Somir Computer & Organic

Somir Computer & Organic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Somir Computer & Organic, Digital creator, Sylhet.

সকল ধরনের সরকারী চাকুরী, স্কুল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি, ফলাফল, সরকারী গেজেট প্রজ্ঞাপন ও পে-স্কেল ইত্যাদি অথেনটিক ভাবে বিশ্বস্ততার সহিত প্রকাশ ও সহযোগিতা করা হয়। এ সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন ও অন্যদের সাথে শেয়ার করুন।

30/11/2025

বাংলাদেশের ৬৬ ব্যাংকের কোনটা কোন ক্যাটাগরির 🔥
✅ ৬টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সরকারি)
1. Sonali Bank
2. Janata Bank
3. Agrani Bank
4. Rupali Bank
5. BASIC Bank
6. Bangladesh Development Bank-BDBL

✅ ৩টা বিশেষায়িত ব্যাংক (সরকারি)
1. Bangladesh Krishi Bank-BKB
2. Rajshahi Krishi Unnayan Bank-RAKUB
3. Prabasi Kallyan Bank-PKB

✅ ৩৩টা প্রচলিত (সুদ ভিত্তিক) বেসরকারি ব্যাংক
1. AB
2. Bank Asia
3. Bangladesh Commerce Bank
4. Bengal Commercial Bank
5. BRAC
6. Citizens Bank
7. Community Bank
8. Dhaka Bank
9. Dutch Bangla Bank
10. Eastern Bank
11. IFIC Bank
12. Jamuna Bank
13. Midland Bank
14. Madhumati Bank
15. Mercantile Bank
16. Meghna Bank
17. Mutual Trust
18. National Bank
19. NCC Bank
20. NRB Bank
21. NRB Commercial Bank
22. One Bank
23. Padma Bank
24. Premier Bank
25. Prime Bank
26. Pubali Bank
27. South Bangla Agriculture & Commerce Bank
28. Shimanto Bank
29. Southeash Bank
30. The City Bank
31. Trust Bank
32. United Commercial Bank
33. Uttara Bank

✅ ১০টা ইসলামি শরীয়াহ ভিত্তিক বেসরকারি ব্যাংক
1. Al-Arafah Islami Bank
2. EXIM Bank
3. First Security Islami Bank
4. Global Islami Bank
5. ICB Islamic Bank
6. Islami Bank Bangladesh Ltd
7. Social Islami Bank
8. Shahjalal Islami Bank
9. Standard Bank
10. Union Bank
(Exim, First Security, Global Islami, Social Islami & Union - এই ৫টা মার্জার এর আওতায় নতুন ব্যাংক গঠিত হচ্ছে)

✅ ৯টা বিদেশি মালিকানার ব্যাংক
1. Al-Falah
2. Citi N.A.
3. Commercial Bank of Ceylon
4. Habib Bank
5. HSBC
6. National Bank of Pakistan
7. State Bank of India
8. Standard Chartered
9. Woori Bank

✅ ৫টা অ-তালিকাভুক্ত ব্যাংক
1. Ansar VDP Unnayan Bank,
2. Karmashangosthan Bank,
3. Grameen Bank,
4. Jubilee Bank,
5. Palli Sanchay Bank

✅ এই ৬৬ ব্যাংকের বাইরে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন কোন ব্যাংক নেই 🤷‍♂️

29/11/2025
দুদক এর নিয়োগ
28/11/2025

দুদক এর নিয়োগ

অর্থনৈতিক সমীক্ষা -২০২৫
28/11/2025

অর্থনৈতিক সমীক্ষা -২০২৫

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের গ্রেড উন্নীতকরণ
28/11/2025

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের গ্রেড উন্নীতকরণ

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩৩৭ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (bncc) এ নিয়োগ বিজ্ঞপ...
28/11/2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
৩৭ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (bncc) এ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শুরুঃ ১ ডিসেম্বর ২০২৫

ভারতীয় হাইকমিশন সিলেটে নিয়োগ
28/11/2025

ভারতীয় হাইকমিশন সিলেটে নিয়োগ

আজ থেকে আবেদন শুরু..... নিয়োগ বিজ্ঞপ্তি....পদের নাম : সাহায্যকারীপদ সংখ্যা : ১৫৯৬ টিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবেদন ...
27/11/2025

আজ থেকে আবেদন শুরু.....
নিয়োগ বিজ্ঞপ্তি....
পদের নাম : সাহায্যকারী
পদ সংখ্যা : ১৫৯৬ টি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
আবেদন প্রক্রিয়া : অনলাইন
আবেদন শুরু : ২৪ নভেম্বর ২০২৫
আবেদন শেষ : ১৫ ডিসেম্বর ২০২৫

27/11/2025

অফিসিয়াল আর আন-অফিসিয়াল ফোনের হিসাব আজকে খুব সহজভাবে তুলে ধরছি।
আর কেউ যদি মনে করেন এগুলো ভুল — প্রমাণসহ আসবেন, কথা বলা যাবে।

অফিসিয়াল ফোন মানে কী?

