ZAKIGANJTIMES.com

ZAKIGANJTIMES.com জকিগঞ্জ টাইমস মাল্টিমিডিয়া

সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত  ২বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকা...
18/06/2025

সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী।

তিনি দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তানরাও ছিলেন। আহত জুনেদের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মোগলাবাজার থানা পুলিশ।

একই দিনে দুপুরে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রার গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ ঘটে। এতে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হন।

বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ রাস্তায় নামা মানে এখন যেন ‘সাপলুডু’ খেলা প্রতিটি গর্ত মানেই শরীরে নতুন ঝাঁকুনি আর মনে পুরনো দু...
12/06/2025

বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ রাস্তায় নামা মানে এখন যেন ‘সাপলুডু’ খেলা

প্রতিটি গর্ত মানেই শরীরে নতুন ঝাঁকুনি আর মনে পুরনো দুঃখ! সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের সঙ্গে সিলেট শহরের যোগাযোগ রক্ষাকারী বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ রাস্তায় নামা মানে এখন যেন ‘সাপলুডু’ খেলা—তফাৎ শুধু এতটুকু, এখানে সাপ নেই, শুধু গর্ত আর গর্ত!সিলেট থেকে জকিগঞ্জ - বিয়ানীবাজার যেতে হলে এখন আর গাড়ির লাইসেন্স নয়, লাগে কোমরের জোর আর ঘাড়ে একটা মালিশ তেল। ২২ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এক দশকের বেশি সময় ধরে কোনো সংস্কার না হওয়ায় শেওলা-জকিগঞ্জ রোড মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় গর্তে জমে থাকা পানি আর কাদার কারণে যানবাহন আটকা পড়ে একদিকে যেমন ঘটছে দুর্ঘটনা, অপরদিকে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির দাপটে রাস্তায় চলা দুর্বিষহ হয়ে পড়ে। গত কয়েক মাস ধরে সড়ক যেন রীতিমতো অ্যাডভেঞ্চার পার্কে রূপ নিয়েছে।
একজন মোটরসাইকেলচালক সিলেট আই নিউজকে বলেন, “প্রতিদিনই নতুন গর্তে ঢুকি, পুরানগুলো চেনা হয়ে গেছে! এখন গর্ত গুনেই গন্তব্যের হিসাব করি।

রাস্তাটি শুধু জকিগঞ্জ নয়, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ পুরো পূর্ব সিলেট অঞ্চলের মানুষের একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। অথচ বছরের পর বছর ধরে সেটা যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম সূত্রে জানান, ২কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। ২মাস পূর্বে শুরু হওয়া এই কাজ চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে এটাকে প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের মতে রাস্তাটির বেহাল দশা দেখে বুক কাঁপে। প্রতিদিন এই পথে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ চলাচল করে। একজন অসুস্থ রোগী যদি সময়মতো হাসপাতালে না পৌঁছায়, তার মৃত্যুর দায় কে নেবে? স্থানীয় বাসিন্দারা মানুষের দুঃখ-দুর্দশার স্থায়ী সমাধানে দ্রুত পূর্ণাঙ্গ সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সিলেট জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশিদ মামুন এলাকার উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন সংশ্লিষ্টরা কাজ না করলে দুই উপজেলার জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি মাঠে আন্দোলনে নামবে। সীমান্তবর্তী উপজেলা হলো জকিগঞ্জ ও কানাইঘাট। উন্নয়ন বঞ্চিত এ দু’উপজেলা নিয়ে সংসদীয় সিলেট-৫ আসন। গত ১৭ বছরে দুই উপজেলায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত দুই অঞ্চলের মানুষ। অবস্থাদৃষ্টে বলা চলে ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা’। বেহাল অবস্থার কারণে বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগ হয়ে পড়েছে। সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এ ইস্যুতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও যোগাযোগ করেও ফলপ্রসূ না হওয়ায় এবার আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামুনুর রশিদ বলেন, জেলা সদর থেকে প্রায় ১০০ কি.মি দূরে জকিগঞ্জ এবং কানাইঘাটেরও দূরত্ব ৭০ কিলোমিটার। জেলা সদর হতে এমন দূরবর্তী উপজেলা বাংলাদেশের অন্য কোথাও খুব কমই আছে। গত ২০২২ সালের বন্যার পর এই দুই উপজেলার ছোট-বড় সব রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। প্রধান সড়কগুলোর সমস্যাও নাজুক। উপজেলার প্রত্যেকটি রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এছাড়াও উপজেলা ও পৌর এলাকার সকল ফিডার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দ ও গর্ত তৈরি হয়ে অবস্থা বেহাল ধারণ করেছে। কানাইঘাট উপজেলার চিত্র আরও ভয়াবহ। জেলা সদরের সঙ্গে কানাইঘাট উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তা গাজী বুরহান উদ্দিন সড়কটি যেনো নরকের পথ হয়ে আছে।

