13/07/2025
📖 গল্পের নাম: “ #নিষ্ঠুর_ভালোবাসা '
✍️ লেখক: #রিপন_আহমদ
রিপন — একসময়ের প্রেমিক, এখন অনুতপ্ত
রুপসা — আত্মসম্মানবোধে বলীয়ান এক মেয়ে, ভালোবেসেছিল গভীরভাবে, এখন ভাঙা হৃদয়ে শক্ত হয়ে উঠেছে
বিকেলের পড়ন্ত রোদ। রুপসা একটি পার্কের বেঞ্চে একা বসে আছে। কিছু সময় পরে রিপন আসে। দুজনের মাঝে নীরবতা। হঠাৎ রিপন কথা বলে ওঠে।
---
রিপন: ভুলে গেলে?
(তার চোখে অনুশোচনার ছায়া)
রুপসা: না তো!
(একটি ম্লান হাসি, যেন সব মনে রেখেও কিছুই মনে রাখেনি) ❤️
রিপন: খুব চুপচাপ লাগছে তোমায় আজ...
রুপসা: এটাই তো চেয়েছিলে একসময়!
(নীরব মেয়েটিকে চেয়েছিলে, পেয়েও এখন প্রশ্ন করছো?) ❤️
রিপন: আমি কি বলেছিলাম এমন করে থেকো?
রুপসা: বলোনি…
(কিন্তু তুমি যা করোনি, সেটাই তো আমি বুঝে নিয়েছিলাম) ❤️
রিপন: তুমি তো সব কিছু খুব ভালো বুঝো… হয়তো এবার একটু বেশিই বুঝে ফেললে?
রুপসা: না, একদমই না।
(এইবার বুঝেছি ঠিক পরিমাণেই — নিজের জন্য)
রিপন: এখন আমি কি করবো বলো তো?
রুপসা: ধন্যবাদ তোমায়!
(শুধু ব্যথা নয়, শিক্ষা দেওয়ার জন্যেও) ❤️
রিপন: ধন্যবাদ? কিসের জন্য?
রুপসা:
মানুষ চিনতে শেখানোর জন্য,
একা হাঁটতে শেখানোর জন্য,
বিশ্বাস করতে না শেখানোর জন্য,
আর... ধোঁকা কিভাবে দিতে হয়, তাও শেখানোর জন্য। 🙂
রিপন: আরও কিছু?
রুপসা: না, বাকিটা বুঝে নাও।
রিপন: আমি কি খুব বেশি অবহেলা করেছিলাম?
রুপসা: একদমই না!
(তোমার অবহেলাও অভ্যেস হয়ে গিয়েছিল) ❤️
রিপন: আমি কি ক্ষমা পাবো না?
রুপসা: আমি তো কেউ না তোমার! ক্ষমা দেওয়ার অধিকারও নেই…
রিপন: কিন্তু তুমি তো আমার সব!
রুপসা: আজ তা শুধু হাস্যকর শোনায়।
রিপন: ফিরে চলো, প্লিজ!
রুপসা: আর ইচ্ছে নেই সেই পথে হাঁটার! ❤️
রিপন: পারবে আমায় ছেড়ে থাকতে?
রুপসা: দিব্বি তো আছি!
(তোমার অভাবটাও অভ্যেসে রূপ নিয়েছে)
রিপন: এ ভুল আর হবে না!
রুপসা: তাও সুযোগ দিতে চাই না!
রিপন: এত কঠিন কথা বলতে পারলে?
রুপসা: বাধ্য হলাম! ❤️
রিপন: তুমি তো আমায় একসময় ভালোবাসতে…
রুপসা: হ্যাঁ, তখন বোকা ছিলাম। এখন ভাবলেও ঘৃণা হয়!
রিপন: কষ্ট দিও না আর…
রুপসা: বেঈমানের ক্ষমা হয় না, রিপন।🙂
---
রুপসা উঠে দাঁড়ায়। হালকা হাওয়া চুলে খেলে যায়। সে আর একবারও পিছনে না তাকিয়ে চলে যায়। রিপন চেয়ে থাকে... শূন্যতা আর অনুতাপের মাঝে।
---
🔻 **আপনার অনুভূতি কেমন ছিল গল্পটি পড়ে?
কমেন্টে জানাতে ভুলবেন না!** ❤️
---
📌 বিশেষ টীকা:
এই গল্পটা শুধু রিপন আর রুপসার নয় — এটা হাজারো সম্পর্কের প্রতিচ্ছবি। যেখানে ভালোবাসা থাকে, কিন্তু সম্মান হারিয়ে যায়। যেখানে সময়মতো বোঝা হয় না, তখন বোঝার আর কিছুই অবশিষ্ট থাকে না।
---
সমাপ্ত