খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট

খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট এটা খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসার অফিসিয়াল পেইজ। আপনারা সবাই সাপোর্ট করবেন।

আলহামদুলিল্লাহ ৩ টি মুমতাজ,রাবে জামাতে বোর্ডে ১ও ৮ নাম্বার সহ শতভাগ পাশ।
31/05/2025

আলহামদুলিল্লাহ
৩ টি মুমতাজ,রাবে জামাতে বোর্ডে ১ও ৮ নাম্বার সহ শতভাগ পাশ।

24/04/2025
23/04/2025

খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসার হিফজ শাখার ছাত্রদের রাতের পড়ার দৃশ্য।

16/04/2025

কওমী মাদরাসার নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে-
অনেক তরুণ আলেমের শিক্ষকতা জীবন ও শুরু হচ্ছে-
নবীন শিক্ষক ভাইদের প্রতি কয়েকটি পরামর্শ-

১-ছাত্রদের বদদোয়া নয়,দোয়া দিতে চেষ্টা করা।
দোয়া ও শ্রম দিয়ে ইনসানে কামিল গঠন করাই আদর্শ উস্তাদের কাজ,বদদোয়া দিয়ে জীবন নষ্ট করা নয়।

২-কোন একজন ছাত্র নির্দেশ অমান্য করেছে-
তোমার মনে কষ্ট দিয়েছে?
প্রিয় নবীজির (স:)এর ছাত্রত্ব গ্রহণকারী হযরত ওয়াহশি রা; থেকে তো তোমাকে বেশি কষ্ট দেয়নি?
যিনি প্রিয় নবীর চাচাকে হত্যা করেছিলেন,রাসুলুল্লাহ (স:) তাঁকে ক্ষমা করে দিয়েছেন।
পরবর্তীতে হযরত ওয়াহশির হাতেই মিথ্যা নবির দাবীদার মুসায়লামা কাযযাব নিহত হয়।
ছাত্রকে ক্ষমা কর,তোমার দৃষ্টিতে বেয়াদব!
এমন ছাত্র দ্ধারাই ইসলামের বিশাল খেদমত হবে,তুমি ভাবতে ও পারবেনা?

৩-ছাত্রদের শাসন করা একজন শিক্ষকের অধিকার,
অপমান করা নয়।অপমানিত হয়ে,অনেক ছাত্রের জীবন নষ্ট হয়,প্রত্যেক শিক্ষকের সতর্কতা জরুরী।

৪-- ছাত্র জমানার কথা স্মরণ রাখুন।
যে শিক্ষকের আচরণ তোমার কাছে আদর্শ মনে হত,তাঁকে অনুসরণ করুন।

৫-- ছাত্রের উপর উস্তাদের হক নিয়ে ভাবুন।
শুধু ছাত্রের হক নিয়ে ভাববেন না।
মনে রাখা উচিত,ছাত্র যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, তার জীবন হালাক হয়,আর উস্তাদ যদি ছাত্রের জীবন ধ্বংসের দায়ী হয়,উস্তাদের সন্তানের জীবন ধ্বংস হয়।

৬- ছাত্রদের মারধর ব্যতিরেকে শাসন করুন,অপমান নয়।

৭- শিক্ষকতা মিন ওজহিন ইবাদত,মিন ওয়াজহিন
মুয়ামেলা।বিষয়টি নিয়ে ভাবুন।

৮-নির্ধারিত ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে আলোচনা সমাপ্ত করুন। এর পর যত ভালো আলোচনাই হোক
ছাত্রদের মনোযোগ থাকেনা।

৯-- ছাত্রদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করুন।
কিন্তু বন্ধু বানাবেন না।
১০- কোন ছাত্রকে নিরুৎসাহিত করবেন না,সর্বোচ্চ উৎসাহ দিন।

১১-নীচের বাক্যগুলো স্মরণ রাখুন।

১-ছাত্র মানে ভুলে ভড়া অভিধান।
উস্তাদমানে দরদমাখা সমাধান।

২-ছাত্র মানে ছটফট মানঅভিমান।
উস্তাদ মানে করুণা দয়াবান।

৩-ছাত্র মানে আবেগ দ্ধারা নিয়ন্ত্রিত।
উস্তাদ মানে যার কাছে আবেগ পরাভুত।

৪- ছাত্র মানে স্বপ্ন দেখা।
উস্তাদ মানে স্বপ্ন জাগিয়ে দেয়া।

আল্লাহ আমাদের তরুণ আলেমদের সমাজের দর্পন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠার তাওফিক দিন।

~আমাদের সিলেটের গর্ব,অহংকার মুহতারাম Shah Momshad Ahmed হাফি.

