DBS News 24

DBS News 24 - সত্য উন্মোচনের অনলাইন গণমাধ্যম।
লাইভের জন্য যোগাযোগঃ 01754075383
(3)

16/09/2025

কুলাউড়ার এমএ গণী কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মরহুম আলহাজ্ব এএনএম ইউসুফ মহোদয়ের সুযোগ্য পুত্র বিএনপি ও কুলাউড়ার গণমানুষের নেতা এডভোকেট আবেদ রাজা।

14/09/2025

কুলাউড়া বিএনপির কাউন্সিল সম্পন্ন।। বাচ্চু সভাপতি, সজল সম্পাদক নির্বাচিত।।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ সেপ্টেম্বর,শনিবার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৫ লক্ষ অধিবাসীর ১৩টি ইউনিয়নের ৯৩৫ জন ভোটারের সরাসরি ভোটে হাজী জয়নাল আবেদিন বাচ্চু সভাপতি, সিনিয়র সহ-সভাপতি জলিল জামাল, বদরুজ্জামান সজল সম্পাদক, কমর উদ্দিন আহমদ কমরু যুগ্ম সম্পাদক, আঃ মোক্তাদির মনু সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান ফলাফল ঘোষণা করেন।বিজয়ীদের পুষ্প মাল্য দিয়ে বরণ করে মোনাজাত করা হয়।

এর পূর্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক আলহাজ্ব জিকে গৌছ। বিশেষ অতিথি ছিলেন সহ-বিভাগীয় সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মিজানুর রহমান ভিপি মিজান, বিএনপি ও কুলাউড়ার গণমানুষের নেতা এডভোকেট আবেদ রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা ও অভিনন্দন নবনির্বাচিত ভিপি।
10/09/2025

শুভেচ্ছা ও অভিনন্দন
নবনির্বাচিত ভিপি।

09/09/2025

কাতারের দোহায় ই"স"রায়েল এর হা""ম""লা
৯-৯-২০২৫

একজন ইমামের আবেগঘন রাজকীয় বিদায়,মুহুর্তেই যেনো চারপাশ কান্নার আওয়াজে ভারি হয়ে উঠলো। এমন ঘটনা শুধু মোবাইলের স্ক্রিনেই দেখ...
08/09/2025

একজন ইমামের আবেগঘন রাজকীয় বিদায়,
মুহুর্তেই যেনো চারপাশ কান্নার আওয়াজে ভারি হয়ে উঠলো।

এমন ঘটনা শুধু মোবাইলের স্ক্রিনেই দেখেছিলেন অনেকে, আজ স্বচক্ষেই দেখলেন অনেকেই।একজন ইমামের প্রতি সাধারণ মানুষের কি পরিমান ভালোবাসা আর আবেগ জড়াতে পারে আজ এর সাক্ষী হলেন শত শত মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবাই যেনো বিদায় দিচ্ছে তাদের একদম অন্তরে বসবাস করা একজন মানুষকে। একজন ইমামের কতটুকু শ্রম আর খাটনি থাকলে এলাকার মানুষকে এভাবে কাছে টানা যায় এই ঘটনাটা তার উদাহরণ। একমুহূর্তের জন্য যেনো আকাশ বাতাশ কান্নার আওয়াজে ভারি হয়ে এসেছিলো। বলছিলাম কুলাউড়ার হিংগাজিয়া চা বাগানের মিশ্রীটিলা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদ মিছবাহুর রহমান এর কথা৷
তিনি কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাব্দা গ্রামের সন্তান। তার পিতার নাম: শফিকুর রহমান।
ছোট বেলা থেকে তিনি অনেক কষ্টে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আজকে তার পরিবার থাকে নিয়ে গর্বিত।
মাত্র ছয় বছরের কর্মজীবন, কিন্তু এই ছয় বছরে তিনি এখানে ফলিয়েছেন ত্রিশ বছরের ফসল। বাগানের পুরো একটা জেনারেশনকেই তিনি শিখিয়েছেন ইসলামের মূল ভিত্তি। ছোট্ট ছোট্ট শিশুদেরকে তিনি ইসলামী ভাবধারায় নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। সঠিক ভাবে তিলাওয়াত করতে না পারা গ্রামে নিয়ে এসেছেন দারুল ক্বিরাতের মতো খিদমাত, তার খিদমাতের ফসল হিসেবে আগামীতে এ এলাকায় প্রতিটি ঘরে ঘরে থাকবে একেকজন ক্বারী।
এলাকার প্রতিটা মানুষ তাকে আপন করে নিয়েছিলো নিজের পরিবারের মতো। সু পরামর্শ থেকে শুরু করে যাবতীয় ভালো কাজের সূচনা হতো তারই মাধ্যমে।
উনার এই খিদমাত আর মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

