Sadia's Canvas

Sadia's Canvas Life is flowing....�� Nothing to say��

17/08/2025

আমার মা আর বড় খালামনি, যথাক্রমে আমার বাবা আর বড় চাচা কে বিয়ে করেছিলো। তারা ২জন একই সাথে বোন এবং জা, আমার বাবা আর বড় চাচা একই সাথে ভাই এবং ভায়রা ভাই।

তো ছোটবেলা থেকেই কনফিউজড থাকতাম যে খালাকে খালা ডাকবো নাকি চাচি, আর চাচাকে চাচা ডাকবো নাকি খালু।

এটা কোনোভাবে ম্যানেজ করেছিলাম, একেকসময়ে একেকটা ডাকতাম। কখনো খালামনি ডাকতাম, কখনো চাচি ডাকতাম। ওদিকে চাচাকে চাচা আর খালু দুটোই ডাকতাম।

ব্যাপারটা এপর্যন্ত ঠিক ছিলো। এবার, আমার খালাতো ভাই কিংবা চাচাতো ভাই যেটাই বলি, তার সাথে আমার বিয়ে ঠিক হইসে। তাহলে ব্যাপারটা হলো যে, আমার মায়ের বোন একই সাথে আমার খালা, চাচি, শাশুড়ি। বাবার ভাই একই সাথে চাচা, খালু, শ্বশুড়।

ওইদিকে, আমার নিজের মা ও হয়ে যাচ্ছে খালাশাশুড়ি আর চাচিশাশুড়ি, বাবা হয়ে যাচ্ছে চাচাশশুড় আর খালুশ্বশুড়।
এ কোন ঝামেলার মধ্যে পরে গেলাম?!!😕

~ সানজানা আজাদ

17/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

প্রথম মোবাইল ফোন ১ কেজি ওজনের দাম শুনলে চমকে যাবেন … 👇প্রথম মোবাইল ফোন ছিল মটোরোলা ডাইনা টিএসি (DynaTAC) 8000X। এটি ১৯৭৩...
16/08/2025

প্রথম মোবাইল ফোন ১ কেজি ওজনের দাম শুনলে চমকে যাবেন … 👇

প্রথম মোবাইল ফোন ছিল মটোরোলা ডাইনা টিএসি (DynaTAC) 8000X।
এটি ১৯৭৩ সালে মার্টিন কুপার আবিষ্কার করেন এবং ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে বাজারে আসে।

এর প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল:

👉 আকার ও ওজন:
এটি ছিল বেশ বড় এবং ভারী, প্রায় ১.১ কেজি ওজনের (অনেকে একে "ইটের মতো" বা "ব্রিক ফোন" বলতেন)।
এর দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি ২৫ সেমি ছিল।

👉 কথা বলার সময়:
একবার পূর্ণ চার্জে মাত্র ৩০ মিনিট কথা বলা যেত।

👉 চার্জিং সময়:
ব্যাটারি পূর্ণ চার্জ হতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগত।

👉 ডিসপ্লে:
এতে শুধুমাত্র কিছু সংখ্যা দেখানোর জন্য একটি LED ডিসপ্লে ছিল। আজকের দিনের স্মার্টফোনের মতো টাচস্ক্রিন বা কালার ডিসপ্লে ছিল না।

👉 কার্যকারিতা:
শুধুমাত্র কল করা এবং রিসিভ করা যেত। মেসেজ পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করার কোনো সুবিধা ছিল না।

👉 দাম:
এর দাম ছিল প্রায় $৪,০০০ ডলার, যা ব বর্তমান সময়ে ৫ লাখ ৮ হাজার টাকা,১৯৮৩ সালে ৫ লাখ টাকার ভ্যালু কেমন ছিল তা একটু ভাবুন !!

তখনকার সময়ে এটি একটি বৈপ্লবিক আবিষ্কার ছিল, কারণ এটি মানুষকে তারযুক্ত ফোন থেকে মুক্তি দিয়ে পোর্টেবল যোগাযোগ ব্যবস্থা এনেছিল।

সংগৃহীত

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিলো 😔দয়া করে যাদের ছোট বাচ্চা আছে ...
13/08/2025

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️

আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিলো 😔
দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না প্লিজ , এই ক্যানডিটা খুবই আঠালো।

আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়ে এই ক্যান্ডিটা এনে সে খেয়েছে ,খাওয়ার পর আমি যেটা নোটিশ করছি সেটা হচ্ছে সে কথা বলতেছিল না চুপ করে ছিল অনেকক্ষন এবং এরপর সে প্রচুর ঘামতে ছিল তখন আমি তাকে তখন জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার কি হয়েছে, সে কিছু বলতে ছিল না সে হাউমাউ করে কেদে উঠেছে , কাদার কারণ ছিলো যে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না এবং বারবার বলতেছিল ,তার গলায় কিছু একটা আটকে গেছে হটাৎ 🥲

তখন আমার ছোট ছেলে তো আমার কোলে ছিল ,মানে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না সে লিটারালি চোখ বড় করে ঘামতে ছিল 😓। তারপর আমি আমার ছেলেকে খাটের উপর রেখে আমার মেয়েকে উঠিয়ে আমার সর্বশেষ শক্তি দিয়ে প্রেস করি। তারপর বলে তার টয়লেটে ধরেছে , টয়লেটে বসে সে ঘামতেছিল এবং আমি ভাইকে আর দেখতে পারবো না তার এই কথা শুনে আমার মানে হাত-পা সব কাপতেছিল 🥲 বুঝতে পারতেছিনা মানে তার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি তাকে তাড়াতাড়ি করে নিয়ে ,ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই রাস্তায় আমার পরিচিত
একজনের সাথে দেখা হয়েছে সে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে?

আমি তাকে বলার পরে সে বলল যে একটু শান্ত হও তুমি । এখন তুমি ওকে একটা কলা খাওয়াও দেখো খাওয়ার পরেও খেতে পারে কিনা।

তারপর ওকে আমি কলা দিলাম তখন । দেওয়ার পরেও খেতে পারলো তখন জিজ্ঞেস করলাম যে বাবা এখন ভালো লাগতেছে ও বলতেছে যে হ্যাঁ মা তুমি আমাকে প্রেস করেছো তখনই আমার ভালো লাগতেছে।যাইহোক কলাটা খাওয়ার পরে তার আরো ভালো লাগতেছিল মানে তার ওইটা সম্ভবত নেমে গেছে এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াই।

এখন কথা হলো ,দয়া করে কেউ কারো বাচ্চাকে এই এই ক্যানডি টা দিবেন না ,জিনিসটা কতটা আঠালো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার গলা আটকে গিয়েছিল😔।

যাক আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই সতর্ক থাকবেন দয়া করে কেউ এই ক্যান্ডি বাচ্চাকে দিবেন না।।

ঘটনা একটা আপুর বাচ্চার সাথে ঘটেছে 🥲 পুরোপুরি তুলে ধরা হলো 👍 এক আপুর পোস্ট উনি এখানে পোস্ট করে দিতে বলল🥲

একবার ভাবুন শুধু-আপনার বাচ্চা হবে, প্রচন্ড ব্যথা উঠেছে। এদিকে কোথাও কোন জায়গা নেই বাচ্চা প্রসবের, কেউ জায়গা দিচ্ছে না। চ...
26/07/2025

একবার ভাবুন শুধু-
আপনার বাচ্চা হবে, প্রচন্ড ব্যথা উঠেছে। এদিকে কোথাও কোন জায়গা নেই বাচ্চা প্রসবের, কেউ জায়গা দিচ্ছে না। চারদিকে ঝুমঝুম বৃষ্টি আর থৈথৈ পানি, পেটে প্রচন্ড ক্ষুধা, তীব্র ব্যথায় আপনি আচ্ছন্ন, হাত পা আর চলছে না...

মরিয়া হয়ে গিয়ে আপনি একজনার বাসায় ঢুকে বাচ্চা প্রসব করলেন। নড়তে পারছেন না, নিস্তেজ হয়ে পড়ে আছেন। মানুষ এসে আপনাকে লাঠি পেটা করল, ধাওয়া করলো.... বাচ্চাগুলি নিয়ে চলে যাবার সুযোগ দিল না কেউ...আপনার চোখের সামনে হ,ত্যা করা হলো আপনার সন্তানদের, র'ক্তাক্ত আপনাকে ধুঁকে ধুঁকে ম'রার জন্য ফেলে রেখে গেল...

পড়তে গিয়ে গা শিউরে উঠলো?