16/04/2025

আলহামদুলিল্লাহ,
খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট'র ১৪৪৬-৪৭ হিজরী মুতাবেক ২০২৫-২৬ ঈসায়ী শিক্ষাবর্ষের ইফতিতাহি দরস সম্পন্ন হয়েছে।
আজ থেকেই পুরোদমে মাদরাসার দরস তাদরীসের বরকতময় আমল শুরু হচ্ছে।

রাব্বে কারীম যেনো ছাত্র-উস্তায সবাইকে ইখলাসের সাথে মেহনত করার তাওফিক দান করুন।মাদরাসাকে মানযিলে মাকসূদে পৌঁছার তাওফিক দিন। আমীন।

08/04/2025

ভর্তি বিজ্ঞপ্তি
____________

খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট
-------------------------------------
আলহামদুলিল্লাহ!
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খিলপাড়া মুজাহিরুল উলূম মাদ্রাসায় ৯ শাওয়াল ৮ এপ্রিল রোজ মঙ্গলবার থেকে নতুন শিক্ষা বর্ষে (১৪৪৬/১৪৪৭ হিজরী /২০২৫-২০২৬ ইং: সনে) ভর্তি চলছে।

* যে সব বিভাগে ভর্তি কার্যক্রম চলছে |

কিতাব বিভাগঃ
""""""""""""""""""
ইবতেদায়ি ৪র্থ শ্রেণি থেকে সানাবিয়্যাহ আম্মাহ ২য়(কাফিয়া জামাত) পর্যন্ত।
অত্র বিভাগ পরহেজগার,দক্ষ,অভিজ্ঞ মুদাররিসগণের পাঠ দানের মাধ্যমে সুচারুরূপে পরিচালিত |

হিফয বিভাগঃ
"""'''''''""""'''''''''''''''''''''''
খুসুসী নাযেরা বিভাগ থেকে হিফয তাকমীল পর্যন্ত।
বিভাগটি হুফফাযের দুইজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।

নুরানী বিভাগঃ
"""""''''""""""''''''''''''''''''
শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত কমপ্লেট নুরানি কোর্স, যা অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত|

*ভর্তির নিয়মাবলী *
-----------------------------
★আবাসিক ছাত্রদের নিজস্ব আসবাবপত্র ।
★ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ।
★জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
★বিগত বার্ষিক পরীক্ষার ফলাফল।

* মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ
_____________

★ নিজস্ব ক্যাম্পাস চার দেওয়ালের ভিতরে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্হা |
★ আবাসিক ছাত্রদের মানসম্মত খাবার পরিবেশন ।
★মেধাবী,এতিম ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ ছাড়|
★তা'লীমের পাশাপাশি তরবিয়তের ব্যবস্হা|
★একটি নির্ধারিত ও সুপরিকল্পিত ২৪ ঘন্টা আবাসিক রুটিনের মাধ্যমে আবাসিক ছাত্রদের তত্ত্বাবধান।
★বক্তৃতা প্রশিক্ষণের সুষ্টু ব্যবস্থাপনা ও প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের মেধা ও মননের উৎকর্ষ সাধন।

আহবানেঃ
------------------------
মাওলানা নাজমুল ইসলাম (গোয়াশপুরী)
ভারপ্রাপ্ত মুহতামিম অত্র মাদরাসা।

যোগাযোগেঃ-
মাওলানা নূরুল ইসলাম তোয়াকুলি
নাজিমে তা'লিমাত অত্র মাদ্রাসা।
মোবাইল -০১৭১৯-২৩৬৭৩১

18/12/2024

হযরত মাওলানা আব্দুর রহিম জিহাদী রহ. সাহেবের জানাযার নামায।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...!😥নক্ষত্রের বিদায় সিলেটের সুনামধন্য আলেমমাওলানা আব্দুর রহিম জিহাদী সাহেব মানিকোনী...
17/12/2024

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...!😥
নক্ষত্রের বিদায় সিলেটের সুনামধন্য আলেম
মাওলানা আব্দুর রহিম জিহাদী সাহেব মানিকোনী হুজুর আল্লাহ তায়া’লার ডাকে সাড়া দিয়েছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...!
আল্লাহ তায়া’লা তার বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করতা (আমিন🤲)...!😥

Address

Fenchugonj
Sylhet
3116

Website

Alerts

Be the first to know and let us send you an email when খিলপাড়া মুজাহিরুল উলুম মাদরাসা,ফেঞ্চুগঞ্জ,সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share