29/05/2025
চব্বিশের বন্যার ভয়াবহতায় ফেনী-কুমিল্লার মানুষ এখনো ট্রমায় আছে। এরই মধ্যে 'ফেনীতে ২০২৪ সালের আগস্টের মতো ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি হতে পারে' এমন তথ্য দিয়ে ফেসবুকভিত্তিক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের দেওয়া ফেসবুক পোস্টের পর ফেনীর ঘরে ঘরে আতঙ্কের কান্না শুরু হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ, ফেনীর বিষয়টিকে সিরিয়াস কনসার্ন হিসেবে নিন। জুলাইয়ের পরপর আপনাদেরকে ব্যর্থ করতে ফেনীর মানুষের উপর এই ভয়াবহ বন্যা চাপিয়ে দিয়েছিলো ভারত। মনে রাখবেন, সেই একই রাষ্ট্রটি এইমুহুর্তে যেকোনোমূল্যে ড. ইউনুসকে সরাতে চায়। আর, ক্ষমতার মোহে থাকা এদেশের একটি বিশেষ ভারতপ্রেমী দল তো এই প্রশ্নে ভারতের সাথে আছেই!