02/07/2025
লাইফে এমন একটা মানুষ চেয়েছিলাম যার কাছে আমার স্বপ্নের প্রায়োরিটি হবে সবকিছুর উর্ধ্বে। হ্যাঁ সত্যি বলতে কোনো দ্বিধা নেই ঐরকমই একজন মানুষ পাশে পেয়েছি। বিশ্বাস করেন মাঝে মধ্যে নিজের অতিরিক্ত মুড সুইং এর কথা ভাবলে নিজেরই খারাপ লাগে তারপরেও এই মানুষটা বাচ্চার মতো করে আমায় ট্রিট করে।
আহামরি সুন্দরী নাহলেও তার ব্যবহারে মনে হয় আমিই “বিশ্বসুন্দরী।”
আমার ন্যাচারাল লুকে তার কমপ্লিমেন্ট পেতে পেতে আমি এতোটাই অভ্যস্ত হয়েছি যে কখনো মেকআপ করার খেয়ালই মাথায় আসেনি।
কোথাও ঘুরতে গেলে আমার ছবি ভালো না আসলে সে আমায় বলে জায়গাটা সুন্দর না~ তাই এখানে তোমার ছবি ভালো আসেনি, চলো আমরা এই জায়গাটা চেন্জ করি। অন্য কোথাও চলো, নাহলে আমার বউ তো পরীর মতো। ছবি কেনো ভালো আসবেনা।
যারা আমাদের কাছ থেকে চিনেন তারা আরো ভালো করেই জানেন তার সম্পর্কে।
যে মানুষটা তার জীবনে হাতেগোণা ৪/৫বন্ধু দিয়ে স্টুডেন্ট লাইফ কাটিয়েছে, Introvert একটা ছেলে, ঠিকমতো প্রয়োজন ছাড়া বাহিরে যেতোনো। যার দুনিয়া বলতেই নিজের লাইফ, স্টাডি, বিজনেস, সাকসেস, ফ্যামিলি ছিলো।
সে ছেলে কিনা আমায় নিয়ে দুনিয়া ঘোরার পরিকল্পনা করছে। পরিবারের সবাই যে ছেলেটার রাগকে ভয় পায় সেখানে সে আমার রাগ ভাঙায়। আসলেই….আমি অনেক ভাগ্যবতী। 😊❤️🩹
Shawon আমি হয়তো তোমার মতো করে ভালোবাসা এক্সপ্রেস করতে জানিনা তবে আজ বলছি তুমি আমার জীবনে দেখা পৃথিবীর বেস্ট হাজবেন্ড। কখনো যদি আমায় ছেড়ে যাও আমি হয়তো দুনিয়ায় বেঁচে থাকবো ঠিকই, কিন্তু আমার আত্মাটা মরে যাবে। কারণ তুমিই আমায় ভালোবাসা শিখিয়েছো।
একটা জেদী বদমেজাজী মেয়েকে ভালোবাসার জন্য তোমার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ।❤️🩹
প্লিজ কখনো বদলে যেওনা।🙂
সারাজীবন এমনই থেকো……….
যাতে প্রমাণ করে দিতে পারি- “সব পুরুষ এক হয়না”💫❤️🩹