বাংলার কথা

বাংলার কথা video creator
(1)

22/07/2025

1.📷 (a+b)²= a²+2ab+b²
2.📷 (a+b)²= (a-b)²+4ab
3.📷 (a-b)²= a²-2ab+b²
4.📷 (a-b)²= (a+b)²-4ab
5.📷 a² + b²= (a+b)²-2ab.
6.📷 a² + b²= (a-b)²+2ab.
7.📷 a²-b²= (a +b)(a -b)
8.📷 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.📷 4ab = (a+b)²-(a-b)²
10.📷 ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.📷 (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.📷 (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.📷 (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.📷 a-b)³= a³-3a²b+3ab²-b³
15.📷 (a-b)³= a³-b³-3ab(a-b)
16.📷 a³+b³= (a+b) (a²-ab+b²)
17.📷 a³+b³= (a+b)³-3ab(a+b)
18.📷 a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.📷 a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.📷 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.📷 (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.📷 a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.📷 a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.📷(x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.📷 (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.📷 (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.📷 (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.📷 (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.📷 bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.📷 a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.📷 a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.📷 b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.(ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.(b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
37. 🔣আয়তক্ষেত্র🔣
38. 1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
39. 2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
40. 3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
41. 4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
42. 5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
43. 🔣বর্গক্ষেত্র🔣
44. 1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
45. 2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
46. 3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
47. 4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
48. 📷📷ত্রিভূজ📷
49. 1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
50. 2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
51. 3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
52. এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
53. ★পরিসীমা 2s=(a+b+c)
54. 4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
55. (ভূমি×উচ্চতা) বর্গ একক
56. 5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
57. এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
58. 6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
59. 7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
60. 8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
61. 9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
62. 10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
63. 11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
64. এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
65. 12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
66. 📷📷রম্বস📷
67. 1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
68. 2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
69. 📷📷সামান্তরিক📷
70. 1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
71. 2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
72. 📷📷ট্রাপিজিয়াম📷
73. 1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
74. 📷📷 ঘনক📷
75. 1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
76. 2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
77. 3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
78. 📷📷আয়তঘনক📷
79. 1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
80. 2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
81. [ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
82. 3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
83. 4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
84. 📷📷বৃত্ত📷
85. 1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
86. 2. বৃত্তের পরিধি = 2πr
87. 3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
88. 4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
89. 5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
90. 6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
91. এখানে θ =কোণ
92. 📷সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন📷
93. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
94. 1.সিলিন্ডারের আয়তন = πr²h
95. 2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
96. 3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
97. 📷সমবৃত্তভূমিক কোণক📷
98. সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
99. 1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
100. 2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
101. 3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
102. 📷✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
103. ✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
104. এখানে n=বাহুর সংখ্যা
105. ★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
106. 📷ত্রিকোণমিতির সূত্রাবলীঃ📷
107. 1. sinθ=लম্ব/অতিভূজ
108. 2. cosθ=ভূমি/অতিভূজ
109. 3. taneθ=लম্ব/ভূমি
110. 4. cotθ=ভূমি/লম্ব
111. 5. secθ=অতিভূজ/ভূমি
112. 6. cosecθ=অতিভূজ/লম্ব
113. 7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
114. 8. cosθ=1/secθ, secθ=1/cosθ
115. 9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
116. 10. sin²θ + cos²θ= 1
117. 11. sin²θ = 1 - cos²θ
118. 12. cos²θ = 1- sin²θ
119. 13. sec²θ - tan²θ = 1
120. 14. sec²θ = 1+ tan²θ
121. 15. tan²θ = sec²θ - 1
122. 16, cosec²θ - cot²θ = 1
123. 17. cosec²θ = cot²θ + 1
124. 18. cot²θ = cosec²θ - 1
125. 📷📷 বিয়ােগের সূত্রাবলি📷
126. 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
127. 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
128. 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
129. 📷📷 গুণের সূত্রাবলি📷
130. 1.গুণফল =গুণ্য × গুণক
131. 2.গুণক = গুণফল ÷ গুণ্য
132. 3.গুণ্য= গুণফল ÷ গুণক
133. 📷📷 ভাগের সূত্রাবলি📷
134. নিঃশেষে বিভাজ্য না হলে।
135. 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
136. 2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
137. 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
138. *নিঃশেষে বিভাজ্য হলে।
139. 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
140. 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
141. 6.ভাজ্য = ভাজক × ভাগফল।
142. 📷📷ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 📷
143. 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
144. 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
145. 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
146. 📷গড় নির্ণয় 📷
147. 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
148. 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
149. 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
150. 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
151. 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
152. 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
153. 📷📷সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী📷
154. 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
155. 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
156. 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
157. 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
158. 5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
159. 6. সুদাসল = আসল + সুদ
160. 7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
161. 📷📷লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী📷
162. 1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
163. 2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
164. 3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
165. অথবা
166. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
167. 4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
168. অথবা
169. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
📷📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ📷
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
📷1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
📷1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
📷সরল সুদ📷
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
📷📷নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
📷একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
📷নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
📷★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
📷 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
📷 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
📷★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
📷প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
📷সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
📷★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
📷প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
📷সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
📷★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
📷প্রশ্নঃ5+10+15+…………+50=?
📷সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
📷★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
📷প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
📷 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
📷★6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
📷প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
📷 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
Sh Sakil
📷📷1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
📷2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
📷3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
📷4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
📷5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
📷6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27

