Urmi Khan

Urmi Khan ''Moon is alone too, but stills shine.''
(112)

18/05/2025

Assalamualaikum, everyone
Onk din por join holam fb page .

যত্ন করে রেখেছিলাম ,সময় পাইনি দেওয়া হয়নি 😊
18/04/2025

যত্ন করে রেখেছিলাম ,সময় পাইনি দেওয়া হয়নি 😊

12/04/2025

হে বি'শ্ব তাকিয়ে দেখো, আজ বাংলাদেশের
বুকে এক খ'ন্ড ফি #লিstiন...!🇵🇸🇧🇩

ফুল দেখলেই মনে অন্যরকম একটা শান্তি লাগে 💖💖💖
06/04/2025

ফুল দেখলেই মনে অন্যরকম একটা শান্তি লাগে 💖💖💖

19/03/2025

ঈদের কেনা কাটায় ব্যস্ত
আমরা দুনিয়াবাসী, অপর দিকে রমজানের বিদায়ে কান্নায় কবরবাসী😢

16/03/2025

বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা
যায় না, আবার বাবাকে বলা যায় না , আমার কষ্ট হচ্ছে মাথায় হাত বুলিয়ে দাও !
আমরা আসলে এতো বড় হতে চাইনি .........😢

একটা সময় আমরা সব কাজিনরা মিলে একসাথে এইভাবে তারাবি পড়তাম❤️এই দিনগুলো খুব মিস করি☺️
15/03/2025

একটা সময় আমরা সব কাজিনরা মিলে একসাথে এইভাবে তারাবি পড়তাম❤️এই দিনগুলো খুব মিস করি☺️

14/02/2025

Valentine অর্থ কি?
ভালবাসা?
Valentine অর্থ ভালোবাসা হয় তাহলে কতজন ছেলে মেয়ে একে অন্য কে এইটা বলেছে যে,
I valentine you ?

এখন বলেন --

কিন্তুু valentine day অর্থ ভালোবাসা দিবস! কিভাবে আসল?

আসুন জেনে নেই
--------------------

---খৃষ্টীয় এক পাদ্রী ৷ কখনও কখনও গীর্জার মাঝেই খারাপ কাজ করে - আবার কখনও কখনও নারী বৈরাগ্যবাদীদের সাথে গড়ে তোলে অবৈধ সম্পর্ক।

---বৈধ সম্পর্ক বিয়ের ধার না ধারলেও অবৈধ প্রেমেই জীবন কাটায় সে ৷

---এমনই এক পাদ্রী হলো ভ্যালেন্টাইন। যাকে এক রাজা গ্রেফতার করে জেলে বন্দি করে রাখে। আর কারাগারের কারারক্ষির অন্ধ মেয়ের সাথে গড়ে তোলে অবৈধ সম্পর্ক এই পাদ্রী।

---সব কিছু জানার পর ১৪ই ফেব্রুয়ারী তাকে ফাসি দেয়া হয় ৷ কারন ইসলামের মত প্রতিটা ধর্মেই জিনা ব্যাভিচার কে কবীরা গুনাহ বলা হয়েছে ৷ কোনো ধর্মই জেনা কে সাপোর্ট করে না ৷

মৃত্যুর আগের দিন Valentine একটি চিটি লিখেন। চিটির শেষে লেখা ছিলো,ইতি তোমার Valentine.

---তারপর ঐ পাদ্রীর মৃত্যুর পর তার শিষ্য রা মিলে এই দিনটিকে স্বরনীয় করে রাখতে চায়।

---এই পাদ্রীর স্মরনেই ১৪ই ফেব্রুয়ারী'কে 'ভ্যালেন্টাইন'স ডে' নামে পালন করা হয়। ঘোষনা করেন পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস।

---আর এই দিনের সাথে ভালোবাসার নুন্যতম কোনো সম্পর্ক বিদ্যমান নেই। এই দিনটাই উৎযাপন হয় এক খ্রিস্টান পাদ্রীর স্মরনে। যাদের জীবনে পবিত্র ভালোবাসা বলে কিছুই নেই। তারা জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। যাদের জীবনই কাটে অবৈধ প্রেম আর শারিরিক সম্পর্কের মাঝে। তেমনি একজন পাদ্রীর স্মরনে পালন করা ভালোবাসা দিবস এটা হাইস্যকর।

---একজন মুসলিম এর জন্য এই দিবস পালন করার মতো লজ্জাজনক কোনো ঘটনা হতেই পারে না।


13/02/2025

যাদের মধ্যে Valentine day পালন করার কোনো Feelings নেই শুধু তারাই মন থেকে বলি।
আলহামদুলিল্লাহ 💖

09/02/2025

যিনি কূপ থেকে তুলে ইউসুফ (আঃ) কে মিশরের সিংহাসনে বসাতে পারেন,সেই রব তোমার যাবতীয় দুঃখ-কষ্টকেও মহানন্দে পরিণত করতে পারেন!

07/02/2025

বাইরে বের হলে ছেলেদের এমন ভাবে ইগনোর করি যেনো বাড়িতে আমার সুদর্শন জামাই আছে।😊

05/02/2025

আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব!!

Address

Sylhet

Telephone

+5521960813658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Urmi Khan:

Share