A S Media

A S Media পেইজ ভিজিট করার জন্য ধন্যবাদ।

তালামীযে ইসলামিয়া ত্রাণ কার্যক্রম টিম ময়মনসিংহ গিয়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ!
12/10/2024

তালামীযে ইসলামিয়া ত্রাণ কার্যক্রম টিম ময়মনসিংহ গিয়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ!

ভারতে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির করার প্রতিবাদে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।২৭.০৯.২...
27/09/2024

ভারতে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির করার প্রতিবাদে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।
২৭.০৯.২০২৪


27/09/2024

আজ বাদ জুম্মা সিলেট নগরীতে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিলে ঈমানী দায়িত্বে যোগ দিন।
বিশ্ব নবীর অপমান ,
সইবেনা রে মুসলমান।

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে গেছে, রেজাল্টে সে A+ পাইছে, সে প্রচুর খুশি। ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়...
28/07/2023

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে গেছে,
রেজাল্টে সে A+ পাইছে, সে প্রচুর খুশি। ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো, "আজ আমার লাইফের সবচাইতে বড় স্বপ্ন পূরণ হলো
আমি A+ পেলাম, দেখা যাক ভবিষ্যৎ আমাকে কোন জায়গায় নিয়ে যায়। রিক্সাওয়ালা পেছনে ফিরে বললো " Congratulations "আমি রফিক আলী গোল্ডেন A+ দুই হাজার তেরো ব্যাচ"!
সুতরাং রেজাল্ট কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না কারণ এটা বাংলাদেশ!

সবার রেজাল্ট ভালো হোক, শুভকামনা রইল।

আমরা যে কয়েকটি কারণে ইয়াজিদকে মুসলমানই মনে করি না। ১/ সে আল্লার নবীর রেসালতকে অস্বীকার করতো। ২/ সে মদকে হালাল মনে করতো, ...
25/07/2023

আমরা যে কয়েকটি কারণে ইয়াজিদকে মুসলমানই মনে করি না।

১/ সে আল্লার নবীর রেসালতকে অস্বীকার করতো।
২/ সে মদকে হালাল মনে করতো, তাকে জিজ্ঞেস করা হল মদ তো মুহাম্মদ (সা) এর শরীয়তে হারাম তাহলে তুমি মদ পান করো কেন? সে বলল মদ ঈসা (আ) এর শরীয়তে হালাল ছিল।
৩/ইয়াজিদের প্রধান সেনাপতি উনায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নির্দেশে ইমাম হোসাইন (রা) কে শহিদ করেছে।
৪/ইমাম হোসাইন (রা) মাথা যখন ইয়াজিদের সামনে আনা হয়েছে তখন সে বলেছে বদর দিবসে মুহাম্মদ (সা) আমার পূর্বপুরুষদের হত্যা করেছেন তার প্রতিশোধ আমি গ্রহণ করলাম।
৫/যারা ইমাম হোসাইন (রা) শহিদ করেছে, সে তাদেরকে প্রমোশন দিয়েছে।
৬/ ইমাম হোসাইন (রা) এর বাকি আহলে বায়েতদের সে হত্যা করেছে।
৭/ মদিনায় আক্রমণ করে গণহত্যা চালিয়েছে এবং মদিনার মহিলাদের ধর্ষণ করেছে।
৮/ মক্কায় আক্রমণ করে সাহাবীদেরকে শহিদ করেছে।
৯/ সে খেলাফল বিলুপ্তকারী তার রাজ্যকে রাজতন্ত্র করার চেষ্টা করেছে যা ইসলাম সমর্থন করে না, ইসলাম খেলাফতে বিশ্বাসী।

এরকম আরো অনেক অনেক নেক্কারজনক ঘটনা করেছে ইয়াজিদ।

ইমাম আবু হানিফা সহ সবাই তাকে ফাসেক বলেছেন। আজকাল আমরা তাকে ফাসেক বলতে কেন দ্বিধা বোধ করি, কেহ বলেন আমরা ইমাম হোসাইন এবং ইয়াজিদের বিষয়ে কোন কথা বলবো না, আবার কেহ ইয়াজিদকে (রা) বলে ফেলি নাউজুবিল্লাহ, কেহ তাকে নির্দোষ করার জন্য উঠে পড়ে লেগে থাকি।

ইয়াজিদের এত এত দূষ থাকার পরও কেন আমরা ইয়াজিদের পক্ষ নিয়ে এত মায়া কান্নায় জড়িয়ে পড়ি। যারা ইয়াজিদকে নাজাতপ্রাপ্ত এবং সাহাবী ও নির্দোষ বলে ফেলেন আমরা দোয়া করি আপনাদের বিচারটা যেন ইয়াজিদের সাথে হয়৷

Shofol houk
10/07/2023

Shofol houk

12/03/2023

বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব।

ভাইস প্রিন্সিপাল সড়কের বাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা।

12/03/2023

বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুহসিন আহমদ রাব্বানী

10/03/2023

মাওলানা শরিফুল ইসলাম নূরীর জিহ্বা কাটা নিয়ে কি বললেন মাওলানা সাদিকুর রাহমান আল আজহারী

S Media -Shoriful-islam-nuri৷ #2023 Azhari

09/03/2023

বয়ান পেশ করছেন ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার সাহেব।

স্হান: মাঝরগ্রাম মাঝরমহল্লা জামে মসজিদ।

Address

Sylhet

Telephone

+8801734845081

Website

Alerts

Be the first to know and let us send you an email when A S Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A S Media:

Share