Freelancer Johir

Freelancer Johir "আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"
(সূরা আল-বাকারা,আয়াত ২৭৫)
(2)

-আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করবেন বলে অপেক্ষায় আছেন?-সঠিক ও গুনগত সার্ভিস পাচ্ছেন না?-টাকা খরচ করেও কোন লাভ হচ্ছে না!টেন...
20/09/2025

-আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করবেন বলে অপেক্ষায় আছেন?
-সঠিক ও গুনগত সার্ভিস পাচ্ছেন না?
-টাকা খরচ করেও কোন লাভ হচ্ছে না!

টেনশনকে 'না' বলুন এবার ♻️

আমি নিয়ে এসেছি ১০০% অর্গানিক ফেসবুক পেজ ফলো'য়ার।
যারা আপনার পেজটি ফলো করে দেওয়ার পাশাপাশি ২০% এর বেশি পেজটিতে রিচ দিয়ে যাবে।

আমাকে কেন নির্বাচন করবেন?
- ১০০% অর্গানিক সার্ভিস (রিফিল গ্যারান্টি) পাবেন!
- ইচ্ছে মতো সার্ভিস অর্ডার করতে পারবেন!
- লাইফটাইম সার্ভিস প্রোভাইডিং পাবেন।
- বট আইডি থেকে সুরক্ষা পারবেন!
- ২৪/৭ অনলাইন সাপোর্ট পাবেন!
- কম খরচে বোনাসও পাবেন।

ফেসবুকে আয় করার দিন আপনার জন্য আর বেশি দূরে নয়।আমাকে সাথে নিয়ে আপনার স্বপ্ন পূরণ করুন কম সময়ে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকসহ সকল ধরনের জেনুইন ও ১০০% অর্গানিক সার্ভিস পাবেন স্বল্প মূল্যে।
নিজস্ব কমিউনিটিকে ব্যবহার করে আমরা আপনার পেজকে জিরো থেকে হিরো করে দিতে সর্বদা প্রস্তুত।
ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।

বিঃদ্রঃ কাজ শুরু হওয়ার পর পেমেন্ট করবেন।তার আগে পেমেন্ট বাধ্যতামূলক নয়।কাজ শুরু করার সাথেসাথেই আপনাকে প্রমান দেওয়া হবে।

যোগাযোগ করুন এক্ষুনি : +৮৮০ ৯৬৭৮ ৬৩ ৮২২৬
অথবা https://wa.me/message/2IQFAJEOMKXAE1

30/12/2023

সাময়িক অনুপস্থিতির জন্য দুঃখিত!
পেজের ইনবক্স কিংবা বিজনেস হোয়াটসঅ্যাপে মেসেজ রিসিভ করতে কিছু সময় বিলম্বিত হবে।
অগ্রীম পেমেন্ট করা গ্রাহকদের কাজ চলমান।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ট্রাভেল ব্লগ মাঝখানে “নগদ” এর প্রোমোশন চলছে ঠিক একই টাইমে ভিডিওর নিচে পপ-আপ করে উঠলো “বিকাশ” এর এড !!ডিজিটাল মার্কেটিং ক...
29/10/2023

ট্রাভেল ব্লগ মাঝখানে “নগদ” এর প্রোমোশন চলছে ঠিক একই টাইমে ভিডিওর নিচে পপ-আপ করে উঠলো “বিকাশ” এর এড !!

ডিজিটাল মার্কেটিং কতটা ইন্টারেস্টিং হচ্ছে ভাবতে ভালই লাগছে !!

স্বত্ব সংরক্ষিত

25/10/2023

আমার আইডিতে দ্বিমত গ্রহণ করিনা। আমার মতের বিরুদ্ধে কমেন্ট দিলেই ডিলিট - এই নিয়ম ২০২৩ থেকে ফলো করি। এইটা বিতর্ক প্রতিযোগিতার জায়গা না। হয় সহমত ভাই হবেন নাইলে উত্তর দিমুনা নাইলে কমেন্ট ডিলিট দিমু। খেচরমেচর করার দিন নাই এখন।

09/10/2023

একটা ছেলে চার বছর বিবিএ করে বের হলো আরেকটা ছেলে চার বছর প্রাক্টিক্যাললি বিজনেস করলো। দুইজনকে নিয়োগ দিলে কার কাছ থেকে বেস্ট আউটপুট আসবে?

গতকাল এক ফ্রেন্ডের (বিজনেসম্যান) সাথে দুই ঘন্টা ডিসকাস করলাম। তার বিজনেসের একাডেমিক কোন নলেজ নাই কিন্ত এমন এমন কিছু ট্রিকস শেয়ার করলো যা একাডেমিতে নাই।

এর মধ্যে এই কথাটা সবচেয়ে বেশি ভালো লাগলো, "তুই যদি এলিট ক্লাসে কাস্টমাররে এখটা বোঝাতে পারোছ ১০ হাজার দিয়া প্রোডাক্ট কিনছত এখন ব্যাবহার হয়না এরলাগি ৫ হাজারে ছাড়ি দিবে। তারা সাথে সাথে নিবগি যদিও প্রোডাক্টটা ৪ হাজারে মার্কেটে এভেইলেবল!"

