online media beanibazar

online media beanibazar সত্যর সন্দানে আমাদের যাএা

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ভূমি দাতা গণের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এক  গুরুত্...
29/01/2024

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ভূমি দাতা গণের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি দাতা, বিশিষ্ট গুণীজন, সম্মানিত ব্যক্তিবর্গ ও উদ্যোক্তা সদস্যগণ নিজ নিজ মূল্যবান মতামত ব্যক্ত করেন এবং ভূমি দাতা গণের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রথম স্তরে মোট সাত জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এদের মধ্যে একজন, বিশিষ্ট সমাজ সেবক শ্রীধরা গ্রামের দাতা সংগঠন এর অন্যতম দাতা সদস্য আমেরিকায় বসবাসরত সফল ব্যবসায়ী জনাব এম সুয়েব উদ্দিন সহিব এক শতক জায়গা দান করে এই মহতি কাজে শরীক হয়েছেন জায়গার মূল্য বাবত মোট ৪,৫০,০০০/= (চার লাখ পঞ্চাশ হাজার) টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সম্মাননা স্মারকও প্রদান করা হয়েছে।

An important meeting was held on the occasion of the awarding of the memorial to the Bhumi Dataa community of the school under the initiative of the management council of Bianibazar High School. In the meeting, land donors, distinguished scholars, respected persons and entrepreneurial members expressed their valuable opinions and expressed their gratitude and appreciation to the land donors. A total of seven people were awarded today in the first level, one of them is my respected uncle, distinguished social worker and donor, successful businessman M. Sueb Uddin Sahib, who lives in America, has contributed to this great work by donating a hundred places, totaling 4, 50,000/= (four lakh fifty thousand) through checkHanded over and mementos awarded.

রিপোর্ট খালেদ মাছুম

02/12/2023
26/08/2023
বিয়ানীবাজার পৌর শহরের ণাত সড়কের পয়েন্ট সংলগ্ন বাছন মিয়ার বিল্ডিং থেকে আজ ভোরে চোরি হয় একটি মোটর সহ বেশ কিছু মালামাল। পরব...
21/06/2023

বিয়ানীবাজার পৌর শহরের ণাত সড়কের পয়েন্ট সংলগ্ন বাছন মিয়ার বিল্ডিং থেকে আজ ভোরে চোরি হয় একটি মোটর সহ বেশ কিছু মালামাল। পরবর্তী সময়ে বাছন মিয়া পৌরসভায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে চোর কে সনাক্ত করেন এবং হাতেনাতে ধরেন। চোর বলাই মিয়া কে। অবশেষে সে নিজেই শিকার করেছে যে এই চোরি সে করেছে।বিশিষ্ট চোর বলাই মিয়ার একটি টমটম গাড়ি আটক করে রাখএন বাচন মিয়া উনি উনার চোরি হওয়া মোটর ফিরত পেলে টমটম গাড়ি ছেড়ে দিবেন বলে জানিয়েছেন। এবং পৌর শহরে কে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জনাব জি এস ফারুকুল হক মহোদয় কে। এবং এই চোর এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন মেয়র মহোদয় এর কাছে।

বিয়ানীবাজার পৌর শহরের ণাত সড়কের পয়েন্ট সংলগ্ন বাচন মিয়ার বিল্ডিং থেকে আজ ভোরে চোরি হয় একটি মোটর সহ বেশ কিছু মালামাল। পরব...
21/06/2023

বিয়ানীবাজার পৌর শহরের ণাত সড়কের পয়েন্ট সংলগ্ন বাচন মিয়ার বিল্ডিং থেকে আজ ভোরে চোরি হয় একটি মোটর সহ বেশ কিছু মালামাল। পরবর্তী সময়ে বাচন মিয়া পৌরসভায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে চোর কে সনাক্ত করেন এবং হাতেনাতে ধরেন। চোর বলাই মিয়া কে অবশেষে সে নিজেই শিকার করেছে যে এই চোরি সে করেছে। চুরির অভিযোগে অভিযুক্ত বলাই মিয়ার একটি টমটম গাড়ি আটক করেন বাচন মিয়া উনি উনার চোরি হওয়া মোটর ফিরত পেলে টমটম গাড়ি ছেড়ে দিবেন বলে জানিয়েছেন। পৌর শহরে কে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জনাব জি এস ফারুকুল হক মহোদয় কে। এবং এই চোর এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন মেয়র মহোদয় এর কাছে।

রিপোর্ট খালেদ মাছুম

ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজুউন আরিজখাটিলা নিবাসী জনাব শামসুল হক সাহেবের ছেলে তাজিম আহমেদ, বয়স ৪ বছর।সে আজ বিকাল ৩ ...
25/03/2023

ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজুউন

আরিজখাটিলা নিবাসী জনাব শামসুল হক সাহেবের ছেলে তাজিম আহমেদ, বয়স ৪ বছর।সে আজ বিকাল ৩ টা থেকে নিখোঁজ রয়েছিলো। কিছুক্ষণ আগে মৃত অবস্থায় তাকে পাওয়া যায় আল্লাহর তাকে জানাতুল ফেরদৌস নসিব করে আমিন।২৫/০৫/২০২৩

রিপোর্ট খালেদ মাছুম।

আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে তাঁর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুইটি গুরুত...
24/03/2023

আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে তাঁর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুইটি গুরুত্বপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

১. '' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার ''। বইটি লিখেছেন -- শেখ হাসিনা ।
২. '' জয় বাংলা সাক্ষাৎকার ১৯৭০-- ১৯৭৫ ''। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সাক্ষাৎকারের সংকলন।

প্রথম বইটি সম্পাদনায় কাজ করেছেন নুরুল ইসলাম নাহিদ।
শেখ হাসিনা বইয়ের ভূমিকায় লিখেছেন '' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ বইটি প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদনায় সহযোগিতা করেছেন লেখক, রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি"।

দ্বিতীয় বইয়ের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ।
বই দুটি প্রকাশ করেছেন হুমায়ুন কবির, চারুলিপি প্রকাশন।

রিপোর্ট খালেদ মাছুম

আজ বিয়ানীবাজার উপজেলায় ২০২২ সালের সাম্প্রতিক বন্যায় বিয়ানীবাজার উপজেলাধীন বিভিন্ন  ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের...
03/03/2023

আজ বিয়ানীবাজার উপজেলায় ২০২২ সালের সাম্প্রতিক বন্যায় বিয়ানীবাজার উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের নিমিত্ত ঢেউটিন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও জাতীয় কমিটির সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি।
০৩ মার্চ ২০২৩

রিপোর্ট খালেদ মাছুম

ঢাকা, ফেব্রুয়ারি ৮, ২০২৩ — বর্তমান সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রে...
02/03/2023

ঢাকা, ফেব্রুয়ারি ৮, ২০২৩ — বর্তমান সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের আজ সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, “ঠিক কাজটি করার জন্য সাহস ও নিষ্ঠার সাথে লড়াই করেছেন এমন ব্যক্তিদের সাথে একত্রিতভাবে এই বিজয় উদযাপন করতে পারা আমার জন্য সম্মানের।”

সম্মানিত পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন:

সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ ও মানবাধিকারের সুরক্ষায় তার সক্রিয় অংশগ্রহণ ও আন্দোলনের জন্য ২০২২ সালের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ এওয়ার্ড বিজয়ী হয়েছেন। রিজওয়ানা হাসান একজন পরিবেশ আইনজীবী যিনি দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ সুরক্ষায় সক্রিয়ভাবে যুক্ত থেকে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙ্গা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে মামলা জিতেছেন।

মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি ২০২২ সালের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট হিরো স্বীকৃতি পেয়েছেন। জাস্টিস অ্যান্ড কেয়ার এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে তরিকুল ইসলাম মানব পাচারের শিকার ব্যক্তিদের পক্ষে কথা বলেন এবং তিনি মানব পাচারের ঘটনা তদন্ত করা ও পাচারকারীদের বিচার করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সামর্থ্য বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোজিনা ইসলাম, তিনি ২০২২ সালের অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। একজন সাংবাদিক হিসেবে রোজিনা ইসলাম বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে মানবাধিকার লংঘন ও দুর্নীতি বিষয়ে সংবাদপত্রে তার অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করার সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন।

মোহাম্মদ নূর খান (ওরফে লিটন), তিনি ২০২৩ সালের হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড জয়ী হয়েছেন। লিটন বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করা ও জবাবদিহিতা তৈরিতে তার দশকব্যাপী লড়াইয়ে অতুলনীয় সাহসিকতা ও একাগ্রতা দেখিয়েছেন।

মিনহাজ চৌধুরী, ড্রিংকওয়েল নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, যে কোম্পানিটি ২০২২ সালে জলবায়ু সহিষ্ণুতা বা অভিঘাতসহনশীলতা বিভাগে ইউএস সেক্রেটারি অফ স্টেটের করপোরেট অ্যাক্সিলেন্স পুরস্কার জিতেছে। ড্রিংকওয়েল একটি আমেরিকান কোম্পানি যারা ভারত ও বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানি তৈরির প্রযুক্তি সরবরাহ করে থাকে।

রিপোর্ট খালেদ মাছুম

Address

Shredhora Beanibazar
Sylhet
08223

Telephone

+8801875586240

Website

Alerts

Be the first to know and let us send you an email when online media beanibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to online media beanibazar:

Share