
16/08/2025
ওরে পাথর!
গালি দিছনা,তোদের সাথে আমাদের পরিচয় থাকা সত্বেও লুটেরাদের হাত থেকে বাঁচাতে পারলাম না।তবে আমাদের বিশ্বাস তোমরা খুব শীগ্রই আবার নিজ নিজ জায়গায় ফিরবে। আর লুটেরা পালাবে।তোমরা ফিরে আসো,শীগ্রই তোমাদের সাথে আবার দেখা হবে ইনশা আল্লাহ।