collected

15/07/2025

বিসিএসে আসা 50টি শব্দার্থ♦️জাস্ট রিভিশন দিয়ে রাখুন🛟
©
1. Belittle (বিলিটল) – খাটো করে দেখা (31st BCS)

2. Bewitch (বিউইচ) – মোহিত করা/জাদু করা (30th BCS)

3. Blabber (ব্ল্যাবার) – বকবক করা (29th BCS)

4. Bleak (ব্লীক) – নিরানন্দ/নিরাশাজনক (28th BCS)

5. Blunder (ব্লান্ডার) – বড় ভুল (27th BCS)

6. Brisk (ব্রিস্ক) – চটপটে/দ্রুতগামী (26th BCS)

7. Brittle (ব্রিটল) – ভঙ্গুর/সহজে ভেঙে পড়ে এমন (25th BCS)

8. Cajole (কাজোল) – মিষ্টি কথায় রাজি করানো (24th BCS)

9. Candid (ক্যান্ডিড) – অকপট/সত্‍‍যবাদী (23rd BCS)

10. Caress (ক্যারেস) – স্নেহ করা/আলতো ছোঁয়া (22nd BCS)

11. Cease (সিস) – থামা/শেষ হওয়া (21st BCS)

12. Censure (সেনসার) – নিন্দা করা (20th BCS)

13. Chide (চাইড) – ভর্ত্সনা করা/ধমক দেওয়া (19th BCS)

14. Circumspect (সার্কামস্পেক্ট) – সতর্ক/বিচক্ষণ (18th BCS)

15. Cling (ক্লিং) – আঁকড়ে ধরা/লেগে থাকা (17th BCS)

16. Coerce (কোয়ার্স) – জোরপূর্বক বাধ্য করা (16th BCS)

17. Collate (কলেট) – মিলিয়ে দেখা/গোছানো (15th BCS)

18. Commence (কমেন্স) – শুরু করা (14th BCS)

19. Compile (কমপাইল) – সংগৃহীত করে সাজানো (13th BCS)

20. Comply (কমপ্লাই) – মেনে চলা/অনুগত হওয়া (12th BCS)

21. Concede (কনসিড) – মেনে নেওয়া (11th BCS)

22. Concoct (কনকক্ট) – রাঁধা/গঠন করা/মিথ্যা বানানো (10th BCS)

23. Condone (কনডোন) – ক্ষমা করা/উপেক্ষা করা (9th BCS)

24. Confer (কনফার) – প্রদান করা/আলোচনা করা (8th BCS)

25. Confiscate (কনফিসকেট) – জব্দ করা (7th BCS)

26. Conspicuous (কনস্পিকিউয়াস) – স্পষ্ট/দৃষ্টি আকর্ষণ করে এমন (6th BCS)

27. Contaminate (কনট্যামিনেট) – দূষিত করা (5th BCS)

28. Contradict (কনট্রাডিক্ট) – বিরোধিতা করা/অস্বীকার করা (4th BCS)

29. Cope (কোপ) – মোকাবেলা করা (3rd BCS)

30. Corrupt (করাপ্ট) – দুর্নীতিগ্রস্ত (2nd BCS)

31. Crave (ক্রেভ) – আকুলভাবে কামনা করা (1st BCS)

32. Criterion (ক্রাইটেরিয়ন) – মানদণ্ড (48th BCS)

33. Crucial (ক্রুশিয়াল) – অত্যন্ত গুরুত্বপূর্ণ (47th BCS)

34. Curb (কার্ব) – দমন করা/নিয়ন্ত্রণ করা (46th BCS)

35. Curtail (কারটেইল) – সংক্ষিপ্ত করা/হ্রাস করা (45th BCS)

