Light For Qalb

Light For Qalb The Best of Creations Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. "Welcome —To,,
Light For Qalb"

11/07/2025

ভালোবাসার চেয়ে “ভালোবাসি” বলা অনেক সহজ। এ কারণেই তো পৃথিবীতে প্রতিদিন অযথা এই শব্দের এত অপব্যবহার হয়। মানুষ বুঝতে চায় না,

ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা প্রমাণে বেঁচে থাকে। কথা দিয়ে নয়, আচরণ আর নিঃস্বার্থ সঙ্গ দিয়েই বোঝা যায় কে সত্যিই ভালোবাসে আর কে শুধু “ভালোবাসি” বলে চলে যায়।

ভালোবাসা কখনো শব্দে সীমাবদ্ধ থাকে না, সে প্রকাশ পায় নিরবে কাঁধে হাত রাখায়, দূর থেকেও পাশে থাকার অনুভূতিতে। তাই ভালোবাসো, কিন্তু শুধু বলার জন্য নয়, অনুভব করার মতো করে।

কথা(;
Light For Qalb
❤️

ইনশাআল্লাহ।❤️
11/07/2025

ইনশাআল্লাহ।❤️

তবে,আপনার জন্য ঠিকই অপেক্ষা করি!🥹❤️
11/07/2025

তবে,আপনার জন্য ঠিকই অপেক্ষা করি!🥹❤️

হ্যাঁ!❤️
10/07/2025

হ্যাঁ!❤️

প্রিয়তমা, সারাজীবন পাশে থাকুন,যেমন হৃদয় থাকে বুকে।❤️
10/07/2025

প্রিয়তমা, সারাজীবন পাশে থাকুন,যেমন হৃদয় থাকে বুকে।❤️

তুমি চাঁদের মতো কখনো পুরনো হও না আমার কাছে।🌙
10/07/2025

তুমি চাঁদের মতো কখনো পুরনো হও না আমার কাছে।🌙

10/07/2025

আপনি বোধহয় রূপকথার গল্প থেকেও বেশি মায়াবি আর বেশি সুন্দর। কারণ রূপকথা তো কেবল কল্পনা, যা কখনো ছোঁয়া যায় না।

কিন্তু আপনি তো আমার জীবনের সবচেয়ে দামী আর সবচেয়ে সুন্দর সত্য, যাকে আমি চোখে দেখি, মনে অনুভব করি, আর প্রাণ দিয়ে ভালোবাসি।

কথা(;
Light For Qalb
❤️

10/07/2025

সাবধান!!
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা,
তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।

09/07/2025

শুদ্ধতম পুরুষের ভালোবাসা ঠিক বেলী ফুলের ঘ্রাণের মতোই স্বচ্ছ, পবিত্র, কোমল আর সুভাসিত। যা কখনো জোর করে চাওয়া যায় না, বরং নিঃশব্দে প্রাণ ভরে অনুভব করতে হয়।

এই ভালোবাসায় থাকে না কোনো অহংকার, থাকে শুধু মমতা আর প্রগাঢ় নিরাপত্তা। ঠিক যেমন বেলীর মৃদু সুবাস চারপাশের বাতাসকে আপন করে নেয়, তেমনি তার ভালোবাসা হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ে নীরবে, নিঃশর্তভাবে।

কথা(;
Light For Qalb
❤️

প্রিয়তমা, আমাকে ফুলের মতো ভালোবাসিয়েন ❤
09/07/2025

প্রিয়তমা, আমাকে ফুলের মতো ভালোবাসিয়েন ❤

তুমি আমার চোখের শান্তি💙
09/07/2025

তুমি আমার চোখের শান্তি💙

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light For Qalb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share