23/05/2025
আর কিছু দিন পরই আমাদের কোরবানির ঈদ। এই ঈদের উৎসবে যখন আমরা সবাই মিলে আনন্দ করবো, কোথাও হয়তো কোনো এক শিশু তার মাকে বলবে, 'আম্মু, এবারও কি আমাদের ঘরে কুরবানির গোশত আসবে না?' :(
আল্লাহর নামে কোরবানি দেওয়া শুধুমাত্র একটি রীতি নীতি নয়, এটি একটি ঈমানি দায়িত্ব, যেখানে প্রতিটি মাংসের টুকরো পৌঁছে দিতে হবে সেই সব মুখে, যারা পুরোটা বছরই এই সময়ের অপেক্ষায় থাকেন।
আপনার আল্লাহর ওয়াস্তে দানের ৫০, ১০০, ৫০০ বা ১০০০ টাকা আরো ১০ জনের দানের টাকার সাথে যোগ হয়ে একত্রে একটি পূর্ণ গরুর মূল্য হয়ে উঠতে পারে!
আপনার টাকাটি শুধু টাকা নয়, এটি একজন এতিমের মুখের হাসি, একজন মায়ের চোখের পানি মুছে যাওয়ার মাধ্যম।
আপনার দান **সদকায়ে জারিয়া** এটি শুধু মাংস বিতরণ নয়, আল্লাহর রহমতের দরজা খোলার চাবিকাঠি।
আল্লাহ বলেন, "তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান দেবেন। তিনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।"
(সুরা সাবা, আয়াত ৩৯)
আমরা কয়েকজন মিলে প্রাথমিক ভাবে দুইটি পরিকল্পনা করেছি।
আল্লাহর রহমতে যেইটার বাজেট আমাদের হাতে আসবে সেইটাই করা হবে ইনশাআল্লাহ। হয়তো একটি সুন্দর গরু আমরা কোরবানি দিয়ে হকদারদের মাঝে বিতরণ করে দেয়া হবে। নয়তো একটি এতিম মাদ্রাসায় একটি ছোট ছাগল এবং তাদের কিছু দিনের বাজারের ব্যবস্থা করে দেয়া হবে। যেইটা আল্লাহর ইচ্ছা সেইটাই হবে ইনশাআল্লাহ।
#একটি_টাকায়_হাসি
#কুরবানীর_মাংস_সবার_হোক
**এই পোস্টটি শেয়ার করুন** যেনো আপনার একজন বন্ধুর টাকাও কোনো শিশুর জীবনে ঈদের আলো হয়ে আসে।
ডোনেশন পাঠাবেন নিচের দেয়া বিকাশ অথবা ব্যাংক একাউন্টে।
Aradhana Ria - +8801641567249
(BKash Personal)
Bank - City Bank
Account Name - Mustakim Mukith
Account Number - 2303035616001
Bandar Bazar Branch
Sylhet
Routing number - 225913556
Phone - +8801685235646