36. Dabble (ড্যাবল) – অপটু হাতে কিছু করা (44th BCS)

37. Dearth (ডার্থ) – অভাব/সংকট (43rd BCS)

38. Debar (ডিবার) – নিষিদ্ধ করা (42nd BCS)

39. Decree (ডিক্রি) – সরকারিভাবে ঘোষণা (41st BCS)

40. Deliberate (ডেলিবারেট) – ইচ্ছাকৃত/সতর্কভাবে চিন্তা করা (40th BCS)

41. Denounce (ডিনাউন্স) – প্রকাশ্যে নিন্দা করা (39th BCS)

42. Depict (ডিপিক্ট) – বর্ণনা করা/চিত্রিত করা (38th BCS)

43. Derive (ডিরাইভ) – উৎসারিত হওয়া (37th BCS)

44. Deter (ডিটার) – নিরুৎসাহিত করা/প্রতিরোধ করা (36th BCS)

45. Detriment (ডেট্রিমেন্ট) – ক্ষতি/বিপদ (35th BCS)

46. Deviate (ডিভিয়েট) – সরে যাওয়া/বিপথে যাওয়া (34th BCS)

47. Dignify (ডিগ্নিফাই) – মর্যাদা দেওয়া/গরিমা বৃদ্ধি করা (33rd BCS)

48. Diligent (ডিলিজেন্ট) – পরিশ্রমী/মনোযোগী (32nd BCS)

49. Dismay (ডিসমে) – হতাশা/বিপর্যয় (31st BCS)

50. Disseminate (ডিসেমিনেট) – প্রচার করা/ছড়িয়ে দেওয়া (30th BCS)

#সংগৃহীত

13/06/2025

🧠 Excel-এর গুরুত্বপূর্ণ ৫০টি শর্টকাট কমান্ড (বাংলা ব্যাখ্যা সহ)
যেগুলো প্রতিদিনের কাজে এক্সেল ব্যবহারকারীদের জন্য সময় বাঁচায় এবং কাজের গতি বাড়ায়!

✅ বেসিক ফাইল অপারেশন
1️⃣ Ctrl + N – নতুন Excel ফাইল তৈরি করুন
🟢 নতুন করে একটি ফাঁকা ওয়ার্কবুক খুলে ফেলবে।

2️⃣ Ctrl + O – ফাইল ওপেন করুন
🟢 আগের যেকোনো Excel ফাইল ওপেন করার শর্টকাট।

3️⃣ Ctrl + S – ফাইল সেভ করুন
🟢 বর্তমান কাজ করা ফাইলটি সংরক্ষণ করুন।

4️⃣ Ctrl + P – প্রিন্ট অপশন
🟢 ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার জন্য দ্রুত উইন্ডো খুলে দেয়।

✅ কপি, পেস্ট ও এডিটিং শর্টকাট
5️⃣ Ctrl + C – কপি করুন
🟢 নির্দিষ্ট ডেটা বা সেল কপি করে রাখে।

6️⃣ Ctrl + X – কাট করুন
🟢 ডেটা কেটে নিয়ে অন্যত্র পেস্ট করার জন্য।

7️⃣ Ctrl + V – পেস্ট করুন
🟢 কপি/কাট করা ডেটা পেস্ট করুন।

8️⃣ Ctrl + Z – Undo
🟢 ভুল কিছু করলে পূর্বের অবস্থায় ফিরে যান।

9️⃣ Ctrl + Y – Redo
🟢 Undo করা কাজটি আবার ফিরিয়ে আনুন।

🔟 F2 – সেল এডিট করুন
🟢 সরাসরি সেলে টাইপ করার জন্য।

✅ সেল, রো, কলাম নিয়ন্ত্রণ
1️⃣1️⃣ Ctrl + Space – পুরো কলাম সিলেক্ট করুন
🟢 কার্সার যেই সেলে আছে, সেই কলাম সিলেক্ট হবে।

1️⃣2️⃣ Shift + Space – পুরো রো সিলেক্ট করুন
🟢 সেল অনুযায়ী সম্পূর্ণ রো সিলেক্ট হবে।

