Waz Media. 24

Waz Media. 24 আমি নয়া দিগন্তের পথিক, তাই চলছি সে পথে যে পথে চলে গেছেন পূর্ববর্তীরা।

27/12/2023

গিবত আর নাসীহার মাঝে পার্থক্য কি??
মুফতী আব্দুল মালেক হাফি.

27/12/2023

হাফিজুর রহমান সিদ্দিকি রাসূল সাঃ সিরাত নিয়ে অপব্যাখ্যা করলো এর প্রতিবাদ না করে একদল অন্ধ জাহেলে মুরাক্কাব মুরিদ এই ইস্যুতেও উসামা সাহেবের বিরোধিতা করছে।।
এই পীর পূজক জাহেলদের তাওবা নসীব হবে কিনা আল্লাহ মা'লুম।

26/12/2023

লা-ইলাহা ইল্লাল্লাহু বলবেন আবার সামাজিক শিরক করবেন এ-লা ইলাহা ইল্লাল্লাহু কোন কাজে আসবে না।।
শাইখ হারুন ইজহার হাফি.

এক কণ্ঠ ব্যবসায়ী ❌❌ইনি একজন কণ্ঠ ব্যবসায়ী এবং মূর্খ বক্তা। এদের উপদ্রবের কারণে ওয়াজের রূহানী ময়দান আজ বাঘাড়ে পরিণত হ'য়েছ...
12/12/2023

এক কণ্ঠ ব্যবসায়ী ❌❌

ইনি একজন কণ্ঠ ব্যবসায়ী এবং মূর্খ বক্তা। এদের উপদ্রবের কারণে ওয়াজের রূহানী ময়দান আজ বাঘাড়ে পরিণত হ'য়েছে।
নিজের জিহালত আর গলাবাজি নিয়ে আবার বিশাল গর্ববোধ করেন। তার মতে তাদের মতো কণ্ঠধারী ওয়ায়েজের জন্য নাকি কওমী সমাজের শ্রোতা বেড়েছে। অথচ ওয়াজের ময়দানে আসল লক্ষ্য হওয়া উচিত ছিল হিদায়াত। আজকালের বক্তারা শ্রোতা বৃদ্ধিকে সাফল্য মনে করে। নিজেদের সুরেলা হিসেবে প্রতিষ্ঠা করে বিশাল ওয়ায়েজ দাবি করছে আবার তার পক্ষে খুড়ো যুক্তিও পেশ করছে। আমাদের নবী স. থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কিংবা আয়েম্মা কেরামের ওয়াজের তরিকা নিয়ে জানাশোনার সময় এই মহাশয়ের হয়না। তিনি আসছে যুক্তি দিতে সমসাময়িক কয়েকজনের বিচ্ছিন্ন ওয়াজকে নিয়ে। জেনে রাখা ভালো যে, সুরেলা ওয়াজ আর মাওয়িজায়ে হাসানা এক নয়। নমনীয় কণ্ঠে ওয়াজ করা আর বানোয়াটি সুর এক জিনিস নয়—তা কে বুঝাবে এই জাহেলকে। আমাদের উচিত এই সমস্ত ব্যবসায়ীদের বয়কট করা।

08/12/2023

প্রতি এলাকায় এমন একজন খতিব প্রয়োজন।

ত্বগুতকে বর্জন করতে হবে তারপর ইমান আনতে হবে।
বর্তমান শাসকদের যা বললেন 👉 মাও: মোল্লা মাহমুদ হাসান হাফিঃ.

#শেয়ার করুন। প্রচার করে দাওয়াতি কাজে সহযোগী হোন। জাযাকাল্লাহ।

08/12/2023

শাসকের সামনে পূর্বসুরী উলামায়ে কেরাম,যেভাবে বসতেন!

ইতিহাস খ্যাত সম্রাট তৈমুর লং।
পায়ে সমস্যা থাকায় দরবারের চেয়ারে বসার সময় এক পা সামনের লোকদের দিকে ছড়িয়ে বসত।
সে যুগের শ্রেষ্ঠ আলেম সাদ উদ্দিন তাফতাযানি (রহ:)
একবার সম্রাটের দরবারে যেতে বাধ্য হলেন।
তিনি এক পা সম্রাটের দিকে ছড়িয়ে বসলেন।
জিজ্ঞাসা করা হল,সম্রাট তো পায়ে সমস্যা থাকায় এভাবে বসেন থাকেন।আপনি কেন এভাবে বসলেন?

তিনি বললেন,আলেমদের মর্যাদা রক্ষায় আমি সম্রাটের দিকে পা ছড়িয়ে বসেছি।কেননা যে ব্যক্তি সম্রাটের সমস্যার কথা জানেনা,সে ভাববে সম্রাট আলেমের সামনে দম্ভ করে বসতেন,
ইতিহাস এভাবে লেখা হবে।

আজকাল শাসকের সামনে দরবারি আলেমদের মাথা নীচু/কাচুমাচু হয়ে বসে থাকতে দেখা যায় আবার কাউকে দেখা যায় হাত জোড় করে দাড়িয়ে থাকতে।
শত ধিক! এমন দরবারি আলেমদের প্রতি।

আল্লাহ এমন বেগায়রাত(আত্মমর্যাদাহীন)
আলেমদের খপ্পর হতে জাতিকে রক্ষা করুন।

আলহামদুলিল্লাহ 🖤🖤
07/12/2023

আলহামদুলিল্লাহ 🖤🖤

07/12/2023

আপনি অনেক কথা পরিস্থিতির দোঁহায় দিয়ে, বলতে পারেন না কারন আপনি ভীরু।

তবে সবাই আপনার মত ভীরুনা অনেকেই নিন্দুকের নিন্দার তোয়াক্কা না করে পরিস্থিতি যেমনি হোক হক্বের কথা বলতেই থাকে।
# আপনি পারেন না চুপ থাকুন, তবে যারা বলে তাদের বিরুদ্ধাচরণ করবেন না।

07/12/2023

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত,

يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ، يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ، وَانْتِحَالَ الْمُبْطِلِينَ، وَتَأْوِيلَ الْجَاهِلِينَ .

প্রত্যেক প্রজন্মের নির্ভরযোগ্য নেককার উত্তরসূরীরা (পূর্বসূরীদের কাছ থেকে) এই দ্বীনী ইলম ধারণ করবে। আর গুলুকারীদের বিকৃতি, ইসলামবিরোধী বাতিলপন্থিদের মিথ্যাচার এবং মূর্খদের অপব্যাখ্যা বিদূরিত করবে (এবং দ্বীনের স্বরূপ সংরক্ষণ করবে)। Ñশরহু মুশকিলিল আছার, ৩৮৮৪

নবীজী ইরশাদ করেনÑ

لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ.

এই উম্মতের একটি দল সর্বদা হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের বিরুদ্ধাচরণকারীরা তাদের দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। যাবৎ না কেয়ামতের নির্ধারিত আলামত প্রকাশ পায়। Ñসহীহ মুসলিম, হাদীস ১৯২০

ইসলাম সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা । ফলে কোনো যামানাই আহলে ইলম থেকে শূন্য হয় না। ইসলামধর্মে বিকৃতি সাধন করে কেউ কখনো পার পায় না। আগের, পরের কিংবা সমকালের অধিকাংশ আহলে ইলম এবং শাস্ত্রজ্ঞ মনিষী ঐ বিকৃতি নস্যাৎ করে দেন। ইসলাম-অনিসলামের পার্থক্য দিন-রাতের মতই পরিষ্কার করে দেন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waz Media. 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share