কফিনএক দীর্ঘ শোকযাত্রা
পুরো শহর যেন থমকে দাঁড়িয়েছিল—
একজন নিষ্ঠাবান, দ্বীনদার পুলিশ অফিসারের বিদায়ে।
---
এই চলে যাওয়া কেবল একজন দিদারুল ইসলামের নয়,
এটি একটি দ্বীনপ্রিয় পরিবারের, একটি প্রবাসী কমিউনিটির, এবং সমগ্র বাংলাদেশের জন্য একটা বেদনার ইতিহাস।
-দিদারুল ইসলাম চিরস্মরণীয় হয়ে থাকবেন
-সাহস, কর্তব্য ও ইসলামী মূল্যবোধের উজ্জ্বল প্রতীক হিসেবে।
| | | |
| | | | #পুলিশ_নাই_তো_দেশ_নাই | | | #দ্বীনদার_জীবন
#সংগৃহীত