1️⃣3️⃣ Ctrl + Shift + "+" – সেল/রো ইনসার্ট
🟢 একটি নতুন সেল, রো বা কলাম যুক্ত করুন।

1️⃣4️⃣ Ctrl + "-" – সেল/রো ডিলিট করুন
🟢 নির্বাচিত সেল বা রো দ্রুত ডিলিট করুন।

✅ ফরম্যাটিং কমান্ড
1️⃣5️⃣ Ctrl + 1 – ফরম্যাট সেলস
🟢 ফন্ট, বর্ডার, অ্যালাইনমেন্টসহ আরও অনেক অপশন পাবেন।

1️⃣6️⃣ Ctrl + Shift + $ – টাকা ফরম্যাট
🟢 সেলের মান টাকা হিসেবে দেখায়।

1️⃣7️⃣ Ctrl + Shift + % – শতাংশ ফরম্যাট
🟢 মানকে শতাংশ হিসেবে রূপান্তর করুন।

1️⃣8️⃣ Ctrl + Shift + # – তারিখ ফরম্যাট
🟢 সেলে তারিখ দেখানোর জন্য।

1️⃣9️⃣ Ctrl + Shift + @ – সময় ফরম্যাট
🟢 টাইম ফরম্যাটে রূপান্তর করুন।

2️⃣0️⃣ Ctrl + Shift + ^ – বৈজ্ঞানিক সংখ্যা ফরম্যাট
🟢 ছোট বড় সংখ্যাকে বৈজ্ঞানিকভাবে দেখান (Scientific notation)।

✅ ফাংশন ও ক্যালকুলেশন
2️⃣1️⃣ Alt + = – AutoSum
🟢 উপরের সংখ্যাগুলোর যোগফল বের করে।

2️⃣2️⃣ Ctrl + ` – ফর্মুলা দেখান
🟢 সেলগুলোর ফর্মুলা/রেজাল্ট দেখানো চালু/বন্ধ।

2️⃣3️⃣ Shift + F9 – নির্বাচিত সেল ক্যালকুলেট
🟢 নির্দিষ্ট অংশ পুনঃহিসাব করুন।

2️⃣4️⃣ Ctrl + Alt + F9 – পুরো ফাইল ক্যালকুলেট
🟢 সব ফর্মুলা রিক্যালকুলেট করে।

✅ নেভিগেশন ও সিলেকশন
2️⃣5️⃣ Ctrl + Arrow Keys – শেষ ডেটা পর্যন্ত দ্রুত যান
🟢 লম্বা ডেটাসেটে একধাপেই নিচে, ডানে বা বামে যাওয়া।

2️⃣6️⃣ Ctrl + Home – প্রথম সেলে যান (A1)
2️⃣7️⃣ Ctrl + End – শেষ ব্যবহৃত সেলে যান
2️⃣8️⃣ Ctrl + Page Up/Page Down – শীট পরিবর্তন
2️⃣9️⃣ Ctrl + Shift + →/←/↑/↓ – একাধিক সেল সিলেক্ট

✅ হাইড-শো ও শটকাট
3️⃣0️⃣ Ctrl + 9 – রো হাইড করুন
3️⃣1️⃣ Ctrl + 0 – কলাম হাইড করুন
3️⃣2️⃣ Ctrl + Shift + ( ) – হিডেন রো/কলাম দেখান
3️⃣3️⃣ Ctrl + K – হাইপারলিংক যুক্ত করুন
3️⃣4️⃣ Ctrl + D – উপরের সেলটি নিচে কপি
3️⃣5️⃣ Ctrl + R – বামের সেল ডানে কপি

✅ টাইম ও ডেট ইনসার্ট
3️⃣6️⃣ Ctrl + ; – আজকের তারিখ লিখুন
3️⃣7️⃣ Ctrl + Shift + : – বর্তমান সময় টাইপ করুন
3️⃣8️⃣ Alt + Enter – একই সেলে নতুন লাইন

✅ ফিল্টার, টেবিল ও স্পেশাল
3️⃣9️⃣ Ctrl + Shift + L – ফিল্টার চালু/বন্ধ
4️⃣0️⃣ Ctrl + T – টেবিল তৈরি করুন
4️⃣1️⃣ Alt + E + S + V – কেবল মান (Values) পেস্ট করুন

