21/11/2025
পুরুষ মানুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সব নারীর হয় না!
কারণ পুরুষের ভালোবাসা নদীর স্রোতের মতো
গভীর, নীরব, অথচ ভীষণ শক্তিশালী।
সে ভালোবাসে চেঁচামেচি করে নয়,
শান্তভাবে, নিজের ভেতরে হাজার কথা লুকিয়ে রেখে।
পুরুষের ভালোবাসা শব্দে প্রকাশ পায় না,
প্রকাশ পায় আচরণে, যত্নে, অপেক্ষায়,চুপচাপ খোঁজ নেওয়ায়।
কেউ কেউ ভাবে পুরুষ মানেই শক্ত, রুক্ষ, কঠিন
কিন্তু সত্যি হলো, পুরুষের ভালোবাসা সবচেয়ে নরম,
সবচেয়ে গভীর, আর সবচেয়ে লুকানো।
বেশিরভাগ নারী শুধু বাহিরটা দেখে
গিফট দিল কি না,
রোজ মেসেজ করল কি না,
কথা বলল কি না।
কিন্তু খুব কম নারী বোঝে
নীরব যত্ন, নিঃশব্দ খোঁজ,
অভিমান লুকিয়ে রাখা চোখের ভাষা।
একজন পুরুষ যখন সত্যিই ভালোবাসে,
তখন তার ভালোবাসা কথার চেয়ে কাজে বেশি ফুটে ওঠে।
সে হয়তো বারবার "ভালোবাসি" বলতে পারে না,
কিন্তু সে সেই মানুষটার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে
হাসি ধরে রাখে, নিরাপত্তা দেয়, সম্মান দেয়,
আর নিজের স্বপ্নের মধ্যেও তার প্রিয় মানুষটির জন্য জায়গা বানিয়ে রাখে।
সে অন্যদের সামনে কঠিন, শক্ত
কিন্তু যাকে ভালোবাসে তার সামনে নরম, শান্ত, নিঃশব্দ হয়ে যায়।
কোথাও গেলে প্রথমে তার কথা ভাবে,
কিছু পেলে আগে তার সঙ্গেই ভাগ করে নিতে চায়।
তার নিজের কষ্টটা লুকিয়ে রাখে,
শুধু যাতে প্রিয় মানুষটা হাসতে পারে।
একজন পুরুষ যখন সত্যিই ভালোবাসে
সে প্রতিশ্রুতি দেয় না,
বরং প্রতিশ্রুতি পালন করে।
সে দূরে গেলেও মন রেখে যায়,
রাগ হলেও সম্পর্ক ছাড়ে না,
হাজার ভুল হলেও নিজের মানুষটাকে আঁকড়ে ধরে রাখে।
সত্যিকারের ভালোবাসা পুরুষ দেখায় না,
সে শুধু অনুভব করায়।
তবে সব নারী এই ভালোবাসা বুঝতে পারে না
কারণ তারা প্রেমকে শব্দে মাপে,
কিন্তু পুরুষ মাপে অনুভূতিতে, দায়িত্বে,
নিঃশব্দ ত্যাগে।
যে নারী পুরুষের ভালোবাসার ভাষা পড়তে পারে,
সে জানে
পুরুষ অন্যদের মতো দেখিয়ে ভালোবাসে না,
সে মন থেকে ভালোবাসে।
সে নিজের স্বপ্নে জায়গা দেয়,
নিজের কষ্ট লুকিয়ে রেখেও হাসি দিয়ে সঙ্গীকে শক্তি দেয়।
আর যেসব নারী এই ভালোবাসা বোঝে না—
তারা ভাবে পুরুষ বদলে গেছে, দূরে সরে গেছে,
কিন্তু সত্যি হলো,
পুরুষ তখনও আগের মতোই ভালোবাসে,
শুধু তার ভাষা বোঝার মতো মানুষ পাশে থাকে না।
যে নারী সত্যিই বুঝতে জানে
সে জানে পুরুষের ভালোবাসা সহজ নয়,
কিন্তু একবার সত্য হলে তা সারা জীবনের জন্য।
লেখাঃ- জহিরুল ইসলাম রুবেল