25/07/2023
আমরা যে কয়েকটি কারণে ইয়াজিদকে মুসলমানই মনে করি না।
১/ সে আল্লার নবীর রেসালতকে অস্বীকার করতো।
২/ সে মদকে হালাল মনে করতো, তাকে জিজ্ঞেস করা হল মদ তো মুহাম্মদ (সা) এর শরীয়তে হারাম তাহলে তুমি মদ পান করো কেন? সে বলল মদ ঈসা (আ) এর শরীয়তে হালাল ছিল।
৩/ইয়াজিদের প্রধান সেনাপতি উনায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নির্দেশে ইমাম হোসাইন (রা) কে শহিদ করেছে।
৪/ইমাম হোসাইন (রা) মাথা যখন ইয়াজিদের সামনে আনা হয়েছে তখন সে বলেছে বদর দিবসে মুহাম্মদ (সা) আমার পূর্বপুরুষদের হত্যা করেছেন তার প্রতিশোধ আমি গ্রহণ করলাম।
৫/যারা ইমাম হোসাইন (রা) শহিদ করেছে, সে তাদেরকে প্রমোশন দিয়েছে।
৬/ ইমাম হোসাইন (রা) এর বাকি আহলে বায়েতদের সে হত্যা করেছে।
৭/ মদিনায় আক্রমণ করে গণহত্যা চালিয়েছে এবং মদিনার মহিলাদের ধর্ষণ করেছে।
৮/ মক্কায় আক্রমণ করে সাহাবীদেরকে শহিদ করেছে।
৯/ সে খেলাফল বিলুপ্তকারী তার রাজ্যকে রাজতন্ত্র করার চেষ্টা করেছে যা ইসলাম সমর্থন করে না, ইসলাম খেলাফতে বিশ্বাসী।
এরকম আরো অনেক অনেক নেক্কারজনক ঘটনা করেছে ইয়াজিদ।
ইমাম আবু হানিফা সহ সবাই তাকে ফাসেক বলেছেন। আজকাল আমরা তাকে ফাসেক বলতে কেন দ্বিধা বোধ করি, কেহ বলেন আমরা ইমাম হোসাইন এবং ইয়াজিদের বিষয়ে কোন কথা বলবো না, আবার কেহ ইয়াজিদকে (রা) বলে ফেলি নাউজুবিল্লাহ, কেহ তাকে নির্দোষ করার জন্য উঠে পড়ে লেগে থাকি।
ইয়াজিদের এত এত দূষ থাকার পরও কেন আমরা ইয়াজিদের পক্ষ নিয়ে এত মায়া কান্নায় জড়িয়ে পড়ি। যারা ইয়াজিদকে নাজাতপ্রাপ্ত এবং সাহাবী ও নির্দোষ বলে ফেলেন আমরা দোয়া করি আপনাদের বিচারটা যেন ইয়াজিদের সাথে হয়৷