Oppo, Vivo, Samsung, Redmi, Tecno, Infinix, itel, Walton, Symphony—এই সব ব্র্যান্ডকে অনেকেই “বাংলাদেশি” তকমা দিয়ে আবেগে গিলে ফেলেন। আজকে দেখাই, এই আবেগ কীভাবে লুটের ব্যবসায় পরিণত করা হচ্ছে।

এসব কোম্পানির কারোই বাংলাদেশে পার্টস বানানোর মেশিন নেই।
সবকিছু চায়না থেকে কেজি হিসেবে আসে।

কেজি হিসেবে আনলে কী হয়?

পার্টস হিসেবে আনলে কর মাত্র ৮-১০%।
অফিসিয়ালভাবে কোম্পানি থেকে পুরো ফোন আনলে কর ৫৭%।

অর্থাৎ—
সরকারি কর ফাঁকি লিগ্যালভাবে দেওয়া হচ্ছে।

ফোনের মানের গল্প:

বাংলাদেশে একই সিরিজের ফোনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 4G-এর লো-এন্ড চিপসেট।

যেমন:

Oppo Reno 13F

Redmi 14

Tecno Camon 40 Pro

Infinix Note 50 Pro

এসব ফোনে বাংলাদেশের জন্য দেয়া হচ্ছে Helio G100 (4G)
কিন্তু ভারতের একই ফোনে থাকে Dimensity 6100 / 6300 / 7300 (5G)

চিপসেট তো আলাদা, পাওয়ার আলাদা—তবুও দাম বেশি!

ভারতে যা ১৫–২০ হাজার রুপির মধ্যে 5G চিপসেটসহ আসে,
বাংলাদেশে তা ২৫–৩০ হাজারে 4G লো-গ্রেড চিপসেটসহ ধরিয়ে দেওয়া হচ্ছে।

এখন বুঝলেন, “বাংলাদেশি ভার্সন” কীভাবে বানানো হয়?

সংক্ষেপে:

1. কম কর দিয়ে পার্টস এনে “অফিসিয়াল” বলা = লিগ্যাল কর ফাঁকি

2. গ্রাহক বেশি দাম দেয়, কিন্তু ফোন পায় কম মানের

এবার আসি সবচেয়ে বড় খেলায়— কিস্তির খেলা

শুরুতে ২% দিয়ে কিস্তির প্রচারণা চললো।
সবাই ভাবে—সস্তায় কিস্তি, ভালো সুবিধা!

কিন্তু কিছুদিন পরই…
সুদের হার ২০%-২৫% করে দেওয়া হলো।

হিসাবও এমনভাবে জটিল করে দিল যে ক্রেতা বুঝতেই পারে না কত টাকা অতিরিক্ত নিচ্ছে।

২৫ হাজার টাকার ফোন কিস্তিতে গিয়ে দাঁড়ায় ৩৫ হাজার!

অফিসিয়াল ফোনের লাভের হিসাব

বাজারদর ২৫,০০০ টাকার ফোনে—

দোকানদারের লাভ: ১,৮০০–২,৫০০ টাকা

লো-গ্রেড চিপসেট দিয়ে কোম্পানির অতিরিক্ত লাভ: ~৫,০০০ টাকা

কিস্তি সুদ থেকে কোম্পানির হাতিয়ে নেওয়া: ~১০,০০০ টাকা

মোট লাভ =

২,০০০ + ৫,০০০ + ১০,০০০ = ১৭,০০০ টাকা
একটা ২৫,০০০ টাকার ফোনে!

এরা আবার “লিগ্যাল” ব্যবসায়ী 🤣

এবার আনঅফিসিয়াল ফোনের হিসাব

ফোন সম্পূর্ণভাবে ইমপোর্ট করা হয়।
কখনো বক্স কেটে আলাদা করে আনা হয় খরচ কমাতে।

ধরি: Turbo 4 Pro 12/256GB
বর্তমান বাজারদর: ২৮,৫০০ টাকা
চায়নায় কেনা বর্তমান দাম: ২২,৬৪৫ টাকা

= ৫,৮৫৫ টাকা পার্থক্য।

কিন্তু খরচ কই?

২২,৬৪৫

৩,০০০ (ক্যারিয়িং চার্জ)
= ২৫,৬৪৫

ইম্পোর্টারের লাভ ধরুন ১,০০০ টাকা
= ২৬,৬৪৫ টাকাতে দোকানে পৌঁছায়।

২৮,৫০০ – ২৬,৬৪৫ = ১,৮৫৫ টাকা দোকানদারের লাভ।

এখন যদি ৫৭% কর বসে, এই কর দোকানদার দেবে?

না—এই কর গ্রাহকের মাথায় পড়বে।

কর যদি ১০–১৫% হতো,
তাহলে কে ১,৮৫৫ টাকা লাভের জন্য এত ঝামেলায় যেত?

তাহলে চোর কারা?

যারা নিয়ম বানায়—
আর যারা এই নিয়মকে ব্যবহার করে মানুষের পকেট থেকে টাকা টেনে নেয়।

ইউটিউবার বা সাংবাদিকেরা এসব কেন বলেনা?
কারণ—
টাকা যেদিকে যায়, কাঠের পুতুল সেদিকেই নাচে।

Address

Sylhet
3125

Alerts

Be the first to know and let us send you an email when Somir Computer & Organic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share