17/08/2025
আমার মা আর বড় খালামনি, যথাক্রমে আমার বাবা আর বড় চাচা কে বিয়ে করেছিলো। তারা ২জন একই সাথে বোন এবং জা, আমার বাবা আর বড় চাচা একই সাথে ভাই এবং ভায়রা ভাই।
তো ছোটবেলা থেকেই কনফিউজড থাকতাম যে খালাকে খালা ডাকবো নাকি চাচি, আর চাচাকে চাচা ডাকবো নাকি খালু।
এটা কোনোভাবে ম্যানেজ করেছিলাম, একেকসময়ে একেকটা ডাকতাম। কখনো খালামনি ডাকতাম, কখনো চাচি ডাকতাম। ওদিকে চাচাকে চাচা আর খালু দুটোই ডাকতাম।
ব্যাপারটা এপর্যন্ত ঠিক ছিলো। এবার, আমার খালাতো ভাই কিংবা চাচাতো ভাই যেটাই বলি, তার সাথে আমার বিয়ে ঠিক হইসে। তাহলে ব্যাপারটা হলো যে, আমার মায়ের বোন একই সাথে আমার খালা, চাচি, শাশুড়ি। বাবার ভাই একই সাথে চাচা, খালু, শ্বশুড়।
ওইদিকে, আমার নিজের মা ও হয়ে যাচ্ছে খালাশাশুড়ি আর চাচিশাশুড়ি, বাবা হয়ে যাচ্ছে চাচাশশুড় আর খালুশ্বশুড়।
এ কোন ঝামেলার মধ্যে পরে গেলাম?!!😕
~ সানজানা আজাদ