Digital Newsletter

Digital Newsletter Digital Newsletter is an innovative marketing agency that provides unique digital solutions in worldwide.

22/01/2025

যারা এআই নিয়ে আগ্রহী, তাদের জন্য এখানে কিছু দারুণ অ্যাপসের তালিকা দিলাম, যেগুলো আপনার কাজকে সহজ আর স্মার্ট করে তুলবে:
জাপিয়ার (Zapier) – এক ক্লিকে আপনার সব অ্যাপ কানেক্ট করুন আর কাজগুলো অটোমেট করে দিন। এআই আর অ্যাকাউন্টিং টুলের জন্য এটা একদম পারফেক্ট।
ভিক.এআই (Vic.ai) – ইনভয়েস প্রসেসিং থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত সবকিছু অটোমেট করে। অস্বাভাবিক কিছু হলে তা ধরতে পারেও।
চ্যাট থিং (Chat Thing) – এআই দিয়ে কাস্টম চ্যাটবট বানান! ডকুমেন্ট সারাংশ তৈরি, FAQ চ্যাটবট ডেভেলপ – সব এক জায়গায়।
ডকইট (Docyt) – অ্যাকাউন্টিং ঝামেলা একদম শেষ। বুককিপিং, ফাইন্যান্স রিপোর্ট, ট্রানজাকশন ক্যাটাগরাইজেশন – সবই অটোমেটেড।
রোজ এআই (Rows AI) – স্মার্ট স্প্রেডশিট! ডেটা বিশ্লেষণ, ট্রেন্ড দেখা, ডেটা ক্লিন করা, পাবলিক ইনফো যোগ করা – সব একসাথে।
ইন্ডি (Indy) – ফ্রিল্যান্সারদের জন্য হট ফেভারিট। প্রোপোজাল, চুক্তি, ইনভয়েস তৈরি করতে পারবেন, সাথে AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট।
জেনি (Zeni) – আপনার আর্থিক কাজকর্ম অটোমেট করতে একদম বেস্ট। রিয়েল-টাইম ডেটা দেয় আর বাজেট ট্র্যাকিংয়ে সাহায্য করে।
এই অ্যাপগুলো আপনার কাজকে অনেক সহজ আর এফিশিয়েন্ট করে তুলতে পারে!
২০২৫ সালের শুরু থেকেই ফিনটেক বিপিও (BPO) এআই-ভিত্তিক বুককিপিং ট্রেনিং শুরু হচ্ছে!এই ট্রেনিংয়ে শেখানো হবে কিভাবে আধুনিক এআই টুলস দিয়ে বুককিপিং আর ফিনান্সিয়াল কাজগুলো স্মার্টলি ম্যানেজ করা যায়। ইনভয়েস গুছানো থেকে শুরু করে ফিনান্সিয়াল রিপোর্টিং পর্যন্ত—সব কিছুতে এআই থাকবে আপনার পাশের সঙ্গী।
উদ্যোগের মূল লক্ষ্য হলো এক্যাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রীতে বাংলাদেশকে এগিয়ে রাখা।

22/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।
সুত্র :সংগ্রহ

ড্রপ শিপিং কি এবং কেন?সহজ কথায় বলতে গেলে-ড্রপ শিপিং = জিরো ইনভেসমেন্ট এ ব্যবসা+ফ্রিল্যান্সিং।বর্তমানে ড্রপ-শিপিং ব্যবসা...
07/01/2024

ড্রপ শিপিং কি এবং কেন?

সহজ কথায় বলতে গেলে-
ড্রপ শিপিং = জিরো ইনভেসমেন্ট এ ব্যবসা+ফ্রিল্যান্সিং।

বর্তমানে ড্রপ-শিপিং ব্যবসা জনপ্রিয়তায় শীর্ষে। এই জনপ্রিয়তার কিছু সুবিধাজনক কারণ রয়েছে। সাধারণত অন্য ব্যবসার তুলনায় ড্রপ-শিপিং ব্যবসা সহজ ও ঝামেলা মুক্ত।

যেহেতু ড্রপ-শিপার (বিক্রেতা) কে পণ্য মজুদ, রক্ষণাবেক্ষণ ও কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয়া, এই কাজগুলো করতে হয় না। আবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকম খরচও হয় না, ঝুঁকিও কম।

কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রয় করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো- নিজের বাসায় থেকে এমনকি যেকোনো জায়গা থেকে অনলাইন স্টোরকে রক্ষণাবেক্ষণ যায়।

যাদের বিজনেস করার মতো যথেষ্ট আর্থিক সঙ্গতি নাই, চাকরিও করেন না, বেকার। তারাও একটিমাত্র পেজ খুলে বা ওয়েবসাইট খুলে নিজেই করতে পারেন মিলিয়ন টাকার ফ্রিল্যান্সিং সিস্টেমের এই বিজনেসটি।

দরকার শুধুমাত্র আগ্রহ একাগ্রতা প্রচন্ড ইচ্ছা এবং এজন্য শুধুমাত্র ইন্টারনেটসহ একটি কম্পিউটার থাকলেই হবে।

এইসব কারণেই ড্রপ-শিপার এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমাদের দেশেও ব্যবসাটি সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে, সফলতাও পেয়েছে।

আপনাদের সবার আশীর্বাদে আমরাও ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ভাবছি। আমাদের নিজস্ব কিছু প্রোডাকশন এর উপর কাজ করছি গত ৩ বছর ধরে. সেটার মার্কেটিং করার জন্য এ সিস্টেমের শরণাগত হচ্ছি।

আপনারা বর্তমান আয়ের পাশাপাশি পার্ট টাইম হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। পরে যদি ভালো লাগে ফুল টাইম হিসেবে নিতে পারেন।

আমরা যথাযথ প্রশিক্ষণ দিয়ে আপনাদের সাথে এ বিষয়ে সমস্ত রিসোর্স শেয়ার করব। আশা করি ছয় মাসের মধ্যে সেরা একটি রেজাল্ট পাবেন।

আমি আবারও বলছি- এটা একটি জিরো ইনভেস্টমেন্ট ব্যবসা। সুতরাং, কোন প্রকার টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আগ্রহ ছাড়া।

Address

North Bagbari
Sylhet
3100

Telephone

+8801716102989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Newsletter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Newsletter:

Share