এসব সড়কে আওয়ামী লীগের আমলে কোনো ধরনের উন্নয়ন হয়নি। এরপরও বন্যায় আরেক দফা ক্ষত-বিক্ষত হয়েছে। সম্পূর্ণ রাস্তায় বড় বড় গর্ত ও খানা-খন্দকে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। এছাড়া কানাইঘাট-দরবস্ত রাস্তা, গাছবাড়ি-হরিপুর রাস্তা, কানাইঘাট-সুরইঘাট রাস্তা, চতুল-সুরইঘাট-বড়বন্দ রাস্তাসহ উপজেলা ও পৌর এলাকার প্রত্যেকটি ফিডার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তাগুলোতে প্রতিদিন নানা দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীদেরকেও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে ডেলিভারি ও জটিল রোগীদেরকে নিয়ে বিড়ম্বনার শেষ নেই। বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণকে এই দুর্ভোগ থেকে রক্ষা করার লক্ষ্যে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিভিন্নভাবে যোগাযোগ করেছে। কিন্তু কার্যকরী কোনো ফল পায়নি।

জকিগঞ্জ-বিয়ানীবাজারবাসীর একটাই চাওয়া—এই গেমটা আর খেলতে ইচ্ছা করছে না। কেউ যদি রাস্তার গর্তগুলো গুনে গিনেস বুকে নাম তুলতে চান, তো সুযোগ এখনই!

সিলেটে টানা বৃষ্টির সম্ভাবনা চার দিনসিলেট বিভাগে  রোববার থেকে চার দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাও...
08/06/2025

সিলেটে টানা বৃষ্টির সম্ভাবনা চার দিন

সিলেট বিভাগে রোববার থেকে চার দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসের তথ্যমতে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরদিন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস |



বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সুজন চৌধুরীজকিগঞ্জ টাইমস ডেস্ক::-পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অ...
07/06/2025

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সুজন চৌধুরী

জকিগঞ্জ টাইমস ডেস্ক::-
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জের বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, রোচক ফুট কোম্পানির চেয়ারম্যান ও জকিগঞ্জ টাইমস.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি সাইদুল ইসলাম চৌধুরী (সুজন)।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

যে কারণে ভয়াবহ ঝুঁকিতে জকিগঞ্জসুরমা-কুশিয়ারা নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘অরক্ষিত’ বাঁধের কারণে ভয়াবহ বন...
02/06/2025

যে কারণে ভয়াবহ ঝুঁকিতে জকিগঞ্জ

সুরমা-কুশিয়ারা নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘অরক্ষিত’ বাঁধের কারণে ভয়াবহ বন্যা ঝুঁকিতে রয়েছে সিলেট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে বিভিন্ন এলাকার নদী প্রতিরক্ষা বাঁধ। এছাড়া বৃষ্টির মৌসুম শুরুর আগে তড়িঘড়ি করে কয়েকটি ইমার্জেন্সি প্রকল্পের কাজ শেষ করায় নড়বড়ে অবস্থাতেই থেকে গেছে নির্মাণাধীন বাঁধ। এ অবস্থায় কয়েক দিনের টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বাঁধগুলো। এরইমধ্যে কুশিয়ারা নদীর তিনটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।

জানা যায়, জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন স্থানে সুরমা-কুশিয়ারার প্রবল স্রোতের তোড়ে কয়েকটি স্থানে ডাইকে (নদী প্রতিরক্ষা বাঁধ) ফাঁটল দেখা দিয়েছিল। যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের শঙ্কা ছিল। সোমবার সেই শঙ্কা বাস্তবে রূপ নেয়। জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের প্রায় ১শ ফুট ও বাখরশাল গ্রামে ৪০-৫০ ফুট, খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকার ৩০-৪০ ফুট বাঁধ ভেঙে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। জকিগঞ্জ উপজেলার কুশিয়ার নদী তীরবর্তী আরও কয়েকটি এলাকায় বাঁধের সমান উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে চরম শঙ্কায় রয়েছেন কুশিয়ারা তীরবর্তী মানুষজন। যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে সুরমা নদীর ৮০ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজও হচ্ছে ধীর গতিতে। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৬ জুন। কিন্তু ধীর গতিতে কাজ হওয়ায় এখন পর্যন্ত তিনটি প্রকল্পের কাজ শেষ হয়েছে ৩২ থেকে ৪৮ শতাংশ। বাকি দুটির কাজ কাগজে-কলমে ৯০ শতাংশ শেষ হলেও বাস্তবে অনেক কাজ বাকি রয়েছে।

