Flashout BY Dia

Flashout BY Dia Pretty Chic has transformed into FLASHOUT\_BY\_DIA. Stay tuned☘️

12/10/2025

Ramen-venture!

Missed the mela vibe, but found joy in street bites 😋🤌
11/10/2025

Missed the mela vibe, but found joy in street bites 😋🤌

“5332 memories since 2021 — and now Snapchat says my cloud is full 😩💭এত পরিমাপ করে কি মেমোরি রাখা যায় 🙂 💔
11/10/2025

“5332 memories since 2021 — and now Snapchat says my cloud is full 😩💭
এত পরিমাপ করে কি মেমোরি রাখা যায় 🙂 💔

10/10/2025

"মেলার Entry ও Exit পয়েন্টসহ পুরো ব্যবস্থাপনাই ভীষণ নড়বড়ে ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা চোখে পড়ার মতো—সিকিউরিটি থেকে শুরু করে টিকেট বিক্রেতা পর্যন্ত কেউই পরিস্থিতির গুরুত্ব বুঝে পদক্ষেপ নেয়নি।
মানুষের এমন ভিড়, এমন বিশৃঙ্খলার মাঝেও টিকেট বিক্রি চলছিল অবিরত।
বিশেষ করে মেয়েদের নিরাপত্তার বিষয়টা একবার ভেবে দেখলেও হয়তো অনেকেই ভেতরে যেতেন না। সত্যি বলতে, দৃশ্যটা ছিল ভয়ংকর আর হতাশাজনক।"

08/10/2025

Finally🤩❤️

“সুখ খুঁজছেন?সুখ বাইরে কোথাও নয়।এটি মনের গভীরেই লুকানো।মনকে শান্ত ও স্থির করতে শিখুন,তাহলেই বুঝবেন—সুখ তো সবসময় আপনার ...
30/09/2025

“সুখ খুঁজছেন?
সুখ বাইরে কোথাও নয়।
এটি মনের গভীরেই লুকানো।
মনকে শান্ত ও স্থির করতে শিখুন,
তাহলেই বুঝবেন—
সুখ তো সবসময় আপনার ভেতরেই ছিল।” “Now I truly believe—unless you recognize your own mind and make peace with it, lasting happiness will always stay out of reach.” 👍

29/09/2025

21/09/2025

“Before productivity even begins… let me just sink in my chai 😮‍💨☕”

18/09/2025

শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়!
আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি—শিক্ষা আমাদের মানুষ বানায়। কিন্তু দুঃখজনকভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন তার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে।

মানবিক মানুষ তৈরির প্রতিশ্রুতি থাকলেও এখন শিক্ষা যেন মানুষকে মেশিনে পরিণত করার প্রতিযোগিতায় নেমেছে। এর পেছনে একদিকে যেমন অভিভাবকদের চাপ, তেমনি অন্যদিকে তথাকথিত নামী প্রতিষ্ঠানের GPA-5 আসক্তি দায়ী।

আজমানের মায়ের সেই মর্মস্পর্শী উক্তি মনে পড়ে যায়—
“বইগুলো সব স্কলার্স হোমে ছুড়ে ফেলে আসো, আমি বই চাই না, আমি আমার ছেলেকে চাই।”

এমন নিষ্ঠুর শিক্ষা থেকে নিরক্ষর সন্তান বাবা-মায়ের বুকে থাকাই ছিল শ্রেয়।এমন শিক্ষা কোনো আলোর পথ নয়, এ এক অন্ধকারের কারাগার।

শিক্ষা বই নয়, মানুষ গড়ার!
GPA–৫ নয়, শিশুর হাসি চাই।
স্কলার্স হোম নয়, বাবা-মায়ের কাছে ফিরে আসুক সন্তান।

👉 আমরা তীব্র নিন্দা জানাই এই অমানবিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে—আমরা আসলেই কোন পথে এগোচ্ছি?

Address

Uposhohor
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flashout BY Dia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flashout BY Dia:

Share