04/09/2025
📌 সিলেটের গর্ব এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী
আজ ৫ই সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেটের গর্ব, জাতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এম সাইফুর রহমান সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী।
তিনি ছিলেন একজন দূরদর্শী অর্থনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার। বহুবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি শুধু দেশের অর্থনীতির ভিতকে শক্ত করেছেন তা-ই নয়, বরং বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির মানচিত্রে নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
✦ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি
✦ রেমিট্যান্সের প্রবাহ
✦ যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার
সব ক্ষেত্রেই তাঁর সাহসী পদক্ষেপ আজও অনন্য উদাহরণ হয়ে আছে।
সিলেটের মানুষ হিসেবে আমরা তাঁকে বিশেষ কৃতজ্ঞতায় স্মরণ করি। সিলেটের অবকাঠামো উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ, শিক্ষা বিস্তার ও প্রবাসী নির্ভর অর্থনীতিকে জাতীয় মূলধারায় প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান চিরস্মরণীয়। বলা যায়, আজকের সিলেটের উন্নয়নের মজবুত ভিত তিনিই গড়ে দিয়েছেন।
এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। তাঁর স্বপ্ন, চিন্তা ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে থাকবে অনন্তকাল।
🤲 মহান আল্লাহর দরবারে দোয়া করি—
তিনি যেন এম সাইফুর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।