দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা

দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা, Digital creator, Sylhet.

আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদ্রাসায় আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠুক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। 📝

📜ইলম, আমল ও আধূনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 🏫

03/11/2025

সাক্ষাতের প্রথমে সালাম দেওয়ার পরে আমরা মুসাফাহা করি.
আজকে বাচ্চাদের শিক্ষা দেওয়া হলো কিভাবে মুসাফাহা করতে হয় এবং মূসাফা করার দোয়া কি.? ও মসজিদে প্রবেশের সময় কোন পা আগে দিতে হয় এবং দোয়া কি পড়তে হয়.?
ক্লাস নিচ্ছেন Md Robiul Islam Suhel স্যার

21/10/2025

সোনামনিদের নিয়ে মাসনূন দোয়ার ক্লাস নিচ্ছেন Santir Alo মাওলানা নূরুল ইসলাম আপন সাহেব।
আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই দোয়া শেখানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আল্লাহ তাআলা এ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সোনামনিদের দীনের সঠিক পথে পরিচালিত করুন।

দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসার তালিবুল ইলম ।💚
11/10/2025

দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসার তালিবুল ইলম ।💚

08/10/2025

বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা
আমরা আমাদের বাচ্চাদের প্রতিভা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে উৎসাহিত করি।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশ ...
03/10/2025

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক Juwel Ahmed কে দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উনার মূল্যবান সময়, সহযোগিতা ও লেখনির মাধ্যমে আমাদের আয়োজনের বার্তা আরো মানুষের কাছে পৌঁছেছে—এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
আল্লাহ যেনো তাকে উত্তম প্রতিদান দান করেন এবং কলমে বরকত দান করেন।

"The Scholars' Zone" এর প্রতিষ্ঠাতা Muhammad Olí তিনি আমাদের দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা  প্রতিটি উদ্যোগ...
03/10/2025

"The Scholars' Zone" এর প্রতিষ্ঠাতা Muhammad Olí
তিনি আমাদের দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা প্রতিটি উদ্যোগে অনুপ্রেরণার উৎস হিসেবে পাশে থাকেন।

উনার দিকনির্দেশনা, উৎসাহ ও আন্তরিক পরামর্শ আমাদের মাদরাসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমরা উনার প্রতি কৃতজ্ঞ এবং দোয়া করি, আল্লাহ তাআলা তার জ্ঞান ও হিকমাহ আরও বৃদ্ধি করুন এবং নেক হায়াত দান করুন।

শেরপুরের সম্মানিত সাংবাদিক বৃন্দের মধ্যে অন্যতম হলেন Muhammad Ahiya স্যার তিনি আমাদের দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডে...
02/10/2025

শেরপুরের সম্মানিত সাংবাদিক বৃন্দের মধ্যে অন্যতম হলেন Muhammad Ahiya স্যার
তিনি আমাদের দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা যেকোনো আয়োজনে সবসময় যুক্তি, পরামর্শ ও উপস্থিতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।

উনার আন্তরিক সহযোগিতা ও সৎ পরামর্শ আমাদের প্রতিটি আয়োজনে সৌন্দর্য ও শৃঙ্খলা এনে দেয়।
আমরা উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করি—
আল্লাহ তাআলা উনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও আরও বারাকাহ দান করুন।

আজকের এই সুন্দর ও সফল অনুষ্ঠানের পেছনে যিনি নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন,  তিনি হলেন মুফতি Oli Bin Kasem ওলিউর...
02/10/2025

আজকের এই সুন্দর ও সফল অনুষ্ঠানের পেছনে যিনি নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন,
তিনি হলেন মুফতি Oli Bin Kasem ওলিউর রহমান সাহেব।

আমরা উনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা উনার ইলমে আরও বরকত দান করুন, তাঁকে নেক হায়াত ও উত্তম প্রতিদান দান করুন।

আলহামদুলিল্লাহ্,দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে  ...
02/10/2025

আলহামদুলিল্লাহ্,দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা কর্তৃক আয়োজিত
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত কুইজ প্রতিযোগিতা ২৫ ইং- ও দারুল আজহার মক্তব শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সফলভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে

সভাপতিত্ব করেন:হাজী মঈনউদ্দীন সাহেব
প্রতিষ্ঠাতা ও পরিচালক – দারুল আজহার লতিফিয়া সিদ্দিকিয়া মডেল মাদরাসা

প্রধান অতিথি ছিলেন:
জনাব এম এ জলিল সাহেব
অধ্যক্ষ – মুকিমপুর রাশিদিয়া সিনিয়র মাদরাসা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, সামাজিক বিশিষ্টজন ও সাংবাদিকবৃন্দ।

কুইজ প্রতিযোগিতায় মোট ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
১ম থেকে ১৩তম স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও, দারুল আজহার মক্তব শিক্ষা কোর্সের বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

আমরা প্রত্যাশা করি, প্রতি বছর রাসূল (সা.)-এর সীরাত নিয়ে এমন আয়োজন করতে পারি।
আল্লাহ পাক আমাদের এ প্রচেষ্টা কবুল করুন এবং তৌফিক দান করুন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share