20/09/2023
হে আল্লাহ!
আপনি যদি দুনিয়ায় আমাকে এ জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন,
তাহলে এ খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন!
- বিশর হাফী (রাহিমাহুল্লাহ)
[বাইহাক্বীর ‘আয-যুহদুল কাবীর’: ১৪৭]
মহান আল্লাহ আপনাকে ইসলামের দ্বায়ী হিসাবে কবুল করেন। 🤲🤲🤲
Tanzim Hasan Sakib🧡
শেষ মেষ আমিও না দিয়ে পারলাম না, কারন তার সাথে অন্ন্যায় হচ্ছে।আমি নিশ্চিত,
তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।
সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।
-Mehidy Hasan Miraz
ধন্যবাদ মিরাজ ভাইকে। সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।