২০২২ ও ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ভাঙনের পর গত বছর জকিগঞ্জ উপজেলায় সুরমা-কুশিয়ারা নদীর অন্তত ২০-২৫টি স্থানে ইমার্জেন্সি প্রকল্পের কাজ শুরু করে পাউবো।

নতুন বাঁধে বুক বাঁধছেন হাওরের কৃষকরা নিশ্চিহ্ন সিডিএসপি বাঁধ, হুমকিতে মৎস্য প্রকল্প নেত্রকোনায় হাওরে ফসল রক্ষা বাঁধ সংস্কারে ধীরগতি

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর সময় কিছু বস্তা ও মাটি ফেলে রাখা হয়। পরে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। আবার যখন শুরু হয় তখন বিএসএফের বাধায় আবার কাজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় চার-পাঁচমাস কাজ বন্ধ ছিল। পরে বৃষ্টিপাত শুরুর আগে তড়িঘড়ি করে কিছু মাটি ফেলা হয়।

গত কয়েক দিন থেকে টানা বর্ষণ ও উজানের ঢল নামায় পানির প্রবল চাপে এসব বাঁধের মধ্যে ফাঁটল দেখা দিয়েছে। জকিগঞ্জের ছবরিয়া, শরীফগঞ্জ, থানাবাজারা, রারাইসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি স্থানে ফাঁটল দেখা গেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এখন নদীর পানি বাড়ায় ও প্রবল স্রোতের তোড়ে ওই বাঁধে ফাঁটল ধরেছে। যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।

আমলশীদ এলাকার বাসিন্দা মর্তুজা আহমদ বলেন, ডাইকের সমান উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। গত বছর ডাইকের বিভিন্ন ভাঙা অংশে মাটি ও বস্তা দিয়ে রাখা হয়। কিন্তু পুরোনো ডাইকের মতো শক্ত করা হয়নি। এখন পানির চাপে নড়বড়ে অবস্থা। যেকোনো সময় বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে পারে। আবার পানি বাড়লে ডাইক উপচেও পানি প্রবেশ করতে পারে।

আরও পড়ুন:

সড়কে ঈদ কাটে ২২ হাজার ট্রাকচালক-শ্রমিকের ভারতের নিষেধাজ্ঞায় শেওলা স্থলবন্দরে রপ্তানিতে অচলাবস্থা অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে সিলেটের অত্যাধুনিক বাস টার্মিনাল

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাক আহমদ চৌধুরী জাগো নিউজকে বলেন, নদী প্রতিরক্ষা বাঁধের কাজ চলা অবস্থায় বিএসএফ এসে বাধা দেয়। স্থানীয়রা প্রথম দিকে প্রতিবাদ করেন। কিন্তু পরে বিএসএফ গুলি করার হুমকি দেয়। পরে আর কাজ করা হয়নি। বিষয়টি পাউবোকে আমরা জানালে তারা বলেন, চুপিসারে যতটুকু করা যায় করতে হবে। এভাবেই কাজ হয়েছে।

তিনি আরও বলেন, কিছু কিছু এলাকায় ইমার্জেন্সি প্রকল্পের কাজ একাধিকবার করা হয়েছে। তবুও বাঁধ শক্তিশালী হয়নি। ছবরিয়া এলাকায় নদীর ভেতরের অংশে বড় ধরনের খাঁদ রয়েছে। পাউবো থেকে ভেতরের অংশে কাজ না করে দিলে এই বাঁধ স্থায়ীভাবে মেরামত হবে না। এখন যেসব এলাকায় ফাঁটল দেখা দিয়েছে সেখানে সংস্কার কাজ করা হবে।

আরও পড়ুন:লবণ বিতরণের মহৎ উদ্যোগে জল ঢালছে স্বজনপ্রীতি অনলাইনে চলছে পশু কেনাকাটা, আয়োজন নেই ই-ক্যাবের ৯ বছরেও স্থানান্তর হয়নি ফেরিঘাট, কাজে আসছে না শতকোটি টাকার সড়ক

