Arif

Arif I love being weird..
(4)

18/01/2025

"ইচ্ছে"
ইচ্ছে যাব মহাসমুদ্র ছেড়ে বহুদূর।
ভয় এইটাই যদি এর আগে হয়ে যায় ভোর।

আকাশ পাতাল ছাড়িয়ে যাব হারিয়ে।
তাই সব কিছু সহ্য করে নাও নিরবে।

ভেঙে দাও সব সীমানার বাঁধন।
হাসিল করে নাও, যা চায় তোমার ঐই মন।

দিয়ে দাও নিজের সব চেষ্টা উজাড় করে।
গড়ে নাও নিজের রাজ্য কোথাও এক দূরে।

কি? কিভাবে?কোথায়? এরকম অনেক প্রশ্ন উঠবে তখন।
কিন্তু তোমার হাসি হবে তখন সবকিছুর উদাহরণ।

মলিন ঐই চেহারায় হাসির ফুল ফুটবে।
যার দীর্ঘ অপেক্ষা ছিল কবে থেকে।

ক্ষমা করে দিও তাদের, যাদের চিন্তা ভাবনায় তুমি ছিলে নিচে।
কারন ক্ষমা করার মতো সুন্দর দৃশ্য! কোথাও পাবে না খুঁজে।

Don't stop!! যতক্ষণ না, নিজেকে খুজে পাও।
ভাবনায় রাখো ঐইদিনে ঐই বিজয়ী হাসি, এবং নেমে যাও।

লেখক:আরিফুর রহমান।
কবিতা নং: ৯৮.

11/11/2024

🗣️ ভর্তি চলছে ! 🗣️ ভর্তি চলছে !
*সুপ্রিয় S𝗦𝗖-25 এবং HSC-25 ব্যাচের শিক্ষার্থীরা,তোমদের জন্য..............
শিক্ষার্থীরা,আপনাদের test or pre test পরীক্ষা শেষ হয়েছে কিছু দিন হলো।হয়তোবা ঘুরাঘুরি ও অলসতায় কাটছে দিন।কিন্তু ছাত্র জীবন হচ্ছে অধ্যবসায় ও চেষ্টা চালিয়ে যাওয়ার।মনে রাখতে হবে আরো অনেক দূর যেতে হবে।প্রিয় শিক্ষার্থী এগিয়ে থাকতে হলে আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা ও পরিকল্পনা করতে হবে,ফলে আপনি সাধারণের মধ্যে থাকলেও সময় আপনাকে ঠিকই খুঁজে নিবে ইনশাআল্লাহ।
🕒 ক্লাস শুরুঃ সম্ভাব্য তারিখ 30- December-2024

💥 🎯 #একাদশ_শ্রেণির ব্যাচসমূহে ভর্তি চলছে।

🔰ক্লাস নিবেনঃ কলেজ শিক্ষক ও সাস্টে অধ্যয়নরত এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষার্থী।
কোচিং পরিক্রমা -
**প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস ও 4 দিন পরীক্ষা **
1.আমাদের রয়েছে সাফল্যের ২৮ বছরের অনন্য অভিজ্ঞতা
2. সকল বিষয়ে স্পেশাল হ্যান্ডনোট প্রদান
3.প্রতিটি সাবজেক্টের স্পেশাল সাজেশন 📑
4. ছাত্রছাত্রীদের পৃথক ব্যাচ
5. কলেজ ভিত্তিক পৃথক ব্যাচ 🎓
6. প্রতিটি পরীক্ষার ফলাফল ও ক্লাস উপস্থিতির রেকর্ড এবং ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার প্রদান 🎁
7. নিয়মিত ক্লাস মনিটরিং 🔍
8. মাল্টিমিডিয়া ক্লাস রুম
9. প্রয়োজনে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা 📚
10. Exclusive Solve ক্লাস এর ব্যবস্থা 📃
11. সিলেবাস শেষে এইচ এস সি পরীক্ষার অনুরূপ Super Model Test গ্রহণ 📜

#ভর্তি সংক্রান্ত তথ্যঃ
Course ফিঃ SSC-10000/টাকা Hsc-12000/
প্রধান শাখা, আম্বরখানা: ০১৭১৫৪৫৫৩৫৮,
২য় শাখা: চন্ডিপুল:০১৮৭৮৪৯৬২৭৩

12/07/2024

We are just friends!!

15/03/2024

🥱😂

06/01/2024

Avijit Dutta 12th Fail মুভিটা দেখার পর একেকজন একেক কাজ করতেসে।

কেউ ১৬ ঘন্টা পড়া শুরু করেছে, কেউ এমপিথ্রি কিনেছে, কেউ আবার আইএলটিএসের বই টই ছিড়ে ফেলে এমপিথ্রি কেনার জন্য নীলক্ষেত যাইতেসে।

আর আমার ছোটভাই ব্রোকেন হার্ট সাব্বির বিড়ি ধরাইতে ধরাইতে বলে, এই মুভি দেখে কী শিখলাম ভাই,জানেন? পরিশ্রম টরিশ্রম পরের কথা, আসলে দরকার শ্রদ্ধার মতো সুন্দরী, সেক্সি, জিরো ফিগার একটা গার্লফ্রেন্ড।

গতকিছুদিন প্রেমের মোটিভেশনে ভাটা পড়সিলো, এই মুভি দেখে আবার মেয়েদের নক দেওয়া শুরু করেছি। এইবার আমার বিসিএস আর ঠেকায় কে?

😒
04/01/2024

😒

03/01/2024

One hi one code for you.♡
910 : Love you
0563 : please don't leave me .
5801: please inbox me .
1345 : you're so cute .
6789 : i miss our bond .
1242 : i love you endlessly.
7822 : let's play truth or dare.
6677 : can we be friends .
2345 : dedicate a song to me .
8902 : what's your favorite memory .
1007 : you make me happy .
0034 : i have a crush on you .
9972 : i think you are a nice person .
1992 : assume three things about me .
2008 : i want to meet you.
9080 : i always want you.
7777 : your favorite love song.
2067 : you seem kind.
0021 : you have a great music taste.

Address

Sylhet

Telephone

+8801708971638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif:

Share

Category