16/04/2025
কওমী মাদরাসার নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে-
অনেক তরুণ আলেমের শিক্ষকতা জীবন ও শুরু হচ্ছে-
নবীন শিক্ষক ভাইদের প্রতি কয়েকটি পরামর্শ-
১-ছাত্রদের বদদোয়া নয়,দোয়া দিতে চেষ্টা করা।
দোয়া ও শ্রম দিয়ে ইনসানে কামিল গঠন করাই আদর্শ উস্তাদের কাজ,বদদোয়া দিয়ে জীবন নষ্ট করা নয়।
২-কোন একজন ছাত্র নির্দেশ অমান্য করেছে-
তোমার মনে কষ্ট দিয়েছে?
প্রিয় নবীজির (স:)এর ছাত্রত্ব গ্রহণকারী হযরত ওয়াহশি রা; থেকে তো তোমাকে বেশি কষ্ট দেয়নি?
যিনি প্রিয় নবীর চাচাকে হত্যা করেছিলেন,রাসুলুল্লাহ (স:) তাঁকে ক্ষমা করে দিয়েছেন।
পরবর্তীতে হযরত ওয়াহশির হাতেই মিথ্যা নবির দাবীদার মুসায়লামা কাযযাব নিহত হয়।
ছাত্রকে ক্ষমা কর,তোমার দৃষ্টিতে বেয়াদব!
এমন ছাত্র দ্ধারাই ইসলামের বিশাল খেদমত হবে,তুমি ভাবতে ও পারবেনা?
৩-ছাত্রদের শাসন করা একজন শিক্ষকের অধিকার,
অপমান করা নয়।অপমানিত হয়ে,অনেক ছাত্রের জীবন নষ্ট হয়,প্রত্যেক শিক্ষকের সতর্কতা জরুরী।
৪-- ছাত্র জমানার কথা স্মরণ রাখুন।
যে শিক্ষকের আচরণ তোমার কাছে আদর্শ মনে হত,তাঁকে অনুসরণ করুন।
৫-- ছাত্রের উপর উস্তাদের হক নিয়ে ভাবুন।
শুধু ছাত্রের হক নিয়ে ভাববেন না।
মনে রাখা উচিত,ছাত্র যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, তার জীবন হালাক হয়,আর উস্তাদ যদি ছাত্রের জীবন ধ্বংসের দায়ী হয়,উস্তাদের সন্তানের জীবন ধ্বংস হয়।
৬- ছাত্রদের মারধর ব্যতিরেকে শাসন করুন,অপমান নয়।
৭- শিক্ষকতা মিন ওজহিন ইবাদত,মিন ওয়াজহিন
মুয়ামেলা।বিষয়টি নিয়ে ভাবুন।
৮-নির্ধারিত ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে আলোচনা সমাপ্ত করুন। এর পর যত ভালো আলোচনাই হোক
ছাত্রদের মনোযোগ থাকেনা।
৯-- ছাত্রদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করুন।
কিন্তু বন্ধু বানাবেন না।
১০- কোন ছাত্রকে নিরুৎসাহিত করবেন না,সর্বোচ্চ উৎসাহ দিন।
১১-নীচের বাক্যগুলো স্মরণ রাখুন।
১-ছাত্র মানে ভুলে ভড়া অভিধান।
উস্তাদমানে দরদমাখা সমাধান।
২-ছাত্র মানে ছটফট মানঅভিমান।
উস্তাদ মানে করুণা দয়াবান।
৩-ছাত্র মানে আবেগ দ্ধারা নিয়ন্ত্রিত।
উস্তাদ মানে যার কাছে আবেগ পরাভুত।
৪- ছাত্র মানে স্বপ্ন দেখা।
উস্তাদ মানে স্বপ্ন জাগিয়ে দেয়া।
আল্লাহ আমাদের তরুণ আলেমদের সমাজের দর্পন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠার তাওফিক দিন।
~আমাদের সিলেটের গর্ব,অহংকার মুহতারাম Shah Momshad Ahmed হাফি.