26/09/2025
#অনুগল্প,
#আমি_শুধু_তোমার_তুমি_শুধু_আমার,
#রিপন_আহমদ
আমার নাম মোঃ রিপন আহমদ।
আর আমার ছোট ভাই মোঃ রাহিম আহমদ।
আমার ছোট ভাই রাহিম আমার রুমে এসে মন খারাপ করে বসে আছে।
আমি বাসায় এসে আমার রুমে গেলাম। গিয়ে দেখি?
রিপন: ওই কি হয়েছে তোর?
রাহিম: আম্মা আমাকে টাকা দিচ্ছে না।
রিপন: তোর টাকা কেনো লাগবে?
রাহিম:লাগতে পারে না। আমার পারসোনাল কাজ আছে।
রিপন: এই তোর বয়স কত যেনো?
রাহিম: ১০ বছর কেনো?
রিপন: ১০ বছর বসয়ে তোর পারসোনাল কি কাজ আছে বল টাকা আমি দিবো যা।
রাহিম দেখি লজ্জা পাচ্ছে।
রাহিম: আমার গফকে বিকালে ঘুরাইতে নিয়ে যাইতে হবে তাই।
রিপন: ওই তোর কিসের গফ বাচ্চা পোলা পাইন।
রাহিম: নিজের না থাকলে সবাই এমনি বলে।
(আমার ইগো তে লাগলো)
রিপন: কত লাগবে বলে?১০ টাকা ২০ টাকা ৫০ টাকা কত লাগবে বল।
রাহিম: বেশি না ৫০০ টাকা হলে কোনো রকম চলবে।
রিপন:ওই কি বলছ ৫০০ টাকা।
কি আর করার ইগুতে লাগলো তাই দিলাম।
বুদ্ধি করে রাহিম এর পিছু নিলাম।
রাহিম: জানপাখি কই যাবা বলো।
মেয়ে: পার্কে চলো।
পার্কে গেলে মনে করলাম এক সাথে খেলবে।
দেখি দুইটা এক কোনাতে বসলো।
রাহিম : জানপাখি একটা কিস দাও না।
মেয়ে: না বেবি কাল কে না ১০ টা দিলাম।
রাহিম: ১০ টা দিয়ে দিন চলে না।আজকে দিবা না হলে ব্রেকআপ।
মেয়ে: ওকে নাও।
এই বসয়ে আমরা ফিডার খাইতাম এরা তো দেখি কিস খায়।
এরপরে মেয়েটা কে নিয়ে ছোট ভাই ফুসকা চকলেট খাইলো।
১ ঘন্টা পরে মেয়েটাকে মেয়েদের বাসার দিকে দিয়ে আসলো।
আমার মনে হলো রাহিম বাসায় চলে আসবে !কিন্তু, না তো ১৩ নাম্বার গলীর দিকে যাচ্ছে।
ওমা এটা কি আরেক টা মেয়ে কে নিয়ে আসছে।
মেয়েটা: এই তোমার এত দেরি কেনো হলো।
রাহিম: আরো বলো না আম্মু ভাইয়া আমাকে যা বিরক্ত করে। বাসা থেকে বাহির হতে দেয় না।শুধু তোমার জন্য পালিয়ে আসছি।
মেয়েটা:সরি বেবি এত কষ্ট দেওয়ার জন্য।
রাহিম: চলো যাই নদীর পারে।
নদীর পারে গেলো এক পাশে বসলো।
রাহিম: কি ভাবছো?
মেয়েটা: তোমার কি অন্য কোন গফ আছে।
আমি::এই তো হারামি এই বার বুঝবি।
রাহিম: কি বলেছো তুমি?
মেয়েটা: তোমার আর কোনো গফ আছে কি?
রাহিম: সেই প্রথম দেখায় ভালো লেগেছিল তোমাকে! ভাইয়া থেকে মাইর খেয়ে ও চুরি করে তোমাকে দেখতে আসতাম। আর আজ তুমি বলছো আমার...
মেয়েটা:সরি জানু সরি।
মেয়েটা নিজে থেকে ছোট ভাইকে কিস দিয়ে দিলো।
কিছু সময় পরে মেয়েটা চলে গেলো ছোট ভাই নদীর পারে বসে ছিলো।
আবার একটা মেয়ে আসলো দেখে মনে হয় রাহিম এর বয়সে বড় হবে।
রাহিম: প্রতি দিন দেরি করো কেনো?
মেয়েটা: সরি জানু।
রাহিম: জানপাখি তুমি আর আমি মাএ ২ বছরের ছোট বড়।
মেয়েটা: থাক এই সব কথা রাখো।আমি শুধু তোমার তুমি শুধু আমার.....
এরপরে কিছু মনে ছিলো না আমার ।
চোখ খুলে দেখি আমি বাসায় হাতে সেলাইন লাগনো।
ছোট ভাই আমার দিকে রাগি ভাবে তাকিয়ে আছে....
সমাপ্ত,,
#রিপন_আহমদ