Abid ff

Abid ff Hey guise abid hasan officials. Love u All�
thanks for watching and support

19/04/2024

Sreemangal vlog

31/12/2023

📌
মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে দিয়ে শি*রকের মধ্যে লিপ্ত হয়ে ইমান হারা হচ্ছে। আর তাদের শ্লোগান হচ্ছে:- “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা! অ*গ্নি স্নানে সূচি হোক ধরা।”😥💔
উক্ত শ্লোগানে অগ*গ্নিপূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস সু-স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। অথচ অগ্নিকে সম্মান করা, আগুনের কাছে সাহায্য চাওয়া এবং আগুন দ্বারা পবিত্র হওয়ার ধারণা করা শিরক। আর আল্লাহ তা’য়ালা বলেন, “নিশ্চয় আল্লাহ তা’য়ালা তার সাথে শিরুক কারীকে ক্ষমা করবেন না।” (সূরা নিসাঃ ১১৬)
থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এ রাত্রিতে বলে ও ম্যাসেজের মাধ্যমে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, ট্যাটাে বা উল্কি অংকন, ডিজে পার্টি ও কনসার্ট, নেশা সেবনসহ বি*জাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখে। ইসলাম এটি কঠোরভাবে নিষেধ করেছে।

রাসূল (স.) বলেছেন, “যে ব্যক্তি কোনাে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত।” (আবু দাউদ, মিশকাতঃ ৪৩৪৭)
রব্বে কারীম আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আ-মীন!🤲

22/12/2023

এই অন্তরটা যদি একান্ত ভাবে আল্লাহ সুবহানাহু তাআলার
হতো!❤️‍🩹

যদি চোখের সমস্ত অশ্রুকনা তাঁর মায়ার কারনে ঝরে পড়তো!
নিশিরাতের অসংখ্য তারার সমান যদি ইস্তেগফার করতে পারতাম! যদি নাফস টাকে নীল সাগরের পানিতে ডুবিয়ে, চোখ দুটোকে, হাত আর পা দুটো কে ও পরিশুদ্ধ করতে পারতাম!

ইয়া রব বলে যদি অন্তরের গহীন থেকে শুধু একটা ডাক দিতে পারতাম!অতীতের হিসাবগুলোকে ফেরেশতার সাথে সখ্যতা করে যদি মুছে ফেলতাম!
কতো কিছু করতে মন চায়! 💔

আমার হৃদয়তো পাগলা ঘোড়ার মতো টগবগিয়ে ছুটছে রবের মায়ায়।
ওরা ভাবে আমি হাসিনা, ভাবে আমি কাঁদিনা,
ওরা ভাবে আমি রস-কষহীন মানুষ, আমার সাথে ঠিক তাদের যায়না। আসলে তারা জমকালো দুনিয়া চায়, তারা স্বর্ণ, রৌপ্য আর টাকার সাগরে ভাসতে চায়।

আমি তাদের কি করে বুঝাই –
আমি যে এই দুনিয়ার ঐশ্বর্যে সুখ খুঁজে না পাই।

ওরা আমায় বলে খানিক দুনিয়ার দিকে তো তাকাও,
কিন্ত আমি তাদের বলি হৃদয়ের গহীনে খানিক কুরআনের আলো তো জ্বালাও।

পুরো জীবনটা যদি একান্ত আপনার জন্য হতো ইয়া রাব্বি?
আপনার কালামে চোখ বুলালে পাষান হৃদয় যদি কাঁদতো।
রহামানের বান্দাদের মতো নম্র ভাবে বিনয়ের সাথে যদি চলতে পারতাম!
কতো কিছু করতে মন চায়,
হৃদয়ে কতো আকুতি, ইশশ! কাল থেকেই জীবনকে ঘুচায়ে নিবো,
ছিরফ আমার রবের জন্য! 🖤

16/12/2023

Happy Victory Day Bangladesh.. 🇧🇩❤️

13/12/2023

আমরা মানুষের পাপ দেখি!
এ মুখে ও মুখে লোকজনের গুনাহের গল্প শুনি কিন্তু তাদের তাওবা দেখি না, ক্রন্দনরত জবানে উচ্চারিত ইস্তেগফার শুনিনা। কান্নায় বিজড়িত তাহাজ্জুদের দোআ শুনিনা। এমন যেন না হয়, কারো ব্যক্তিগত পাপের গল্পে আসর মাতিয়েছি,
যিনি ইতিমধ্যে তাওবা করে আল্লাহর নিকট প্রিয় (নিষ্পাপ) হয়ে গেছেন।❤️‍🩹

[সেল্ফ-রিমাইন্ডারঃ০১]

💚💚💚💚💚💚💚💚Today Best Photos🎁❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤💚❤❤💚❤💚❤💚❤🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres  # jamilanagudu with   and  also know...
12/12/2023

💚💚💚💚💚💚💚💚Today Best Photos🎁
❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️
❤💚❤❤💚❤💚❤💚❤
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈






12/12/2023

wait and see

Address

Zakigong
Sylhet

Telephone

+8801325786238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abid ff posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abid ff:

Share