28/10/2025
আপনি কি সত্যিই আমায় ভুলে গেছেন? আমি কিন্তু পারিনি, এই নশ্বর দুনিয়ার কোটি মানুষের ভিড়েও, আপনার সেই মায়াময় উপস্থিতি আজও আমার মনের আঙিনায় ঘুরে বেড়ায়।
আপনাকে মনে পড়ে, কখনো বিনা কারণে, কখনো কোনো বিশেষ স্মৃতির ছোঁয়ায়। মনে পড়ে কথা, এমনকি আপনার নীরবতাও। আপনি এসেছিলেন হঠাৎ, এক ধমকা হাওয়ার মতো, সবকিছু এলোমেলো করে দিয়েছিলেন, তারপর হঠাৎ করেই হারিয়ে গেলেন।
কিন্তু জানেন?
আপনার সেই চলে যাওয়া আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ আপনি কেবল এক মুহূর্তের মানুষ নন, আপনি হয়ে গেছেন আমার মনের গভীরতম কোণে লুকানো এক নাম, এক অনুভূতি, যা আমি চাইলেও মুছে ফেলতে পারি না।
ইচ্ছে করে আপনাকে বলি, রয়ে যান না, আমার এই হৃদয়ের অন্তহীন গ্রহরে, আমার নিশ্বাসের ভেতরে, আমার দোয়ায়, আমার নিঃশব্দ কান্নায়। থেকে যান নাবদুল ক্বলবি হয়ে, যত দিন হৃদয় ধুকপুক করবে, ততদিন আপনি আমার ভেতরেই থাকবেন চিরজীবন।💔