কালার মিডিয়া

কালার মিডিয়া ওয়াজ মাহফিল ও ইসলামি হামদ-নাত সরাসরি সম্প্রচার! (এইচ এম মিছবাহ উদ্দিন)
📞 01322-026933

31/08/2025

আলহামদুলিল্লাহ

🌸 "জুমার বরকতপূর্ণ দিনে আমরা সবাই মিলে পাঠ করি—اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك ح...
22/08/2025

🌸 "জুমার বরকতপূর্ণ দিনে আমরা সবাই মিলে পাঠ করি—
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
🤲💚"
#জুম্মা_মোবারক

09/08/2025

সর্বসেরা ডিজাইন ও প্রিন্ট এবং অনলাইন থেকে অফলাইন সবধরনের রুচিসম্মত কাজের বিশ্বস্থ ঠিকানা।

MD Salimul Islam পরিচালিত িডিয়া –
ডিজিটাল সেবায় নির্ভরতার প্রতীক!

🔧 আমাদের মূল সেবাসমূহ:
✅ গ্রাফিক ডিজাইন (ব্যানার, পোস্টার, বিজনেস কার্ড)
✅ প্রিন্টিং ও স্ক্যানিং
✅ অনলাইন ফর্ম পূরণ (জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ভিসা ইত্যাদি)
✅ সরকারি ও বেসরকারি কাগজপত্রের প্রসেসিং
✅ কম্পিউটার টাইপিং ও কম্পোজ
✅ শিক্ষানবিসদের হাতে-কলমে প্রশিক্ষণ

📍 লোকেশন: হাজি মুদাচ্ছির আলী মার্কেট, মেইন রোড, চতুল বাজার, কানাইঘাট, সিলেট
📞 যোগাযোগ: 01318-479638

30/07/2025

আলহামদুলিল্লাহ ৩ লক্ষ টাকার অনুদান চলে আসছে।

#চতুল_বাজার_জামে_মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি স্থাপন) কাজে তিন লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করছেন চতুল ১৪ মৌজাবাসী।
সবাই শেয়ার দিয়ে পাশে থাকবেন।

23/07/2025

দি মেগালয় টি এস্টেট এর ইজারা বাতিলের দাবীতে সিলেট জেলা প্রশাসকের সাথে মত বিনিময় পরবর্তী।
জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের ৫ মৌজাবাসির একটাই দাবী অবৈধ লীজ বাতিল করতে হবে।
Date: 23-07-2025

23/07/2025

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী জনাব এডভোকেট মুহাম্মদ আলী।

16/07/2025

জ-ঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ।
সময়োপযোগী ভাইরাল সংগীত।
#মুহিব_খান

04/07/2025

#ডক্টর_এনায়েতুল্লা_আব্বাসী হাফিজাহুল্লাহ

ইতিহাস সাক্ষী-স্রোতের বিপরীতে জমিয়তের সিদ্ধান্ত আজ পর্যন্ত কেউ ভুল প্রমান করতে পারেনি।

03/07/2025

এককথায় অসাধারণ এক ব্যক্তিত্ব পেয়েছে জমিয়ত। পুরো ইসলামী অঙ্গনের রত্ন তিনি।

আমি বলি, বাংলার ফজলুর রহমান মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তাঁর যথাযথ মূল্যায়ন করতে পারলে বাংলাদেশে একজন মাওলানার আবির্ভাব হতে পারে।

বারাকাল্লাহু ফী হায়াতিহ্।
#আল্লামা_মঞ্জুরুল_ইসলাম_আফেন্দি #জমিয়ত_মহাসচিব

28/06/2025

সিলেটের জৈন্তাপুরের #রামপ্রসাদ_মাদরাসার_নামে #চাদা তুলতে ধরা খেলো তিন চাদা-বাজ ওদেরকে চিনে রাখুন, ওরা বিভিন্ন মাদরাসার নামে চাদে তুলে।

Address

সিলেট, বাংলাদেশ
Sylhet

Telephone

+8801322026933

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালার মিডিয়া:

Share

Category