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশল দীপক রঞ্জন দাশ জাগো নিউজকে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে সুরমা ও কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের সবকটি জায়াগায় বিএসএফ বাধা দিচ্ছে। যে যে জায়গায় নদীর কেন্দ্র থেকে ১৫০ মিটার এলাকায় বাঁধ নির্মাণ কাজ চলছিল, সেসব জায়াগায় বিএসএফের বাঁধায় কাজ বন্ধ রয়েছে। বিএসএফ বলছে জকিগঞ্জ কানাইঘাট সীমান্ত এলাকার নদীগুলোর সীমানা নির্ধারণ করা হয়নি।। আন্তর্জাতিক আইন অনুসারে নদীর সীমানা নির্ধারণ করা না হলে বা পিলার না থাকলে তারা কাজ করতে দেবে না।

তিনি আরও বলেন, পাউবোর পক্ষ থেকে এই বিষয়টি বিজিবি ও যৌথ নদী কমিশনের কাছে জানানো হয়েছে। এই দুটি সংস্থা ভারতের সঙ্গে অসংখ্যবার দ্বিপাক্ষিক বৈঠক ও পতাকা বৈঠক করেছে। তবুও সমাধান হয়নি। সম্প্রতি ভারত তাদের সীমান্তে নদী প্রতিরক্ষার কাজ করার জন্য আমাদের চিঠি দিয়েছে। কিন্তু আমরা বলেছি, তারা কাজ করলে আমরাও কাজ করবো। এখন এই অবস্থাতেই রয়েছে।

যেসব জায়গায় বিএসএফের বাধা নেই সেসব প্রকল্প নিয়ে তিনি বলেন, সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। বর্তমানে বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পানির চাপে বিভিন্ন স্থানে বাঁধে ফাঁটল ধরেছে। আমাদের লোকজন সেসব এলাকায় গিয়ে আজ কাজ করবে।

তিনি বলেন, বিএসএফের বাধার কারণে সুরমা ও কুশিয়ারার অন্তত ৩০টি স্থানে বাঁধ নির্মাণের কাজ বন্ধ ছিল। এখন বৃষ্টিপাতের কারণে কাজ করা যাবে না। পানি কমলে আবার কাজ শুরু হবে।

সুরমার প্রতিরক্ষায় ৮০কিলোমিটার ডাইক নির্মাণ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এতদিন কাজ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু হবে। বিএসএফ আর বাধা দেবে কি না সেটা কাজ শুরু করলে বোঝা যাবে।

সিলেটে বন্যার শঙ্কাপ্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় যথাক্রমে ৩৫টি ও ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা ...
31/05/2025

সিলেটে বন্যার শঙ্কা

প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় যথাক্রমে ৩৫টি ও ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ।

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতোমধ্যে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল। ঢলের কারণে সড়কে উপচে পড়েছে পানি। একই সঙ্গে ভারী বর্ষণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। সেই সঙ্গে নগরীর অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

আজ শনিবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের উপসহকারী কর্মকর্তা রৌদ্রা তালুকদার। তিনি বলেন, ‘সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি কানিশাইল পয়েন্টে বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচে, আর কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে।

এদিকে জকিগঞ্জ, বালাগঞ্জ, গোয়াইনঘাট ও বিশ্বনাথ উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। সাদা পাথর, জাফলংসহ সীমান্তবর্তী পর্যটনস্পট পানিতে তলিয়ে গেছে।

গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার বলেন, ‘নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনও আশঙ্কা নেই। উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে। বন্যা পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

জাফলং পর্যটনস্পটের ট্যুরিস্ট পুলিশের ওসি শাহাদাৎ হোসেন সূত্রে জানান, জাফলংয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি বাড়ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পর্যটকদের ঝুঁকি এড়িয়ে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

জকিগঞ্জের আ.লীগের ৩ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশসিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ে...
24/05/2025

জকিগঞ্জের আ.লীগের ৩ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।

শনিবার (২৪ মে) দুপুরে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল এ নির্দেশ দেন। তারা হলেন- জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, আওয়ামী লীগ সদস্য শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন। শুনানিতে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতের কাছে তিন নেতার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। পরে বিচারক শনিবারে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন বলেন, জকিগঞ্জ থানার মামলা নম্বর ১০ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে ওই তিন আসামিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যেতে পারে।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ৫ আগস্ট পরবর্তী সময়ে জকিগঞ্জ থানায় একটি মামলা ও দ্রুত বিচার আদালত সিলেটের নির্দেশে থানায় আরও তিনটি মামলা হয়। ওই চার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা নেতাকর্মীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিলেটের ৩ কৃতি শিক্ষার্থীর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন  পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামি...
18/05/2025

