
26/09/2024
নাম: মোহাম্মদ মুমিন আহমদ,
বাড়ি: সিলেট,বিয়ানীবাজার,
৫নং কুড়ার বাজার ইউনিয়ন,বৈরাগী বাজার।
গ্রাম খশির নাম নগর।
কিছু দিন আগে লিবিয়া থেকে গেইম দিতে গিয়ে সাগরে ধরা খেয়ে প্রায় দেড় মাসের মত জেলে ছিলো,
এই তো কিছুদিন আগে বের হয়েছে,
মনে মনে ভাবছিল কাজ করে মানুষের পাওনা টাকা ফেরত দিবে।
কে জানতো,একটা লোক কাজ দিবে বলে বাসা থেকে বের করে নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে,
যতটুকু শুনেছি
২০লাখ টাকা মত দাবি করতেছে মাফিয়ারা।
সবাই দোয়া করবেন এই ভাইটির জন্য
আল্লাহ যেন হেফাজতে রাখেন,🤲🤲
মাফিয়ারা দাবি করছে ২০ লাখ টাকা।
কিন্তু এই মানুষ টার পরিবারের কাছে এখন বিশ হাজার টাকা দেয়ার মত সাধ্য নাই এবং এক সাথে এতগুলো টাকা জোগাড় করা তাদের পক্ষে একেবারে অসম্ভব তাই এ লোকটির জন্য আপনারা যে যেখান থেকে পারেন একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন, দয়া করে।
🙏যার যার সাধ্যমত ।
এই নাম্বারটা হল তাদের পরিবারের বিকাশ নাম্বার আপনারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু আছে এমনকি আপনারা এই নাম্বারে বিকাশ করতে পারেন_01843730300 বিকাশ আইডি নাম MD: NASIR UDDIN ।।