29/07/2025
ক্বলবি,
আমারে শুধু আপনার কাছেই রেখে দিন, ঠিক সেইভাবে, যেভাবে কেউ ভালোবাসায় বাঁধা পড়ে যায়, যেভাবে কারো হৃদয়ে বাসা বাঁধলে
আর ফিরে যেতে মন চায় না, একটুকরো প্রশান্তি হয়ে,এক ফালি বিশ্বাস হয়ে আপনারই মানুষ হয়ে থাকতে চাই আজীবন।