✅ কিছু এক্সট্রা টাইমসেভার
4️⃣2️⃣ Ctrl + Shift + & – সেল বর্ডার দিন
4️⃣3️⃣ Ctrl + Shift + _ – সেল বর্ডার সরান
4️⃣4️⃣ Ctrl + Backspace – অ্যাক্টিভ সেলটি দেখান
4️⃣5️⃣ F4 – শেষ অ্যাকশন রিপিট করুন
4️⃣6️⃣ Ctrl + Shift + End – শেষ পর্যন্ত সিলেক্ট
4️⃣7️⃣ Ctrl + Alt + Del – এক্সেল রিস্টার্ট করতে সহায়ক
4️⃣8️⃣ Ctrl + Tab – একাধিক ফাইলের মধ্যে সোয়াপ
4️⃣9️⃣ Ctrl + Shift + Tab – পূর্বের ফাইলে ফিরে যান
5️⃣0️⃣ Ctrl + F4 – বর্তমান ফাইল বন্ধ করুন

🎯 এখন আপনার পালা!
💡 আপনি যদি Excel ব্যবহার করেন, তাহলে এই শর্টকাটগুলো আপনাকে মাসের পর মাস সময় বাঁচাতে সাহায্য করবে!

👇 আপনার কাজের জন্য কোন শর্টকাটটি সবচেয়ে বেশি ব্যবহার হয়? কমেন্টে জানান!
📤 বন্ধুকে ট্যাগ করুন যিনি Excel এ কাজ করেন!
📲 এই পোস্টটি Save করে রাখুন এবং Share দিতে ভুলবেন না!

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

ফিলিস্তিনের এর জন্য লং-মার্চ,,,স্বাধীন ফিলিস্তিন চাই,,,,বাংলাদেশ ❤️❤️
12/04/2025

ফিলিস্তিনের এর জন্য লং-মার্চ,,,
স্বাধীন ফিলিস্তিন চাই,,,,

বাংলাদেশ ❤️❤️

10/04/2025

10/04/2025
06/04/2025

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা.......

29/03/2025

❤️ বিদেশে স্টাডি করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আগেই প্রস্তুত রাখা ভালো। নিচে আমি ধাপে ধাপে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দিয়ে দিলাম।

📌 ১. একাডেমিক ডকুমেন্টস (Academic Documents)

✅ সার্টিফিকেট ও মার্কশিট:
- এসএসসি/ও-লেভেল (Certificate & Transcript)
- এইচএসসি/এ-লেভেল (Certificate & Transcript)
- ব্যাচেলর বা মাস্টার্স হলে সেই ডিগ্রির সার্টিফিকেট

✅ সকল ডকুমেন্টের ইংরেজি অনুবাদ (যদি প্রয়োজন হয়)

✅ Recommendation Letter (LOR)– সাধারণত ২-৩টি (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে)

✅ Statement of Purpose (SOP)– কেন আপনি এই কোর্সটি করতে চান তার ব্যাখ্যা

✅ Curriculum Vitae (CV/Resume)– একাডেমিক ও এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটিস

✅ Language Proficiency Test Score (যদি প্রয়োজন হয়)
IELTS / TOEFL / PTE(ইংরেজি ভাষার জন্য)
GMAT / GRE (কিছু ইউনিভার্সিটির জন্য)

📌 ২. ফিনান্সিয়াল ডকুমেন্টস (Financial Documents)

✅ ব্যাংক স্টেটমেন্ট ও সাপোর্ট লেটার** (সাধারণত ৬ মাসের)
- ভিসার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক করতে হতে পারে (দেশভেদে আলাদা)

✅ Sponsor Letter(যদি বাবা-মা বা অন্য কেউ স্পন্সর করে)

✅ Scholarship Approval Letter (যদি স্কলারশিপ পান)

📌 ৩. পাসপোর্ট ও আইডেন্টিটি ডকুমেন্টস

✅ Valid Passport (কমপক্ষে ২-৩ বছর মেয়াদ থাকা ভালো)
✅ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ

📌 ৪. ইউনিভার্সিটি সংক্রান্ত ডকুমেন্টস
✅ Offer Letter / Acceptance Letter (বিশ্ববিদ্যালয় থেকে)
✅ Tuition Fee Payment Receipt (প্রথম সেমিস্টারের পেমেন্ট করলে)