সিলেটের ৩ কৃতি শিক্ষার্থীর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন



পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন সিলেটের ৩ কৃতি শিক্ষার্থী। কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন শেষ করায় তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার ১২ মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ওয়া উসূলুদ দ্বীন ডিপার্টমেন্ট থেকে মুমতাজ তথা ফার্স্টক্লাস লাভ করেছেন সিলেটের ইমদাদ উল্লাহ আনসারী ও মুনাজ্জির আহমাদ এবং হাদীস ডিপার্টমেন্ট থেকে হাফিজ মাহফুজ আহমদ। জমকালো সমাবর্তনে তারা সংবর্ধিত হন।

সিলেটের ৩ কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে ইমদাদ উল্লাহ আনসারী ও মুনাজ্জির আহমাদ সিলেটের মেজরটিলায় অবস্থিত মুয়াজ বিন জাবাল (রা.) কোরআনিক ইন্সটিটিউট থেকে হিফজ সম্পন্ন করে ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করেন। এছাড়া হাফিজ মাহফুজ আহমাদ সিলেট আলীয়া মাদ্রাসা থেকে আলিম ও ঢাকাস্থ জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে তাকমিল ফিল হাদিস পাশ করেছিলেন।

জকিগঞ্জের আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতা কারাগারে সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নাম...
12/05/2025

জকিগঞ্জের আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতা কারাগারে


সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১২ মে) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পনকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত ৪টি মামলার আসামি। এর আগে তারা উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেছিলেন।

জামিন নামঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন।

আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলী, জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী, আব্দুল মালিক, যুবলীগ নেতা সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, সাবেক সভাপতি দেলওয়ার চৌধুরী, আজহার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদ আহমদ ও যুগ্ম সম্পাদক সাগরসহ ২৬ নেতাকর্মী।

জকিগঞ্জের যুবলীগ নেতা এমাদ উদ্দিন আটকসিলেটের জকিগঞ্জের যুবলীগ নেতা এমাদ উদ্দিনকে (৪০)গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।আ...
28/04/2025

জকিগঞ্জের যুবলীগ নেতা এমাদ উদ্দিন আটক

সিলেটের জকিগঞ্জের যুবলীগ নেতা এমাদ উদ্দিনকে (৪০)গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

আজ (২৭ এপ্রিল) রবিবার বিকাল ৩ ঘটিকার সময় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২নং বীরশ্রী ইউনিয়নের মাসুম-বাজার থেকে অভিযান চালিয়ে এমাদ উদ্দিনকে গ্রেফতার করে।

যুবলীগ নেতা এমাদ উদ্দিন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। এবং এমাদ উদ্দিন ২নং বীরশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন , পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এমাদ উদ্দিনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত এমাদ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধারতিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বন্যপ্রানী ব্যবস্থাপ...
23/04/2025

কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার

তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সোমবার(২১ এপ্রিল)দুপুরে উপজেলার শমসেরনগর বড়চেক এলাকা থেকে গন্ধগোকুলের শাবক গুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়,আজ সকালে স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি বনবিভাগকে অবগত করে।পরে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে বড়চেক এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে গন্ধগোকুলের শাবক গুলো উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের এফজি তাজুল ইসলাম,সোহেল শ্যাম(সদস্য SEW)সহ আরও অনেকে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান সত্যতা নিশ্চিত করে বলেন,গন্ধগোকুলের শাবক গুলো উদ্ধার করা হয়েছে এ গুলোর বয়স একমাসের মতো হবে।গন্ধগোকুলের শাবক গুলো
জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যার জন্য রাখা হয়েছে।পরবর্তীতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

জকিগঞ্জের নিখোঁজ ৬ জনকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ জকিগঞ্জের নিখোঁজ ৬ জনকে টেকনাফের রাজার ছড়া গ্রামের দূর্গম পাহাড়ে ...
22/04/2025

জকিগঞ্জের নিখোঁজ ৬ জনকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ

জকিগঞ্জের নিখোঁজ ৬ জনকে টেকনাফের রাজার ছড়া গ্রামের দূর্গম পাহাড়ে অভিজান চালিয়ে আগে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশের একটি দল। এই তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ এমাদের ভাই বাহার উদ্দিন।
একইসাথে তারা ৬জন গত (১৫ এপ্রিল) সিলেট থেকে থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরদিন (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম ও কক্সবাজার পৌঁছা পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলেও এরপর থেকে তাদের সকলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় |

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ZAKIGANJTIMES.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZAKIGANJTIMES.com:

Share