Dot Gang

Dot Gang Follow The Page

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রিসোর্ট
11/10/2024

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রিসোর্ট

আপনাদের কি মনে হয় 🙂কমেন্ট করে জানাবেন🫵Follow : Dot Gang
19/08/2024

আপনাদের কি মনে হয় 🙂

কমেন্ট করে জানাবেন🫵

Follow : Dot Gang

জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত, সেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র‌্যাবপ্রধানের বৈঠক।🙂 Follow : Dot Gang
08/08/2024

জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত, সেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র‌্যাবপ্রধানের বৈঠক।🙂



Follow : Dot Gang

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি ক...
07/08/2024

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।

Dot Gang 🙂

©

আপনাদের উচিত আমাদের সমন্বয়দের উপর আস্থা রাখা, উনারা যা সিদ্ধান্ত নিবে সবার ভালোর জন্যই নিবে এটাই আমার বিশ্বাস শুরু থেকেই ছিল, এখনো আছে এবং থাকবে।
(পোস্টটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত)

বোরকা পড়ে সব মেয়ে যে রাবেয়া বসরী হয়ে যাবে তা নয়,, কিছু মেয়ের বোরকার নিচে নর্ত**কি লুকিয়ে থাকে 🚫❌ভার্সিটির মেয়েরা ভার্সিট...
31/03/2024

বোরকা পড়ে সব মেয়ে যে রাবেয়া বসরী হয়ে যাবে তা নয়,, কিছু মেয়ের বোরকার নিচে নর্ত**কি লুকিয়ে থাকে 🚫❌
ভার্সিটির মেয়েরা ভার্সিটিতেই সুন্দর🚮
এগুলা বউ হওয়ার যৌগ্য নায়⛔⚠️

Right 💫💥
30/03/2024

Right 💫💥

প্রিয়তমা,শুরুতেই জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। ভালোবাসা কাকে বলে হয়ত আমি বুঝি না। তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি। কেন তোমা...
19/02/2024

প্রিয়তমা,
শুরুতেই জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। ভালোবাসা কাকে বলে হয়ত আমি বুঝি না। তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি। কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না। হয়তো কষ্টের ঝর্ণাটাকে পুর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি ।

তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগে। হয়তো তখনিই তোমার প্রেমে পড়ে গেছিলাম। এখন তোমার কথা না ভেবে থাকতে পারি না। এই চোখে সাগর দেখেছি নীল রাঙা ঢেউ , জানি শুধু জানবে না কেউ । তোমার মিষ্টি হাসি আমার অনেক ভাল লাগে। তোমার জানালার পাশে লুকোচুরি আমার অনেক ভাল লাগে ।

আমি ভুলে যাই নিজেকে তবুও ভুলতে পারি না তোমাকে । আমার অস্তিত্বে কেন যে মিশে ‍ গেছ তুমি। প্রশ্ন করে ও পাই না কোন উত্তর আমার অন্তর আ্ত্তার কাছে। ঠিক যেমনটা তুমিও কখনো জানতে পারবে তোমার অন্তর আত্তার কাছে এর উত্তর ।

তবুও ক্ষমা করে দিও এই অদৃশ্যকে যদি কোন অপরাধ করে থাকি । আর পারবো না কোনদিন তোমাকে ভুলতে ‘তোমাকে ভালবাসি ’ এই কথাটি বলতে তোমাকে ।

ইতি,
তোমার পাগল।
I Love You
I Fell In Love At First Sight, Keep Me By Your Side

আমি তোমাকে ভালোবাসি

Follow : Dot Gang

সাধারণ জনগণ : ভালোবাসা দিবস আসেছে৷ শুধু চিল হবে। 🙂লে পরিক্ষার্থী : ভালোবাসা দিবস পরে আগে পাশ তো করি৷ নিজে বাচঁলে বাপের ন...
12/02/2024

সাধারণ জনগণ : ভালোবাসা দিবস আসেছে৷ শুধু চিল হবে। 🙂

লে পরিক্ষার্থী : ভালোবাসা দিবস পরে আগে পাশ তো করি৷
নিজে বাচঁলে বাপের নাম। পাশ করলে কত প্রেম হবে জীবনে!😑

লে অন্য ক্লাস : দেখ পরিক্ষা দিতে কেমন লাগে! 🤣

শিক্ষার্থীর পরিবার : পাশ না করলে ছেলেরে রিকশা কিনে দিব। আর মেয়েরে বুড়ো বেডটার লগে বিয়া দিমু। 😂

এটাই বর্তমান অবস্থা।
এটা দেখে মজা নেওয়া আমি! 😁
গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আমি সবারই উপকার করি। 😁

Follow this page : Dot Gang 👈

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Dot Gang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category