📌 ৫. ভিসা সংক্রান্ত ডকুমেন্টস
✅ Visa Application Form(অনলাইন বা হাতে পূরণ করা)
✅ Passport Size Photo (দেশভেদে আলাদা সাইজ)
✅ Medical Checkup Report & Travel Insurance(অনেক দেশে বাধ্যতামূলক)
✅ Police Clearance Certificate (PCC)

📌 ৬. অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
✅ Accommodation Proof (হোস্টেল বা রেন্ট এগ্রিমেন্ট)
✅ Flight Ticket Booking (অনেক দেশে প্রয়োজন হয়)

🔥 কিছু গুরুত্বপূর্ণ টিপস:
‼️ সকল ডকুমেন্টের হার্ডকপি ও সফটকপি (PDF) সংরক্ষণ করুন।
‼️ স্কলারশিপের জন্য সময়মতো আবেদন করুন।
‼️ সঠিক ও নির্ভুল তথ্য দিন, ভুল তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে।

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে🥰*খুবই গুরুত্বপূর্ণ বিষয়:- **পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা সামান্য এডিট ও ব...
20/03/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে🥰
*খুবই গুরুত্বপূর্ণ বিষয়:- **
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা সামান্য এডিট ও বানান সংশোধন করে দেওয়া হলো:

খুবই গুরুত্বপূর্ণ বিষয়:
পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম।
২) জে.এল নং: মৌজা নং/গ্রাম নম্বর।
৩) ফর্দ: দলিলের পাতা।
৪) খং: খতিয়ান।
৫) সাবেক: আগের/পূর্বের।
৬) হাল: বর্তমান।
৭) বং: বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৮) নিং: নিরক্ষর।
৯) গং: আরো অংশীদার আছে।
১০) সাং: সাকিন/গ্রাম।
১১) তঞ্চকতা: প্রতারণা।
১২) সনাক্তকারী: যিনি বিক্রেতাকে চিনেন।
১৩) এজমালী: যৌথ।
১৪) মুসাবিদা: দলিল লেখক।
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল।
১৬) বাস্তু: বসতভিটা।
১৭) বাটোয়ারা: বণ্টন।
১৮) বায়া: বিক্রেতা।
১৯) মং: মোট।
২০) মবলক: মোট।
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়।
২২) হিস্যা: অংশ।
২৩) একুনে: যোগফল।
২৪) জরিপ: পরিমাপ।
২৫) চৌহদ্দি: সীমানা।
২৬) সিট: নকশার অংশ।
২৬) দাখিলা: খাজনার রশিদ।
২৭) নক্সা: মানচিত্র/ম্যাপ।
২৮) পিং: পিতা।
২৯) জং: স্বামী।
৩০) দাগ নং: জমির নম্বর।
৩১) স্বজ্ঞানে: নিজের বুঝ অনুযায়ী।
৩২) সমূদয়: সব কিছু।
৩৩) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম।
৩৪) পত্র মিদং: পত্রের মাধ্যমে।
৩৫) বিং: বিস্তারিত।
৩৬) দং: দখলকার।
৩৭) পত্তন: সাময়িক বন্দোবস্ত।
৩৮) বদল সূত্র: জমি বিনিময়।
৩৯) মৌকুফ: মাফকৃত।
৪০) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা।
৪১) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান।
৪২) বাটা দাগ: বিভক্ত দাগ।
৪৩) অধুনা: বর্তমান।
৪৪) রোক: নগদ।
৪৫) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল।
৪৬) দান সূত্র: দানকৃত সম্পত্তি।
৪৭) দাখিল খারিজ: মালিকানা পরিবর্তন।
৪৮) তফসিল: সম্পত্তির তালিকা।
৪৯) খারিজ: পৃথক খাজনা অনুমতি।
৫০) খতিয়ান: জমির রেকর্ড।
৫১) জরিপ: ভূমি পরিমাপ।
৫২) এওয়াজ সূত্র: বিনিময়সূত্রে সম্পত্তি পাওয়া।
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন সম্পত্তি বণ্টন নির্দেশ।
৫৪) নামজারী: মালিকানা হস্তান্তর রেকর্ড।
৫৫) অধীনস্থ স্বত্ত্ব: নিম্নস্তরের মালিকানা।
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন।
৫৭) আমলনামা: জমি দখল সংক্রান্ত দলিল।
৫৮) আসলি: মূল ভূমি।
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ।
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত।
৬১) ইন্তেহার:

Address

Sylhet

Telephone

+8801730182062

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার কথা:

Share