FOMO is the best tool if you can use it wisely.

কারন তারা জানে, ২ টাকা বাড়লে যে সাইকোলজিক্যাল ইফেক্টটা ক্রিয়েট হয়, ৫ গ্রাম কমলে তা হয়না। আর ঠিক একই কারনে ১০% এক্সট্রা থ...
06/10/2023

কারন তারা জানে, ২ টাকা বাড়লে যে সাইকোলজিক্যাল ইফেক্টটা ক্রিয়েট হয়, ৫ গ্রাম কমলে তা হয়না।

আর ঠিক একই কারনে ১০% এক্সট্রা থেকে ১০ টাকা ছাড় ক্যাম্পেইন গুলা বেশি চলে।

20/09/2023

অফারের অপেক্ষা করতে করতে ক্লান্ত?
অবসরে ঘরে বসে Facebook YouTube -থেকে আয় করতে আগ্রহী, কিন্তু সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন না!
পদার্পণ করুন আমাদের সাথে ।
60K মিনিট অর্গানিক ওয়াচটাইম নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কাজের পরে পেমেন্ট করতে চান তাহলে আপনার NID কার্ড এর উভয় পাশের ছবি তুলে আমাদের ইনবক্স করুন, পেমেন্ট করে নিলে কোনো ডকুমেন্টস লাগবেনা। আমাদের কাজের প্রুফ দেখতে পেইজ ভিজিট করুন।

5K পেইজ ফলোয়ার নেওয়ার ক্ষেত্রে 500 TK পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে, কাজ চলাকালীন সময়ে বাকি টাকা পরিশোধ করতে হবে। অযথা কেউ ইনবক্স করবেননা, আগে কাজ পরে টাকা এরকম কথাবার্তায় আপনার সময় নষ্ট সাথে আমারও অহেতুক দর কষাকষি।

✅ 60K মিনিট অর্গানিক ওয়াচটাইম
➡️ 550 BDT - (Regular Price 1050)

✅ পেইজ মনিটাইজেশন প্যাকেজ
➡️ 1750 BDT - (Regular Price 3550)

✅ 5K পেইজ অর্গানিক একটিভ ফলোয়ার
➡️ 1200 BDT - (Regular Price 2500)

✅ 100K পেইজ রিলস অর্গানিক ভিউ
➡️ 1300 BDT - (Regular Price 2500)

For Order Please Inbox Or
WhatsApp - 01629-317659

Tips for Freelancers যারা দেশের ক্লায়েন্ট সামলান:১) অবশ্যই আগে পেমেন্ট নিবেন। হাফ হলেও হবে। ২) আপনার নিয়ম যা আছে তাই রাখ...
19/09/2023

Tips for Freelancers যারা দেশের ক্লায়েন্ট সামলান:

১) অবশ্যই আগে পেমেন্ট নিবেন। হাফ হলেও হবে।
২) আপনার নিয়ম যা আছে তাই রাখবেন।

আগে পেমেন্ট না দিলে বাদ দিয়ে দিবেন। প্যারা নাই। যে আগে পেমেন্ট করতে চায় না। সে তার কাজ নিয়ে সিরিয়াস না। সে আপনার কাজ নিয়ে সিরিয়াস না। সে ব্যবসা বুঝে না। আর সে পরেও টাকা দিবে না।

যদি মনে করেন একবার বিশ্বাস করেই দেখি। হয়তো দিয়ে দিবে। সে দিয়ে ঠিকি দিবে। কিন্তু একবার না একবার সে বাটপারি করবেই।

আপনার যদি নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি কাজ জানেন। তাহলে আপনি যা বলবেন সেইটাই হবে। পেমেন্ট আগে নিবেন। হাফ হলেও।

যে আগে দিবে, সেই আপনার ভালো কোয়ালিটি ক্লায়েন্ট হবে। লম্বা সময় থাকবে। ইন শা আল্লাহ।



Photo collected.

15/09/2023

মনিটাই'জেশনে সাইক্লোন অফার 🚀
যদি ফেইসবুক হয়ে থাকে নিত্য দিনে নে'শা ,
সেই Facebook কে বানিয়ে ফেলুন উপার্জনের পেশা!

- আমার একজন ভারতীয় ক্লায়েন্ট 🌻বেশ কয়েকবার সার্ভিস ডেলিভারী পাওয়ার পর উনার সাথে ক্লায়েন্ট ও সার্ভিস প্রোভাইডার সম্পর...
13/09/2023

- আমার একজন ভারতীয় ক্লায়েন্ট 🌻
বেশ কয়েকবার সার্ভিস ডেলিভারী পাওয়ার পর উনার সাথে ক্লায়েন্ট ও সার্ভিস প্রোভাইডার সম্পর্কটা বেশ গভীর ❣️
দিদির জন্য শুভকামনা রইল আমাদের পেজের পক্ষ থেকে ❣️
Page Link : https://www.facebook.com/chandan.barman.35110?mibextid=b06tZ0

23/08/2023

Ewww 🫡😂

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Johir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Johir:

Share