Unique voice

Unique voice আমি এক এ্যাম্বুলেন্স—
অসংখ্য স্বপ্নের ডেড বডি নিয়ে ক্রমাগত ছুটে যাচ্ছি মৃত্যুর দিকে।
(6)

ইন্টেরিম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বাইশটা বোয়িং বিমান কিনেছিলো , ঐটা মূলত করা হয়েছে আমাদের রেডিমেড গার্মেন্টসের বাজার...
02/09/2025

ইন্টেরিম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বাইশটা বোয়িং বিমান কিনেছিলো , ঐটা মূলত করা হয়েছে আমাদের রেডিমেড গার্মেন্টসের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে টিকিয়ে রাখার জন্য ।

এই রেডিমেড গার্মেন্টস টিকে আছে কাদের হাত ধরে?

পোশাক শ্রমিকদের ।

কিন্তু ওদেরই সাথেই বারবার এতো অমানবিক আচরণ কেনো যখন আপনি ওদের নিয়াই এডভান্টেজ নিতে দেশের অনেক বড় ঝুঁকি নিলেন ।

একদিনের শ্রমিক আন্দোলন মানে কোটি টাকা নষ্ট হওয়া । একদিন গার্মেন্টস বন্ধ থাকা মানে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়া ।

এসব হিসেবে নেই? তাহলে আপনি আদতে করতেছেনটা কি?

‎ইউনুস সরকার আসার পর যৌ*নকর্মীরা শ্রমিক হিসেবে মর্যাদা পাওয়ার কথা উঠছে, কিন্তু পোশাক শ্রমিকদেরই শ্রমিক হিসেবেও কাউন্ট করা হয় নি ।

‎যাদের হাত ধইরা মূলত দেশের অর্থনীতির চাকা ঘোরে।

‎ওরা যে শ্রমিক, তাদের সাথে এই ন্যূনতম মানবিক আচরণও করা হয় নি ।

‎গত ঈদে বেতন ভাতা আটকাইয়া রাখছে । রমজানে রাস্তায় শুয়ে বসে আন্দোলন করছে । ‎সেনাবাহিনীর মা*ইর খাইছে । গু*লি খাইয়া একজন ম*রছেও ।

‎তারপর কি হইলো?

‎ঈদে যে ওদের বেতন ভাতা দেওয়া হয়েছে বলে নিউজ ছড়ানো হইছিলো, সেটাও ভাঁওতাবাজি ছিলো।

তিনভাগের এক ভাগ বেতন দিয়া ওদের মুখ বন্ধ করতে বাধ্য করছিলো ।

‎ইন্টেরিমের সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এ কারচুপি করেছিলেন মালিক পক্ষের সাথে ।

‎মালিক পক্ষ বন্ধু বান্ধব হইয়া গেলে , প্রেশার ক্রিয়েট করা একটু ঝামেলার ব্যাপার বৈ কি!

‎তারচেয়ে সেনা নামাইয়া রাস্তায় গু***লি করে শ্রমিক মা***রা সহজ।

‎দেশ পরিবর্তনের স্বপ্ন সবাই দেখছে । গার্মেন্টস কর্মীরা দেখে নাই?

‎"গার্মেন্টস শ্রমিক সংহতির " তথ্য মতে জুলাই আন্দোলনে মা*রা গেছে অন্তত ২৫-২৬ জন ।

‎যে নুন আনতে পান্তা ফুরোয় , যে পরিবারের একমাত্র খুঁটি হইয়া দাঁড়াইয়া ছিলো, ও কিসের স্বপ্ন দেইখা দেশ বদলাইতে চাইছিলো ?

‎সেনাবাহিনীর গু**লি খাইয়া রাস্তায় কু*ত্তার মতো ম*ইরা পইড়া থাকতে ?

‎কিছুদিন আগে মানুষ একটা হাইপ তুলছিলো, ইউনুস সরকারে আমরা আরও ৫ বছর দেখতে চাই।

‎একটা প্রশ্ন — এটা আমার কৌতূহল ,

‎আপনাদের এই হাইপের ভীড়ে একজন শ্রমিকও কি একবার ও "মনে মনে হলেও বলেছিলো "

—ইউনুস সরকারকে আরও পাঁচ বছরের জন্য দেখতে চাই!

‎মনে মনে বলার কথা বলছি এই কারণেই কারণ ওদের মুখ ফুটে বলা আমরা থোঁড়াই কেয়ার করি।

‎আপনারা যারা পথে পথে ভিডিও বানান , কন্টেন্ট ক্রিয়েটর , গিয়ে প্রশ্ন করেন , কতজন চেয়েছে?

‎কতজন আশা নিয়া বইসা আছিলো দেশ বদলাইলে কপাল বদলাইবো , কিন্তু তারাই ঘরে ফিরে গেছে সহকর্মীর লা**শ আর পিঠে মাই*রের দাগ আর ভা*ঙা বুক নিয়ে ।


‎আমার মনে হয় আজকাল ওরাও বোধহয় শেষমেষ কার্ল মার্কসের শ্রেণী শোষণের এই তত্ত্ব মেনে নিয়েছে , নিজেের এই নিয়তি মেনেই নিয়েছে , যেই আসুক ক্ষমতার মসনদে , গু*লি ওদের বুক ছিঁড়ে এফোঁড়ওফোঁড় হয়ে রক্ত ছড়াইলেই এলিট শ্রেণীর পেট ভর্তি হবে...

কারণ ক্ষমতার সিংহাসনে আমরা যাদের মানুষ ভাবি তারা সবাই মূলত —

জোঁক।

27/07/2025

চাঁদার মাঠে নতুন খেলোয়াড়!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share