
21/05/2025
কেন কম বয়সী চরিত্রবান মেয়ে বিয়ে করতে বলছি?
প্রথম কথা; এরা যৌবন শেষের পথে নয় কেবল শুরু। একজন ইউনিভার্সিটি পাশ করা মেয়ে অলমোস্ট যৌবন শেষ হবার পথে আছে। ১৩+ মেয়েরা বিয়ের উপযুক্ত। এরপরও আপনি ৩-৪ বছর লেট করে ১৬-১৮ এর একজন নারীকে বিয়ে করলেন। তার যৌবনের ৩-৪ বছর তখন অলরেডি শেষ। আর ইউনিভার্সিটির আন্ডারগ্রেজুয়েশন শেষ হলে মেয়েদের বয়স হয় কম করে হলেও ২৪ মতো। আর মাস্টার্স করলে ২৬ মিনিমাম। অর্থাৎ প্রায় এক যুগ যৌবনের টাইম মিসিং। কেও কেন এই সেক্রিফাইস করবে? মেয়েদের বেষ্ট অফারিং টাইম ১৩-৩০। ছেলেদের এটা ১৭-৫৫ বা আরো বেশি। এবার বিবেচনা করুন। একটা ১৫ বছরের মেয়ে বিয়ে করলে ১০ বছর বেশি যৌবন পাওয়া যাবে। কেও কেন এটা নষ্ট করবে?
এরপর, SSC পাশ করেনি এই বয়সের নারীরা কঠিন প্রেমময়ী হয়। এরা অল্পতে সারপ্রাইজ হয়। খুব সম্ভাবনা রয়েছে যে আপনি এদের প্রথম ভালোবাসা হবেন! এরা অল্পতেই বিরাট খুশি থাকে। কোন বেশি বয়সী মেয়েকে আপনি এরকম সারপ্রাইজ করতে গেলে ৫০ গুন বেশি সময় অর্থ খরচ করতে হতে পারে। আমার পরিচিত ইউনিভার্সিটির মেয়েগুলো যেই পরিমান উচ্চ আশা রাখে! সুবাহানাল্লাহ! এদের অবশ্য বিয়েও হয়নি অনেকের! হবার কথাও না! কে বিয়ে করবে এদের! এদের বিয়ে করা কোন দিক দিয়ে যৌক্তিক?
কম বয়সী মেয়েদের মাথায় অধিকার এবং নারীবাদী চিন্তা ভাবনা কম। তারা প্রেম করার জন্য ছোক ছোক করে! এদের প্রথম প্রেম হতে পারলে আপনার জীবন রঙিন হয়ে উঠবে। এরা চঞ্চল হয়। SSC লেভেল পর্যন্ত মেয়েরা পরিবারের সাথে থাকে, এরা মিনিমাম একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। তখনও তারা বাইরের দুনিয়া খুব বেশি দেখেনি। তার মাঝে নারীবাদী চিন্তা ভাবনা নেই বললেই চলে। অপরদিকে ভার্সিটির বেশি বয়সী কোন মহিলা প্রচুর লোকজন দেখে, দুনিয়ার বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে পুরুষের মতো। এরা যৌক্তিকতা দিয়ে সব কিছু মাপতে যায়। তাদের অন্তর শক্ত শক্ত ভাব। এদের চঞ্চলতা কমে যায়। ভারী ভারী কথা বলে। যেটা আমরা পূরুষরা পছন্দ করি না। আর নারীবাদী চিন্তা ভাবনার হলে তো আরেক ক্যাচাল! সম্বাবনা বেশি!
বাকি আর কোন কারণ প্রয়োজন হবে না কম বয়সী মেয়ে বিয়ে করতে। এবার কিছু ভ্রষ্টা নারীদের কথায় আসি যা এক্সট্রা করে বিবেচনাযোগ্য,
মেয়েরা নরমালি তার নিজের ১৬-২২ বছর সময়ের ভালোবাসার প্রতি অত্যন্ত দূর্বল থাকে। এই বয়সে তারা প্রেমে পড়লে তারা এটা ভুলতে অনেক দেরী আছে! সে যাকে ভালোবাসে এমন ছেলের প্রথম ছোয়া এরা সহজে ভুলতে পারে না। ছ্যাকা খেয়ে অনেকে দ্বীনে ফেরত আসে। এরা যদিও তাওবা করে তবুও তারা নিকট সময়ে আগের মতো কখনোই কোন ছেলেকে ভালোবাসা দিতে পারবে না। এদের এসব ভুলতে লম্বা সময়ের দরকার। পরবর্তী স্বামী আগের অবৈধ স্বামীর থেকে বেশি স্মার্ট না হলে বা বেশি সুযোগ সুবিধা না দিলে তাদের হতে খুব একটা প্রেম রিটার্ন পাবেন না এটার সম্ভাবনা আছে। বৃদ্ধ মেয়েদের অনেকে আবার প্রেম না করলেও বড় হতে হতে অনেকজনকে মন দিয়ে রাখে! এদের থেকে ঐ মানের ভালোবাসা পাওয়া কঠিন কাজ! এরা কম্পেয়ার করে! যেহেতু তারা দুনিয়া দেখেছে বেশি তাই কম্পেয়ার করার অপশনও বেশি!
আরো কারণ আছে আমার এই পরামর্শ দেয়ার। পরে বলবোনি ইনশাআল্লাহ। পোষ্ট লম্বা করে কাজ নেই। ফ্রি মিক্সিং এ স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ছে এমন হলে তো, এই মেয়ে বিয়ে করতে আগেই — "না"। আমি কেবল গার্লস স্কুল, কলেজের কথা বলছি। যারা অবশ্যই পরিবারে থেকে পড়াশুনা করছে। কলেজ হলে হেস্টেলের মেয়েদেরও বিয়ে করবেন না। এদের বান্ধবীদের চিন্তাভাবনার প্রভাব এদের মাঝে থাকে। বেহুদা অশান্তি ডেকে আনার কোন মানেই হয় না!