ঠিক এই কাজটাই আমরা করি প্রতিবছর। এই বৃষ্টি বাদলার দিনে নিরুপায় কোন মা বেড়াল কিংবা মা কুকুর এসে আশ্রয় নেয় আমাদের ঘরে কিংবা আশেপাশে, আমরা তাদের সাথে ঠিক এই আচরণ করি! এমনিতে ফেসবুকে পর্যন্ত আমরা ধ'র্মের ঝা'ন্ডা উড়াই, কিন্তু ওদের পি'টিয়ে মা'রার সময়ে আমাদের মনে থাকে না যে দূর্যোগের সময়ে ঘরে পশুপাখি আশ্রয় নিলে তাদেরকে তাড়িয়ে দেয়া কিংবা বেড়ালকে নি'র্যাতন করা হাদিসে নিষেধ আছে। বাচ্চা একটু শক্ত হলে ওরা নিজেরাই নিয়ে চলে যায়। মানুষের কাছে ওরা আজীবন থাকতে আসে না। আমরা মানুষেরা ওদের ন্যাচারাল বাসস্থান নষ্ট করে দিয়েছি, তাই বাধ্য হয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অট্টালিকায় আসে একটু আশ্রয় চাইতে। কিন্তু আমাদের কয়টা দিন সহ্য হয় না নিজেদের ক্ষুদ্র মনে! আমরা ওদের কয়টা দিন আশ্রয় দিতে পারি না?

© রোমানা বৈশাখী আপু
fans
#সংগৃহীত_পোস্ট

10/07/2025

07/06/2025

Feel the spirit of Eid 🤎
Chand-raat special vibes 🌙✨
Eid Mubarak guys 🤍🧡

06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ✨
ঈদ মোবারক 🌙🤍

Eid Shopping 🛍️                Sadia's Canvas Asma Sadia ❤️
02/06/2025

Eid Shopping 🛍️

Sadia's Canvas Asma Sadia ❤️

গতকাল বিকেল ৫:৩০ টার দিকে আমরা গেছিলাম ধানমন্ডির ‘আলিয়স ফ্রঁসেজ’-এ Green Voice এর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ইউনিটের সাথে...
06/05/2025

গতকাল বিকেল ৫:৩০ টার দিকে আমরা গেছিলাম ধানমন্ডির ‘আলিয়স ফ্রঁসেজ’-এ Green Voice এর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ইউনিটের সাথে। সেখানে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছিল।

এবং আমাদের মাঝে ছিলেন উপদেষ্টা রিজওয়ানা আপা। আরো ছিলেন গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির ভাইয়া।
জায়গাটা খুবই উপভোগ্য ছিল ❤️

Some snacks for the hall... 🙂❤️
05/05/2025

Some snacks for the hall... 🙂❤️

12/10/2023

একটি শর্ট গল্প
মাঝরাতে হঠাৎ ফোনটা উচ্চশব্দে বেজে ওঠে। ভীষণ বিরক্ত হয় মীরা। এখন কি কল আসার সময়?
বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে নিভু নিভু চোখে একবার তাকায় ফোনের স্কিনে। মাইশা নামটা জ্বল জ্বল করছে।
মীরার বিরক্ত আরও বেড়ে যায়। এই মেয়েটার একটাই স্বভাব মাঝরাতে হুটহাট কল করবে। তারপর তার বয়ফ্রেন্ডের নামে নালিশ দেবে।
হয়ত আজকেও মিহাল ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে। তাই মীরাকে নালিশ দেওয়ার জন্য কল করছে।
মীরা ফোনটা বন্ধ করে বালিশের নিচে রেখে আবারও ঘুমিয়ে পড়ে।

সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে মীরা।
একটা কথা কানে বারবার বাজছে
"মীরা মাইশা সুইসাইড করেছে"
প্রথমে মীরা নিজের শোনার ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করে। তখন এলাকার মসজিদের মাইক থেকে উচ্চশব্দ ভেসে আসে। সেখানেও বলা হচ্ছে
"এলাকাবাসী দুঃসংবাদ। মজিবুর রহমানের মেয়ে মাইশা ইন্তেকাল করিয়াছেন।
এবার মীরা এক লাফে উঠে বসে। তার হাত পা কাঁপছে।

" মাইশা আর নেই।
মীরা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে থাকে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে। অনেক গুলো মেসেজ এসেছে মাইশা রহমান নামের আইডি থেকে।
শেষ মেসেজটা এমন ছিলো "কাল আমার কবরে মিহালকে এক মুঠো মাটি দিতে বলিস। আমার বাবা আর বাকিদের সাথে মিহালও যেনো আমার খাটিয়া বহন করে আমাকে কবর পর্যন্ত নিয়ে যায়"

