Touch Of Sylhet

Touch Of Sylhet টাচ অব সিলেট অনলাইন মিডিয়ায় আপনাকে স্বাগতম। লাইভ সংবাদ ও ভিডিও প্রমোটের জন্য যোগাযোগ করুন : 01610393559

✨পবিত্র ঈদে মিলাদুন্নবির র‍্যালী✨❤ বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া🌙 মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনকে স্মরণ করে ...
06/09/2025

✨পবিত্র ঈদে মিলাদুন্নবির র‍্যালী✨
❤ বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া

🌙 মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনকে স্মরণ করে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ঈমানের স্রোতে মেতে উঠলো হাজারো জনতা।
🕌 রাস্তাজুড়ে তাকবির ধ্বনি, স্লোগানে মুখরিত ঈমানী র‍্যালি।

#ঈদে_মিলাদুন্নবী
#তালামিযে_ইসলামিয়া
#নবীর_ভালোবাসা

06/09/2025

শুভ সকাল সিলেট

✈️💻এখন থেকে সিলেট বিমানবন্দরে ফ্রি WiFi ও ফোন সুবিধা!দেশের বাইরে নয়—নিজের শহরেই এখন বিশ্বমানের অভিজ্ঞতা 🌍✨ জেলা প্রশাসন,...
06/09/2025

✈️💻
এখন থেকে সিলেট বিমানবন্দরে ফ্রি WiFi ও ফোন সুবিধা!
দেশের বাইরে নয়—নিজের শহরেই এখন বিশ্বমানের অভিজ্ঞতা 🌍✨


জেলা প্রশাসন, সিলেটের অনুরোধে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে আজ থেকে চালু হলো ফ্রি টেলিফোন ও WiFi সেবা।

এখন থেকে সিলেট বিমানবন্দরে যাত্রীরা বিনা খরচে এই সেবা নিতে পারবেন।
এই উদ্যোগে সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়েছে বিটিসিএলসহ সংশ্লিষ্ট সকলকে।

👉 বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম।

🕰 ইতিহাসের অমূল্য মুহূর্তযাঁরা ছিলেন সিলেটের গৌরব, আজ তাঁরা স্মৃতির পাতায়।২০০০ সালে শাবি’র নামকরণ বিরোধী আন্দোলনের সময় ক...
06/09/2025

🕰 ইতিহাসের অমূল্য মুহূর্ত
যাঁরা ছিলেন সিলেটের গৌরব, আজ তাঁরা স্মৃতির পাতায়।

২০০০ সালে শাবি’র নামকরণ বিরোধী আন্দোলনের সময় কোর্টপয়েন্টে সর্বদলীয় সভায় মঞ্চের সামনের সারিতে উপবিষ্ট—
🔹 আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব রহ.
🔹 সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান রহ.
🔹 প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ.
🔹 সাবেক এমপি মাওলানা উবায়দুল হক উজিরপুরি রহ.

👉 আজ তাঁদের কেউ আর আমাদের মাঝে নেই।
🤲 আল্লাহ তায়ালা তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকামে জায়গা দান করুন।

#সিলেট #ইতিহাস #শাবি #স্মরণ

ফেঞ্চুগঞ্জে অজ্ঞাতপরিচয় কলেজপড়ুয়া যুবতী উদ্ধারসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাজগাঁও রেলস্টেশন সংলগ্ন একটি দোকান থেকে অজ্...
05/09/2025

ফেঞ্চুগঞ্জে অজ্ঞাতপরিচয় কলেজপড়ুয়া যুবতী উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাজগাঁও রেলস্টেশন সংলগ্ন একটি দোকান থেকে অজ্ঞাতপরিচয় এক কলেজপড়ুয়া যুবতীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ফেঞ্চুগঞ্জ থানার হেফাজতে রয়েছেন।

স্থানীয়রা জানান, মেয়েটি ইংরেজিতে কথা বলছে তবে নিজের নাম-পরিচয় জানাচ্ছেন না। তাকে চিনতে পারলে বা তার পরিবারের সদস্যরা খোঁজ পেলে দ্রুত থানার সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

📞 যোগাযোগ:
ওসি, ফেঞ্চুগঞ্জ থানা
+880 1320-117865

👉 সবাইকে অনুরোধ, মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে তথ্য পেলে দ্রুত জানান এবং শেয়ার করুন।

05/09/2025

শুক্রবারেও যানজটে পূর্ণ সিলেটের জিন

অবিশ্বাস্য হলেও সত্যি। হাসপাতালের বেডে বিয়ে!
05/09/2025

অবিশ্বাস্য হলেও সত্যি। হাসপাতালের বেডে বিয়ে!

সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা।  রাসূলের আগমনে পৃথিবী পেয়েছিলো শান্তির নিঃশ্বাস। অন্তর থেকে লাখো-কোটি সালাম  পৌঁছে যাক ...
05/09/2025

সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। রাসূলের আগমনে পৃথিবী পেয়েছিলো শান্তির নিঃশ্বাস। অন্তর থেকে লাখো-কোটি সালাম পৌঁছে যাক মদিনায়।

📍 কুলাউড়া মিলিপ্লাজা মার্কেটের সামনে দুর্ঘটনাআজ সকালে মার্কেটের সামনে ড্রেনের কালভার্ট ভেঙে সিমেন্টের কার্বার ব্যান পড়ে ...
05/09/2025

📍 কুলাউড়া মিলিপ্লাজা মার্কেটের সামনে দুর্ঘটনা
আজ সকালে মার্কেটের সামনে ড্রেনের কালভার্ট ভেঙে সিমেন্টের কার্বার ব্যান পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

🗓️ ৫ সেপ্টেম্বর ২০২৫
#কুলাউড়া #মৌলভীবাজার

📌 সিলেটের গর্ব এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীআজ ৫ই সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেটের গর্ব, জাত...
04/09/2025

📌 সিলেটের গর্ব এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী

আজ ৫ই সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেটের গর্ব, জাতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এম সাইফুর রহমান সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী।

তিনি ছিলেন একজন দূরদর্শী অর্থনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার। বহুবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি শুধু দেশের অর্থনীতির ভিতকে শক্ত করেছেন তা-ই নয়, বরং বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির মানচিত্রে নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
✦ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি
✦ রেমিট্যান্সের প্রবাহ
✦ যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার
সব ক্ষেত্রেই তাঁর সাহসী পদক্ষেপ আজও অনন্য উদাহরণ হয়ে আছে।

সিলেটের মানুষ হিসেবে আমরা তাঁকে বিশেষ কৃতজ্ঞতায় স্মরণ করি। সিলেটের অবকাঠামো উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ, শিক্ষা বিস্তার ও প্রবাসী নির্ভর অর্থনীতিকে জাতীয় মূলধারায় প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান চিরস্মরণীয়। বলা যায়, আজকের সিলেটের উন্নয়নের মজবুত ভিত তিনিই গড়ে দিয়েছেন।

এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। তাঁর স্বপ্ন, চিন্তা ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে থাকবে অনন্তকাল।

🤲 মহান আল্লাহর দরবারে দোয়া করি—
তিনি যেন এম সাইফুর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।

04/09/2025

ইন্না লিল্লাহ! কিছুক্ষণ পূর্বে সিলেট - এয়ারপোর্ট সড়কে। মালনীছড়া সড়কে ট্রা*কের চাপায় একজন মোটর বাইক আরোহী নি*হ*ত

04/09/2025

রাত দীর্ঘ হয়! মানুষের ফেরার পালা।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Touch Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Touch Of Sylhet:

Share

Category