Olik Manush

Olik Manush "অলীক মানুষ" ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।
Our Youtube Chennel ▶ www.youtube.com/OlikManush

আশাভরা মানুষ কখনো পুরোটা হারিয়ে যায় না। সে প্রতিবার ভাঙে, আবার আল্লাহ ভরসা বলে নিজেই নিজেকে দাঁড় করায়। #আশা_হারায়_না #আল...
15/04/2025

আশাভরা মানুষ কখনো পুরোটা হারিয়ে যায় না। সে প্রতিবার ভাঙে, আবার আল্লাহ ভরসা বলে নিজেই নিজেকে দাঁড় করায়।

#আশা_হারায়_না
#আল্লাহ_ভরসা
#ভাঙাগড়ার_গল্প




#ভেতরের_যুদ্ধ

#আলোর_দিকেই

26/10/2024

কষ্টের মুহূর্তে, যখন আমরা কিছু বলতে পারি না, তখনই আমাদের আসল অনুভূতিগুলো প্রকাশ পায়।

অশ্রু এবং নিঃশব্দ কান্না আমাদের হৃদয়ের গভীর বেদনার প্রতিফলন।
আমরা বুঝতে পারি, কিছু অনুভূতি এত গভীর যে সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।এই জড়োসড়ো অনুভূতিগুলোই আমাদের সত্যিকার পরিচয় প্রকাশ করে।

আমরা হয়তো মুখে কিছু বলি না, কিন্তু আমাদের চোখ, শরীর, এবং নিঃশ্বাসও আমাদের কথাগুলো বলে দেয়।
কষ্টের এই মুহূর্তগুলো আমাদেরকে গড়ে তোলে।
যখন সবকিছু চাপা দিয়ে রাখি, তখন সত্যিকার শক্তি জন্ম নেয়,
আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে।

20/10/2024

মধ্যবিত্ত হওয়া মানে সংগ্রামের মাঝে দাঁড়িয়ে থাকা।
আমরা স্বপ্ন দেখি—শিক্ষার উচ্চতায় পৌঁছানো, উন্নতির সিঁড়ি বেয়ে ওঠা, এবং আমাদের পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।

কিন্তু মাঝে মাঝে, পরিস্থিতি আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না, কারণ আর্থিক সীমাবদ্ধতা আমাদের বাঁধাগ্রস্ত করে। তবুও, আমাদের বিশ্বাস থাকে যে প্রতিটি কষ্টের পেছনে আছে একটি শিক্ষা, এবং সেই শিক্ষাই আমাদের পরবর্তী পদক্ষেপে সাহায্য করবে।

আল্লাহ আমাদের সহায়ক, এবং তিনি আমাদের প্রতিটি কঠিন সময়ে সাহস দান করেন। তাই আসুন, আমরা আল্লাহর উপর ভরসা রেখে নিজের শক্তি ও সম্ভাবনাকে চিনতে শিখি এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করি।

22/09/2024

‘দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রপ্তানি করা হবে।’ গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন। তবে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

02/06/2024

শত শত দোয়া কবুলের ভিড়ে একদিন
আমার আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে।
ইন শা আল্লাহ🤲

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Olik Manush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Olik Manush:

Share

Category