
04/06/2025
আল্লাহর মেহমানগণ মিনায় অবস্থান শুরু করেছেন।
আলোকোজ্জ্বল মিনা যেন
হাজ্জিদের পদচারণায় আরো আলোকিত হয়ে উঠছে।
আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের হজ্জে
হাজ্জী সাহেবদের হজ্জের মূল কার্যক্রম।
আগামীকাল সকালে আরাফাত এর উদ্দেশ্যে,
অতপর মুযদালিফায়, মিনা হয়ে
হাজ্জের মূল তাওয়াফ ও সাঈ শেষ করে
তিনদিনের মিনায় অবস্থান।
এ যেন এক প্রাণসঞ্চারক কর্মসূচি, লাইফচেঞ্জিং জার্নি।
মহান আল্লাহ সবাইকে হাজ্জে মাবরুর দান করুন।
আল্লাহুম্মা আমীন।🤲🕋