
29/01/2024
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ভূমি দাতা গণের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি দাতা, বিশিষ্ট গুণীজন, সম্মানিত ব্যক্তিবর্গ ও উদ্যোক্তা সদস্যগণ নিজ নিজ মূল্যবান মতামত ব্যক্ত করেন এবং ভূমি দাতা গণের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রথম স্তরে মোট সাত জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এদের মধ্যে একজন, বিশিষ্ট সমাজ সেবক শ্রীধরা গ্রামের দাতা সংগঠন এর অন্যতম দাতা সদস্য আমেরিকায় বসবাসরত সফল ব্যবসায়ী জনাব এম সুয়েব উদ্দিন সহিব এক শতক জায়গা দান করে এই মহতি কাজে শরীক হয়েছেন জায়গার মূল্য বাবত মোট ৪,৫০,০০০/= (চার লাখ পঞ্চাশ হাজার) টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সম্মাননা স্মারকও প্রদান করা হয়েছে।
An important meeting was held on the occasion of the awarding of the memorial to the Bhumi Dataa community of the school under the initiative of the management council of Bianibazar High School. In the meeting, land donors, distinguished scholars, respected persons and entrepreneurial members expressed their valuable opinions and expressed their gratitude and appreciation to the land donors. A total of seven people were awarded today in the first level, one of them is my respected uncle, distinguished social worker and donor, successful businessman M. Sueb Uddin Sahib, who lives in America, has contributed to this great work by donating a hundred places, totaling 4, 50,000/= (four lakh fifty thousand) through checkHanded over and mementos awarded.
রিপোর্ট খালেদ মাছুম