18/01/2025
"ইচ্ছে"
ইচ্ছে যাব মহাসমুদ্র ছেড়ে বহুদূর।
ভয় এইটাই যদি এর আগে হয়ে যায় ভোর।
আকাশ পাতাল ছাড়িয়ে যাব হারিয়ে।
তাই সব কিছু সহ্য করে নাও নিরবে।
ভেঙে দাও সব সীমানার বাঁধন।
হাসিল করে নাও, যা চায় তোমার ঐই মন।
দিয়ে দাও নিজের সব চেষ্টা উজাড় করে।
গড়ে নাও নিজের রাজ্য কোথাও এক দূরে।
কি? কিভাবে?কোথায়? এরকম অনেক প্রশ্ন উঠবে তখন।
কিন্তু তোমার হাসি হবে তখন সবকিছুর উদাহরণ।
মলিন ঐই চেহারায় হাসির ফুল ফুটবে।
যার দীর্ঘ অপেক্ষা ছিল কবে থেকে।
ক্ষমা করে দিও তাদের, যাদের চিন্তা ভাবনায় তুমি ছিলে নিচে।
কারন ক্ষমা করার মতো সুন্দর দৃশ্য! কোথাও পাবে না খুঁজে।
Don't stop!! যতক্ষণ না, নিজেকে খুজে পাও।
ভাবনায় রাখো ঐইদিনে ঐই বিজয়ী হাসি, এবং নেমে যাও।
লেখক:আরিফুর রহমান।
কবিতা নং: ৯৮.