মীরা এবার চিৎকার করে ওঠে। হাত পা কাঁপছে তার।
কাঁপা কাঁপা হাতে মিহালকে কল করে।
বেশি সময় নেয় না সাথে সাথেই ফোনটা রিসিভ হয়।
মীরার কথা না শুনেই মিহাল বলে ওঠে
"মীরা আমি বিয়ে করে নিয়েছি। মাইশা আমার ক্লাসের ছিলোই না। ওর মতো মেয়ের সাথে রিলেশন করা যায় কিন্তু বিয়ে না।
মাইশাকে এটা বোঝাও। মেয়ে মানুষ এতো আত্মসম্মানহীন কি করে হতে পারে? মাইশাকে পুরো এক সপ্তাহ ধরে বুঝিয়ে যাচ্ছি ওকে আমার ভালো লাগে না। তবুও কুকুরের মতো পেছনে পড়ে আছে।

মীরা কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মনে পড়ে গত এক সপ্তাহ ধরে মাইশাকে ইনগোর করছে মীরা। মাইশা কিছু বলতে চাচ্ছিলো মীরা শুনে নি৷

" মীরা আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। ওই পাগলকে বোঝাও৷

মীরা দীর্ঘ শ্বাস ফেলে বলে
"মাইশাকে প্রপোজ করলেন আপনি। পেছন পেছন ঘুরলেন আপনি। দুই বছর ধরে পাগলও বানালেন আপনি৷ আবার এখন পাগল বলে তাচ্ছিল্যও করছেন আপনি। মাইশা খুব বোকা মিহাল ভাই। তাইতো পাগলের মতো আপনাকে ভালোবেসেছিলো। আপনার হাতের এক মুঠো মাটি পাবে বলে দুনিয়াটাও ছেড়ে দিলো।
আপনি শান্তিতে থাকুন। পাগল আর আপনাকে জ্বালাবে না

মীরা কল কেটে দেয়।
মেসেঞ্জারে ঢুকে।
মাইশার হাজার হাজার মেসেজ।
" আমার সাথে একটু কথা বল না মীরা। আমি না ম*রে যাচ্ছি। স্যার বলে প্রচন্ড কষ্টের কথা কারো সাথে শেয়ার করলে কষ্ট কমে। আমার কষ্টটা কমিয়ে দে না।

"মীরা মিহাল বিয়ে করে নিয়েছে। আমি ওকে অন্য কারো পাশে সয্য করতে পারবো না রে।

" মীরা তোকেও আর কখনো আমি ডিস্টার্ব করবো না।
শুধু আজকে একটু কথা বল।

"মীরা আমার ছোট বোনটাকে দেখে রাখিস। আমার মা বাবাকেও একটু দেখিস।
তোরা ভালো থাকিস।

এরকম আকুতি ভরা অনেক মেসেজ। ফোনটা বুকে জড়িয়ে কেঁদে ওঠে মীরা। নিজে হাতে বেস্টফ্রেন্ডটাকে মে*রে ফেললো। মীরা কাল একটু কথা বললে হয়ত মাইশার মনোভাব পরিবর্তন হয়ে যেতো। হয়ত মাইশা একটু সাহস পেতো। বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পেতো।

মীরা ছুঁটে দেখতে যায় মাইশাকে৷ বাড়ি ভর্তি মানুষ। উঠোনে সাদা কাফনে মুরিয়ে খাটিয়াতে শুয়িয়ে রাখা হয়েছে মাইশাকে৷
মাইশার মা বাবা বোন সবাই কাঁদছে৷ মাইশাকে এক নজর দেখার জন্য সবাই ছুটে আসছে৷
কিন্তু সে আসলো না যার জন্য আজকে মাইশা এভাবে শুয়ে আছে।
একটা ছেলের জন্য মাইশা এই সুন্দর পৃথিবীটাকে বিদায় জানালো।

মেইন রোডের পাশে মাইশাকে কবর দেওয়া হয়েছে। প্রতিদিন মীরা নিয়ম করে মাইশার কবরের পাশে বসে থাকে৷ কতো কথা বলে। কিন্তু এখন মাইশা মীরার সঙ্গ চাইছে না।
যখন মাইশার মীরাকে দরকার ছিলো তখন পাই নি। আজকে দরকার নেই অথচ মীরা তার আশেপাশেই থাকে।
মানুষ এমনই।

" মানুষ মরে যায় মানুষের অভাবে
অথচ মানুষ বুঝতেই পারে না"

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share