A.T Video Creation

A.T Video Creation Bike Lover VLOGAR AMIR .
(61)

হঠাৎ করেই দেখবেন একদিন, আপনি যতটুকু চেয়েছেন রব আপনাকে তার চেয়েও বেশি দিয়ে দিয়েছেন। ❤️🤲                                  ...
09/09/2025

হঠাৎ করেই দেখবেন একদিন, আপনি যতটুকু চেয়েছেন রব আপনাকে তার চেয়েও বেশি দিয়ে দিয়েছেন। ❤️🤲

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি...
04/09/2025

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে "আলহামদুলিল্লাহ"। সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবেনা, এই ক্ষমতা আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"
আর হ্যা, শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
#বাইকের

আমি মীরজাফর পছন্দ করি না তার জন্য আশেপাশে বন্ধু-বান্ধব আপন মানুষ কম এতে আমাকে দুর্বল ভাবার কিছু নেই👍
12/08/2025

আমি মীরজাফর পছন্দ করি না তার জন্য আশেপাশে বন্ধু-বান্ধব আপন মানুষ কম এতে আমাকে দুর্বল ভাবার কিছু নেই👍

বেইমানি করে কামানো টাকা রো'গেই শেষ হয়ে যায়। কম কামাও কিন্তু সম্মানের রুটি খাও।❤️
07/08/2025

বেইমানি করে কামানো টাকা রো'গেই শেষ হয়ে যায়।

কম কামাও কিন্তু সম্মানের রুটি খাও।❤️

ই'জ'রা'য়ে'ল পু'ড়ছে! এখানে হাসির কিছুর নেই। এমন পরিস্থিতিতে একটু মানবিক হোন, সবাই দোয়া করুন। বাকি অংশটুকুও যেন পু'ড়ে যায়।...
24/04/2025

ই'জ'রা'য়ে'ল পু'ড়ছে! এখানে হাসির কিছুর নেই।
এমন পরিস্থিতিতে একটু মানবিক হোন, সবাই দোয়া করুন। বাকি অংশটুকুও যেন পু'ড়ে যায়।🙃

24/04/2025

আগে হাত থেকে মোবাইল পরে গেলে ব্যাটারী বের হয়ে যেতো,
এখন কইলজাটা বের হয়ে দৌড় মারে 🥶

24/04/2025

দরিদ্রদের পাতলা পায়খানা হয়, নিম্নবিত্তদের ডায়রিয়া হয়, মধ্যবিত্তদের ফুড পয়জনিং হয়, উচ্চবিত্তদের হয় স্টমাক আপসেট। দরিদ্ররা পায়খানায় যায়, নিম্নমধ্যবিত্তরা ল্যাট্রিনে যায়, মধ্যবিত্তরা বাথরুমে যায়, উচ্চবিত্তরা যায় রেস্টরুমে। গরিব নারীরা পোয়াতি হয়, নিম্নমধ্যবিত্ত নারীরা গর্ভবতী হয়, মধ্যবিত্ত নারীরা প্রেগন্যান্ট হয়, উচ্চবিত্ত নারীরা কনসিভ করে বা বেবি এক্সপেক্ট করে। গরিবরা লাং/নাং রাখে, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা পরকীয়া করে, উচ্চবিত্তরা করে এক্সট্রা-ম্যারিটাল অ্যাফেয়ার।

কেউ মুক্তিযুদ্ধের কথা বললে সেটা হয় চেতনাব্যবসা; একই কাজ অন্যরা করলে সেটা চেতনাব্যবসা না, সেটা জুলাই স্পিরিট। কেউ শোভাযাত্রায় পুত্তলিকা বহন করলে সেগুলো মূর্তি; অন্যরা শোভাযাত্রায় পুত্তলিকা বহন করলে সেগুলো মূর্তি না, মোটিফ। পাত্র পালটে গেলে চেতনা হয়ে যায় স্পিরিট, মূর্তি হয়ে যায় মোটিফ, কোটা হয়ে যায় অগ্রাধিকার। জিনিশ একই, নাম আলাদা। যার যে-নামে ডাকলে সুবিধা হয়, সে সে-নামে ডাকে।

c আখতারুজ্জামান আজাদ

23/04/2025

মেয়েদের পোস্টে এখন হাহা রিয়েক্ট দিতে ভয় লাগে🙂
কখন আবার বয়ফ্রেন্ড কে ডেকে নিয়ে এসে আমাকে খুন করে !

আমি নিজের মতো করে জিতবো...কারণ আমি কারো ছায়ায় বাঁচি না💪🤚
22/04/2025

আমি নিজের মতো করে জিতবো...

কারণ আমি কারো ছায়ায় বাঁচি না💪🤚

22/04/2025

নতুন ইউজারদের সাপোর্ট করলে তারা সব সময় পাশে থাকে তাই নতুন দের সাপোর্ট করুন

11/04/2025

একশো জনকে ফলো করলে এমন ও দিন যায় বিশটা ফলো বেক আশে না তার পর ও কখনো কাউকে আনফলো করি নি

Address

Sunamganj
Sylhet
3030

Alerts

Be the first to know and let us send you an email when A.T Video Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.T Video Creation:

Share

Category