11/07/2025
ভালোবাসার চেয়ে “ভালোবাসি” বলা অনেক সহজ। এ কারণেই তো পৃথিবীতে প্রতিদিন অযথা এই শব্দের এত অপব্যবহার হয়। মানুষ বুঝতে চায় না,
ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা প্রমাণে বেঁচে থাকে। কথা দিয়ে নয়, আচরণ আর নিঃস্বার্থ সঙ্গ দিয়েই বোঝা যায় কে সত্যিই ভালোবাসে আর কে শুধু “ভালোবাসি” বলে চলে যায়।
ভালোবাসা কখনো শব্দে সীমাবদ্ধ থাকে না, সে প্রকাশ পায় নিরবে কাঁধে হাত রাখায়, দূর থেকেও পাশে থাকার অনুভূতিতে। তাই ভালোবাসো, কিন্তু শুধু বলার জন্য নয়, অনুভব করার মতো করে।
কথা(;
Light For Qalb
❤️