স্বপ্নের শহর মদিনা প্রবাসি হওয়ার জন্য তিনি বিদায় নিয়েছেন মসজিদ থেকে কিন্তু স্মৃতি হিসেবে রেখে গেছেন অসংখ্য অনুরাগী এবং রুহানি সন্তান। যারা তাকে মনে রাখবে আজীবন, গল্প করবে তাদের আগামী প্রজন্মের কাছে৷

এমন ঘটনা উদাহরণ হয়ে থাকুক।

06/09/2025

ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালি।

০৬.০৯.২০২৫
সিলেট।

নুরুল হক নূরের ওপর হামলায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর তীব্র নিন্দাসচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উপদেষ্টা মাওলানা কবির আহমদ ...
31/08/2025

নুরুল হক নূরের ওপর হামলায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর তীব্র নিন্দা

সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উপদেষ্টা মাওলানা কবির আহমদ ও মাওলানা ইমরান নোমানী ও মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা নূরুল হক নূরের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন—জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই সময়ে একজন সম্মুখযোদ্ধা নেতার ওপর প্রকাশ্য হামলা জাতির মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এ ঘটনা স্পষ্ট করেছে যে জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের নিরাপত্তা এখনো নিশ্চিত নয়। এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ আরও বলেন, এ হামলা চালিয়েছে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সেবাদাস জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের এই ন্যাক্কারজনক ভূমিকা প্রমাণ করে, তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং জনগণের রক্তক্ষয়ী আন্দোলনের আত্মত্যাগকে উপহাস করছে।

বিবৃতিতে নেতারা গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলারও তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন—হামলার পর পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যা বিবৃতি প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পুলিশের দাবি ছিল, হামলার দৃশ্য এআই দ্বারা তৈরি; অথচ রিউমার স্ক্যানারসহ আন্তর্জাতিক মানের একাধিক ফ্যাক্ট-চেকিং সংস্থা ইতিমধ্যেই প্রমাণ করেছে যে পুলিশের দাবি মিথ্যা। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য কেবলমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর নেতৃবৃন্দ বলেন অবিলম্বে নূরুল হক নূরের ওপর হামলাকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ও পরবর্তী মিথ্যাচারের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের শক্তি ও সত্যের শক্তির কাছে কোনো সন্ত্রাস কিংবা মিথ্যাচার টিকে থাকতে পারে না। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং জুলাই অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখতে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

22/08/2025

⭕সরাসরি সম্প্রচার..⭕
দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদেরকে নিয়ে সংবর্ধনা ২০২৫ ইং

আয়োজনে: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ২নং ভূকশিমইল ইউনিয়ন।

নোয়াখালীতে হিযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধ ও 'দেশের পত্র' পত্রিকা বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান মঙ্গলবার (১২ই আগষ্ট) স...
12/08/2025

নোয়াখালীতে হিযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধ ও 'দেশের পত্র' পত্রিকা বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

মঙ্গলবার (১২ই আগষ্ট) সকাল ১০ টায় নোয়াখালী মাইজদী জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি টি প্রদান করা হয়।

উক্ত স্মারক লিপি দেওয়ার সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী।

বক্তব্যে মাওলানা ইমরান নোমানী বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হিজবুত তওহিদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের প্রকাশিত পত্রিকা দেশের পত্র বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হিযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।

স্মারক লিপি দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী মাইজদী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক মুফতী আমির জিহাদী, তাজকিয়া টিভির সম্পাদক মোহাম্মদ রিফন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মুহাম্মাদ আবদুর রহমান জিহাদী, হাফেজ জুনায়েদ সিদ্দিকী, শাহিদুল ইসলাম সহ প্রমুখ।

পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রের ফুল স্কলারশিপ প্রাপ্তি কুলাউড়া উপজেলার গর্বিত সন্তান,
10/08/2025

পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রের ফুল স্কলারশিপ প্রাপ্তি কুলাউড়া উপজেলার গর্বিত সন্তান,

২নং ভূকশিমইল ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্নআব্দুস সামাদ সভাপতি, আব্দুর রহিম সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়...
09/08/2025

২নং ভূকশিমইল ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন

আব্দুস সামাদ সভাপতি, আব্দুর রহিম সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আওতাধীন ২নং ভূকশিমইল ইউনিয়ন শাখার ২০২৫/২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন। অদ্য ৯ আগস্ট ২০২৫ ইংরেজি শনিবার বিকাল ৫ ঘটিকায় ভূকশিমইল ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাবেক সদস্য মাওলানা ছালিক উদ্দিন কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি জামিল আহমদ, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মোঃ আজমল আলী, সহ সভাপতি মোঃ চান মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, কুলাউড়া উপজেলা তালামীযের প্রচার সম্পাদক আব্দুশ শুকুর, সহ অফিস সম্পাদক আব্দুল আজিজ, আবির আহমদ, হাবিবুর রহমান রুবেল, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমদ তানিম, মুহাম্মদ খয়রুল ইসলাম, মো: আরিফ হোসেন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুস সামাদ কে সভাপতি এবং আব্দুর রহিম তালুকদার কে সাধারণ সম্পাদক ও আব্দুর রহিম আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি:- শাহাব উদ্দিন, আবু সুফিয়ান, তানজির আহমদ, হা: রাসেল আহমদ, আশিকুল ইসলাম, সৈয়দ শাকিউল হাসান তামিম, সহ সাধারণ সম্পাদক:- আশিকুল ইসলাম শিমুল, মহি উদ্দিন শাহান, ফাহাদ আহমদ, রুবেল আহমদ, রাজিবুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক:- সাব্বির খান, এমদাদ হোসেন, জাবিরুল এহছান, মুজাহিদুল ইসলাম ছানি, রায়হান আহমদ, প্রচার সম্পাদক:- হাফিজ জুবায়ের খান, সহ প্রচার সম্পাদক:- জাহিদ খান, কামরুল ইসলাম, মাহফুজুর রাজা মুন্না, আব্দুল্লাহ আল ওমর, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল ইসলাম, হাফিজুল ইসলাম, অর্থ সম্পাদক:- আব্দুল্লাহ আল মামুন রাফি, অফিস সম্পাদক:- হোসাইন আহমদ, সহ অফিস সম্পাদক:- নাসির উদ্দিন, হাফিজুর রহমান ফাহিম, জালাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক:- আব্দুস সামাদ, সহ প্রশিক্ষণ সম্পাদক:- কামিল আহমদ, আরিফ আহমদ, শাকিল আহমদ, আবুল কাশিম, মাহি সিদ্দিকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক:- হাফিজ মাহিন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক:- আবু সুফিয়ান, হাফিজ মুশাররফ আহমদ, আকরাম আহমদ, মারুফ আহমদ, তোফায়েল খান, সুমন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক:- রাফি আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক:- হোসাইন আহমদ, জালাল আহমদ, মুন্না আহমদ, নিজাম উদ্দিন গোফরান, জুবায়ের আহমদ, সদস্য:- হোসাইন আহমদ তানভির, সুমন আহমদ, রুমন আহমদ, আজহারুল ইসলাম রাফি, নুমান আহমদ, নাবিল আহমদ, রায়হান আহমদ, তাহিদ আহমদ, এমরান আহমদ, জিহাদুল ইসলাম, ইকবাল আহমদ ইমাদ, সিয়াম আহমদ, রাসুম আহমদ, নায়েফ আহমদ, জাবের আহমদ, ফজল আহমদ, তামিম তালুকদার, আবু সাঈদ জিলান, আদিল তুহিন, মুরাদ আহমদ, সাব্বির আহমদ, হাফিজ এমরান আহমদ, মোঃ আবু তাহের।

07/08/2025

⭕⭕লাইভ সম্প্রচার⭕⭕
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্থান: নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
ভুকশিমইল, কুলাউড়া
আয়োজনেঃ উদীয়মান তরুণ সংঘ, জাব্দা।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when DBS News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DBS News 24:

Share