26/06/2025
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ! আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে । আজকের এই দিনে আমার দুই মেয়ের আয়োজন দেখে আমি তো প্রায় অভিভূত। আমার এই দিনটা কেমন মনে রেখে ওরা অনেক কিছু আয়োজন করেছে। দুপুরে -পোলাও, বড় চিংড়ি, ছোট চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা, বড় টেংরা মাছ বোনা, বিকেলে -ফ্রাইড রাইস , ফ্রাইড চিকেন, পায়েস, চটপটি যা যা আমার প্রিয় সবই আয়োজন করেছে । আমি ওদেরকে প্রাণভরে দোয়া করি ওরা যেন একদিন বড় হয়ে কোন মানুষের ক্ষতির কারণ যেন না হয় । ওরা ওদের সরল মন দিয়ে সবার মন যেন জয় করতে পারে কাজের মাধ্যমে। আমিন, ছুম্মা আমীন । আপনারা সকলে আমার মেয়েদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য ও দোয়া করবেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ভালো শিক্ষা ও মানুষের কল্যাণে মঙ্গলময় কাজের শিক্ষা দিতে পারি ইনশাআল্লাহ।